উলুবেড়িয়া, 28 মে : যশের তাণ্ডবে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে প্রকল্পকে ‘দুয়ারে ত্রাণ’ নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু যাঁদের বাড়িঘর ভেঙে পড়েছে তাঁদের কী হবে, এই প্রশ্নই তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ কটাক্ষ করে তিনি বলেন, যাঁদের দুয়ার নেই তাঁদের কী হবে? ত্রাণ শুরু হওয়ার আগেই আমফানের মত এখানেও দুর্নীতির গন্ধ পাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি ৷
এ দিন উলুবেড়িয়ায় বিজেপির তৈরি ত্রাণ শিবিরে প্রায় 150 জন মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন রাজ্য বিজেপি সভাপতি ৷ সেখানেই দিলীপ ঘোষ অভিযোগ করেন, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর ত্রাণ শিবিরে মানুষকে ঠাঁই দিতে গিয়েও রাজনৈতিক রং দেখা হচ্ছে ৷ বিজেপি কর্মীদের ত্রাণ শিবিরে থাকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি ৷ দিলীপ ঘোষ বলেন, ‘‘রাজ্য সরকার দুয়ারে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলছেন ৷ সেটা করতে পারলে খুব ভাল হয় ৷ কিন্তু, আমফানের সময় যেমন স্বজনপোষণ হয়েছিল, এবারেও যে তা হবে না, তার গ্যারান্টি কে দেবে?’’
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর চিঠি রাজনীতির বিরুদ্ধে সরব দিলীপ
পাশাপাশি আজ রাজ্যে যশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সে নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘প্রধানমন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যের থেকে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানবেন ৷ তারপর সেই মতো ক্ষতিপূরণ দেবে কেন্দ্র ৷’’ সেই সঙ্গে তিনি এও বলেন, ‘‘ইতিমধ্যেই রাজ্যকে ঘূর্ণিঝড় যশের মোকাবিলার জন্য আগাম 400 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷’’