ETV Bharat / state

সিঙ্গুরের রায় পূর্ব পরিকল্পিত ? প্রশ্ন তুললেন সায়ন্তন - tmc

সিঙ্গুর মামলার রায় নিয়ে রাজ্য BJP-র জেনেরাল সেক্রেটারি সায়ন্তন বসুর চাঞ্চল্যকর অভিযোগ । তাঁর দাবি BJP-র কাছে সমস্ত তথ্য রয়েছে ।

সিঙ্গুর
author img

By

Published : Jun 14, 2019, 6:13 PM IST

Updated : Jun 14, 2019, 7:35 PM IST

সিঙ্গুর, 14 জুন : সিঙ্গুর মামলার রায় কি পূর্ব পরিকল্পিত ? অভিযোগ, রাজ্য BJP-র জেনেরাল সেক্রেটারি সায়ন্তন বসুর ।

আজ সিঙ্গুরে সিংহের ভেড়িতে কৃষকদের প্রতীকী অবস্থান বিক্ষোভে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি । তিনি বলেন, "গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন সিঙ্গুরের আদালতের সময় সিঙ্গুর মামলা যখন কোর্টে গেছে তখন কোর্ট ভালো ছিল । তখন ভালো জাজমেন্ট পেয়েছিলেন। আমি বলব কী ভাবে জাজমেন্ট পেয়েছিলেন, তার প্রত্যেকটা তথ্য BJP-র কাছে আছে । প্রকাশ্যে এখানে বলা যাবে না আপনি কীভাবে জাজমেন্ট পেয়েছিলেন । কিন্তু এবার সিঙ্গুরে যাই জাজমেন্ট থাকুক, রাজ্যে BJP ক্ষমতায় এলে সিঙ্গুরে কারখানা হবেই । কেউ ঠেকাতে পারবে না ।''

ভিডিয়োয় শুনুন সায়ন্তন বসুর বক্তব্য

মমতা বন্দ্যোপাধ্যাকে তীব্র আক্রমণ করে সায়ন্তন বসু বলেন, "চাষিদের কি ভিখারি মনে করেন ? যে কিছু চাল দিয়ে দিলাম কিছু খাওয়ার দিয়ে দিলাম । দু'হাজার টাকা দিয়ে দিলাম । কৃষককে অপমান করছেন । কৃষক শস্য ফলায়। আজ সিঙ্গুরের জমিতে কৃষকের কাজের জন্য শস্য ফালানোর মত অবস্থায় রাখেননি । এখানে শিল্পও করেননি, শ্মশানের নৈরাজ্য তৈরি করেছেন ।"

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে জিতেছেন BJP-র লকেট চট্টোপাধ্যায় । জেতার পরই সিঙ্গুরের বিতর্কিত জমিতে কারখানার তৈরির সওয়াল করেন । আজ সিঙ্গুরে রাজ্য BJP-র জেনেরাল সেক্রেটারি বলেন, "আমরা এই সিঙ্গুর থেকে প্রতিবাদ শুরু করলাম । আজ আমরা অবস্থান করছি। সাধারণ কৃষকরা অবস্থান করছেন । আমরা সঙ্গ দিয়েছি । আপনাদের সাংসদের নেতৃত্বে অবস্থান করছি । আবার আমরা আসব । এরপর আমরা মহামিছিল করব, তারপর অবরোধ করব । সিঙ্গুরে কারখানা তৈরির দাবিকে সামনে রেখে প্রয়োজনে বনধ ডাকব ।"

সিঙ্গুর আন্দোলনের সময় 26 দিন অনশন করেছিলেন মমতা । কটাক্ষ করে সায়ন্তন বলেন, "কী অনশন করেছেন সবাই জানে । হিম্মত থাকলে আজকের সময়ে 6 দিন অনশন করে দেখান । কাকপক্ষী আসবে না ।"

সিঙ্গুরের কৃষকদের অবস্থান সমাবেশ থেকে সায়ন্তনবাবু আরও বলেন, "আমি 2006 সাল থেকে সিঙ্গুরে আসছি । তখন থেকে আন্দোলন হচ্ছে । এতে লাভবান হয়েছিলেন একজন । তিনি মমতা ব্যানার্জি । তাপসী মালিকের লাশের উপর দাঁড়িয়ে মমতা মুখ্যমন্ত্রী হয়েছেন । এতদিন লাভ হয়েছে । এবার ওঁর ক্ষতি করানোর পালা । সিঙ্গুরের কৃষকের লাভ করাব । কারখানা হবে । স্থানীয়রা কাজ পাবে ।"


এদিকে সিঙ্গুরের জমি আন্দোলনের নেতা তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না বলেন, "জোর করে কৃষকদের জমি নিতে দেব না। আমরা শিল্পের বিরোধিতা কখনই করিনি । কিন্তু, কাউকে জোর করে জমি নিতে দেব না ।"

সিঙ্গুর আন্দোলনের পক্ষে সওয়াল করে তিনি বলেন, "পূর্বতন সরকারের আমলে আমরা বলেছিলাম ৬০০ একর জমিতে শিল্প হোক । ৪০০ একর জমিতে চাষ হোক। সে কথা ওরা মানেনি । না মানার পর আমরা মামলা করি । সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছেন ।"

হুগলির নির্বাচিত সাংসদ লকেট চ্যাটার্জি প্রসঙ্গে তিনি বলেন, "উনি নাট্য জগতের লোক । 2006 সাল থেকে অনেক নাটক দেখেছি । ওঁদের কারখানা করার ইচ্ছা থাকলে জমি কিনে নিতে পারেন । কিন্তু, আন্দোলনকারী কৃষকরা কেউ জমি দেবে না । সেখানে চাষ শুরু হয়েছে । জোর করে জমি অধিগ্রহণ করলে আমরা প্রতিবাদ করব ।"

সিঙ্গুর, 14 জুন : সিঙ্গুর মামলার রায় কি পূর্ব পরিকল্পিত ? অভিযোগ, রাজ্য BJP-র জেনেরাল সেক্রেটারি সায়ন্তন বসুর ।

আজ সিঙ্গুরে সিংহের ভেড়িতে কৃষকদের প্রতীকী অবস্থান বিক্ষোভে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি । তিনি বলেন, "গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন সিঙ্গুরের আদালতের সময় সিঙ্গুর মামলা যখন কোর্টে গেছে তখন কোর্ট ভালো ছিল । তখন ভালো জাজমেন্ট পেয়েছিলেন। আমি বলব কী ভাবে জাজমেন্ট পেয়েছিলেন, তার প্রত্যেকটা তথ্য BJP-র কাছে আছে । প্রকাশ্যে এখানে বলা যাবে না আপনি কীভাবে জাজমেন্ট পেয়েছিলেন । কিন্তু এবার সিঙ্গুরে যাই জাজমেন্ট থাকুক, রাজ্যে BJP ক্ষমতায় এলে সিঙ্গুরে কারখানা হবেই । কেউ ঠেকাতে পারবে না ।''

ভিডিয়োয় শুনুন সায়ন্তন বসুর বক্তব্য

মমতা বন্দ্যোপাধ্যাকে তীব্র আক্রমণ করে সায়ন্তন বসু বলেন, "চাষিদের কি ভিখারি মনে করেন ? যে কিছু চাল দিয়ে দিলাম কিছু খাওয়ার দিয়ে দিলাম । দু'হাজার টাকা দিয়ে দিলাম । কৃষককে অপমান করছেন । কৃষক শস্য ফলায়। আজ সিঙ্গুরের জমিতে কৃষকের কাজের জন্য শস্য ফালানোর মত অবস্থায় রাখেননি । এখানে শিল্পও করেননি, শ্মশানের নৈরাজ্য তৈরি করেছেন ।"

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে জিতেছেন BJP-র লকেট চট্টোপাধ্যায় । জেতার পরই সিঙ্গুরের বিতর্কিত জমিতে কারখানার তৈরির সওয়াল করেন । আজ সিঙ্গুরে রাজ্য BJP-র জেনেরাল সেক্রেটারি বলেন, "আমরা এই সিঙ্গুর থেকে প্রতিবাদ শুরু করলাম । আজ আমরা অবস্থান করছি। সাধারণ কৃষকরা অবস্থান করছেন । আমরা সঙ্গ দিয়েছি । আপনাদের সাংসদের নেতৃত্বে অবস্থান করছি । আবার আমরা আসব । এরপর আমরা মহামিছিল করব, তারপর অবরোধ করব । সিঙ্গুরে কারখানা তৈরির দাবিকে সামনে রেখে প্রয়োজনে বনধ ডাকব ।"

সিঙ্গুর আন্দোলনের সময় 26 দিন অনশন করেছিলেন মমতা । কটাক্ষ করে সায়ন্তন বলেন, "কী অনশন করেছেন সবাই জানে । হিম্মত থাকলে আজকের সময়ে 6 দিন অনশন করে দেখান । কাকপক্ষী আসবে না ।"

সিঙ্গুরের কৃষকদের অবস্থান সমাবেশ থেকে সায়ন্তনবাবু আরও বলেন, "আমি 2006 সাল থেকে সিঙ্গুরে আসছি । তখন থেকে আন্দোলন হচ্ছে । এতে লাভবান হয়েছিলেন একজন । তিনি মমতা ব্যানার্জি । তাপসী মালিকের লাশের উপর দাঁড়িয়ে মমতা মুখ্যমন্ত্রী হয়েছেন । এতদিন লাভ হয়েছে । এবার ওঁর ক্ষতি করানোর পালা । সিঙ্গুরের কৃষকের লাভ করাব । কারখানা হবে । স্থানীয়রা কাজ পাবে ।"


এদিকে সিঙ্গুরের জমি আন্দোলনের নেতা তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না বলেন, "জোর করে কৃষকদের জমি নিতে দেব না। আমরা শিল্পের বিরোধিতা কখনই করিনি । কিন্তু, কাউকে জোর করে জমি নিতে দেব না ।"

সিঙ্গুর আন্দোলনের পক্ষে সওয়াল করে তিনি বলেন, "পূর্বতন সরকারের আমলে আমরা বলেছিলাম ৬০০ একর জমিতে শিল্প হোক । ৪০০ একর জমিতে চাষ হোক। সে কথা ওরা মানেনি । না মানার পর আমরা মামলা করি । সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছেন ।"

হুগলির নির্বাচিত সাংসদ লকেট চ্যাটার্জি প্রসঙ্গে তিনি বলেন, "উনি নাট্য জগতের লোক । 2006 সাল থেকে অনেক নাটক দেখেছি । ওঁদের কারখানা করার ইচ্ছা থাকলে জমি কিনে নিতে পারেন । কিন্তু, আন্দোলনকারী কৃষকরা কেউ জমি দেবে না । সেখানে চাষ শুরু হয়েছে । জোর করে জমি অধিগ্রহণ করলে আমরা প্রতিবাদ করব ।"

Last Updated : Jun 14, 2019, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.