ETV Bharat / state

হুগলির প্রাক্তন জেলা সভাপতিকে শো-কজ বিজেপি নেতৃত্বের - হুগলি

হুগলির প্রাক্তন জেলা সভাপতিকে শো-কজ বিজেপির ৷ চুঁচুড়ায় দিলীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ সাতদিনের মধ্যে দিতে হবে শো-কজের জবাব ৷

Show Cause Letter to former BJP president of Hoogly Subir Nag
হুগলির প্রাক্তন জেলা সভাপতিকে শো-কজ বিজেপি নেতৃত্বের
author img

By

Published : Jun 7, 2021, 7:58 PM IST

কলকাতা, 7 জুন : দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে ধরে কর্মী বিক্ষোভে ইন্ধন জোগানোর অভিযোগে হুগলি জেলার প্রাক্তন সাংগঠনিক জেলা সভাপতি সুবীর নাগকে শো-কজ নোটিস পাঠাল বিজেপি।

গত শুক্রবার হুগলির চুঁচুড়ায় সাংগঠনিক বৈঠক করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ সেই বৈঠকে বিজেপির কর্মী ও সমর্থকরা দিলীপ ঘোষকে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখান ৷ এমনকী দিলীপ ঘোষও একজন দলীয় কর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ৷

এরপর রবিবার একটি অডিও রেকর্ডিং ভাইরাল হয় ৷ এই অডিয়ো রেকর্ডিংয়ে এক ব্যক্তি দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানোর পরামর্শ দেন ৷ পরে জানা যায়, অডিয়োতে যাঁর গলা শোনা যাচ্ছে, তিনি বিজেপির হুগলির প্রাক্তন জেলা সভাপতি সুবীর নাগ ৷ তাঁর গলা চিহ্নিত করেন হুগলি জেলার বিজেপির জেলা কমিটির সদস্যরা ৷

হুগলি জেলায় সুবীর নাগ বরাবরই এলাকার সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরোধী গোষ্ঠীর লোক হিসাবে পরিচিত ৷ এরপরই এই ঘটনা নিয়ে দলের অন্দরে লকেট চট্টোপাধ্যায় দ্রুত তদন্তের দাবি জানান এবং দোষী ব্যক্তির শাস্তির দাবি তোলেন ৷

আরও পড়ুন : এনকাউন্টার মন্তব্যে বিজেপির জেলা সভাপতিকে শোকজ করল কমিশন

এরপর সোমবার বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় এক নির্দেশিকায় সুবীর নাগকে সাতদিনের মধ্যে জবাব চেয়ে শো-কজ নোটিস পাঠান ৷ তাতে উল্লেখ করা হয়েছে, সুবীর দলবিরোধী একাধিক কাজ করেছেন ৷ এমনকী এই বিষয়ে দলের অনুমতি না নিয়ে সংবাদমাধ্যমে বার বার বয়ানও দিয়েছেন তিনি ৷

কলকাতা, 7 জুন : দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে ধরে কর্মী বিক্ষোভে ইন্ধন জোগানোর অভিযোগে হুগলি জেলার প্রাক্তন সাংগঠনিক জেলা সভাপতি সুবীর নাগকে শো-কজ নোটিস পাঠাল বিজেপি।

গত শুক্রবার হুগলির চুঁচুড়ায় সাংগঠনিক বৈঠক করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ সেই বৈঠকে বিজেপির কর্মী ও সমর্থকরা দিলীপ ঘোষকে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখান ৷ এমনকী দিলীপ ঘোষও একজন দলীয় কর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ৷

এরপর রবিবার একটি অডিও রেকর্ডিং ভাইরাল হয় ৷ এই অডিয়ো রেকর্ডিংয়ে এক ব্যক্তি দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানোর পরামর্শ দেন ৷ পরে জানা যায়, অডিয়োতে যাঁর গলা শোনা যাচ্ছে, তিনি বিজেপির হুগলির প্রাক্তন জেলা সভাপতি সুবীর নাগ ৷ তাঁর গলা চিহ্নিত করেন হুগলি জেলার বিজেপির জেলা কমিটির সদস্যরা ৷

হুগলি জেলায় সুবীর নাগ বরাবরই এলাকার সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরোধী গোষ্ঠীর লোক হিসাবে পরিচিত ৷ এরপরই এই ঘটনা নিয়ে দলের অন্দরে লকেট চট্টোপাধ্যায় দ্রুত তদন্তের দাবি জানান এবং দোষী ব্যক্তির শাস্তির দাবি তোলেন ৷

আরও পড়ুন : এনকাউন্টার মন্তব্যে বিজেপির জেলা সভাপতিকে শোকজ করল কমিশন

এরপর সোমবার বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় এক নির্দেশিকায় সুবীর নাগকে সাতদিনের মধ্যে জবাব চেয়ে শো-কজ নোটিস পাঠান ৷ তাতে উল্লেখ করা হয়েছে, সুবীর দলবিরোধী একাধিক কাজ করেছেন ৷ এমনকী এই বিষয়ে দলের অনুমতি না নিয়ে সংবাদমাধ্যমে বার বার বয়ানও দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.