চুঁচুড়া, 18 মার্চ: হুগলির বলাগড়, চুঁচুড়ার জগুদাস পাড়া এলাকায় শনিবার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিস পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ শান্তনুর পাশাপাশি এদিন হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতার ঘনিষ্ঠ অয়ন শীলের সম্পর্কে তথ্য-তালাশ পেতে উদ্যোগী হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ চুঁচুড়ার জগুদাস এলাকায় অয়নের এবিএস টাওয়ার আবাসনে এদিন তল্লাশি চলে সন্ধ্যা পার করে। এলাকার দাপুটে প্রোমোটার অয়নের একই আবাসনে ফ্ল্যাট রয়েছে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও ৷ তবে আবাসনের ফ্ল্যাট নয়, আবাসন সংলগ্ন বাড়িতে তল্লাশি চালিয়ে এদিন শান্তনু-ঘনিষ্ঠ অয়নকে আটক করল ইডি (Shantanu Banerjee's aide Ayan Shil detained by ED) ৷
শনিবার সকাল থেকে প্রোমোটার অয়ন শীলের এবিএস টাওয়ার আবাসন সংলগ্ন বাড়িতে যায় ইডি-র আধিকারিকরা। সেখানে প্রাথমিকভাবে অয়নের বাবা এবং মা'য়ের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করে বিকেলের মধ্যেই তারা কলকাতা ফিরে যায়। শুরুতে শান্তনুর ফ্ল্যাটে ঢুকতে গিয়ে সমস্যায় পরে আধিকারিকেরা। পরিবারে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তর অসঙ্গতি লক্ষ্য করে ইডি ৷ অন্যদিকে, অয়নের সল্টলেকের ভাড়া বাড়িতেও এদিন তল্লাশি চালান আধিকারিকরা ৷ এরপর তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নোটিশ পাঠানো হয় ৷
কিন্তু সমন পেয়ে সিজিও কমপ্লেক্সের বদলে অয়ন শীল চুঁচুড়ার জগুদাস এলাকার বাড়িতেই ইডি'র সামনে ধরা দেন ৷ সেখানেই তাঁকে সন্ধ্যা 9টা নাগাদ আটক করে ইডি। চুঁচুড়ার বাড়ি থেকে তাকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে ইডি রওনা হয় বলে খবর। অয়ন শীলের সঙ্গে বেশ কিছু ফাইলও নিয়ে যাওয়া হয়। মাঝের সিটে বসিয়ে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় তাকে নিয়ে যাওয়া হয় কলকাতায়।
আরও পড়ুন: শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারের ভাড়া বাড়িতে ইডি অভিযান, ফের প্রকাশ্যে টলিউড যোগ
তদন্তে জানা গিয়েছে, অয়ন শীল আগে ডাটা এন্ট্রি অপারেটর ছিলেন। পরবর্তীকালে তিনি সরকারি চাকরি পান। এর আগে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগ চুঁচুড়া থানায় তার নামে রয়েছে।অভিযোগ নিয়োগ দুর্নীতি কারণে চুঁচুড়ার এক ব্যক্তি শ্রীকুমার চট্টোপাধ্যায় ও তার ছেলে আত্মহত্যা করার কথা শোনা গিয়েছে। 2018 সালে তৃণমূল যুব নেতা শান্তুনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয়। তারপরই প্রমোটিং ব্যবসায় শুরু করে এই অয়ন।