ETV Bharat / state

Body Found in Sreerampur : শ্রীরামপুরে মাথাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য, তদন্ত শুরু পুলিশের - Severed Head Body Found Beside Delhi Road in Sreerampur

শ্রীরামপুরে দিল্লি রোডের পাশে একটি নর্দমা থেকে মাথাকাটা দেহ উদ্ধার হয়েছে (Severed Head Body Found Beside Delhi Road in Sreerampur) ৷ পোশাক এবং দেহের গঠন দেখে পুলিশের ধারনা দেহটি কোনও যুবকের ৷ তবে, তাঁর পরিচয় জানা যায়নি ৷

Severed Head Body Found Beside Delhi Road in Sreerampur
Severed Head Body Found Beside Delhi Road in Sreerampur
author img

By

Published : May 2, 2022, 4:29 PM IST

শ্রীরামপুর (হুগলি), 2 মে : শ্রীরামপুরের দিল্লি রোডে মাথাকাটা দেহ উদ্ধার হল (Severed Head Body Found Beside Delhi Road in Sreerampur) ৷ মৃতের পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে মৃতদেহটি কোনও যুবকের বলেই ধারণা পুলিশের ৷ ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিল্লি রোডে একটি পানশালার পাশে ৷ স্থানীয় মানুষজন এদিন ভোরে দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ৷

পুলিশ সূত্রে খবর, দেহটির ধর থেকে মাথা পুরোপুরিভাবে আলাদা করে দেওয়া হয়েছে ৷ মাথাটি খুঁজে পাওয়া যায়নি ৷ দিল্লি রোডের উপর একটি সেল কারখানার পাঁচিলের পাশে ড্রেনে ওই দেহটি পড়েছিল ৷ কারখানার পাঁচিলে রক্তের দাগ লেগে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ মৃতের শরীরে জিনসের প্যান্ট ও হাফ শার্ট ছিল ৷ দেহটি একটি যুবকের বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ৷ আর দেহের গঠন দেখে পুলিশের অনুমান তাঁর বয়সও খুব একটা বেশি নয় ৷

আরও পড়ুন : Murder in Panihati : ফের শিরোনামে পানিহাটি, এবার কুপিয়ে খুন যুবককে

চন্দননগর পুলিশের এসিপি-1 এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ৷ দেহ যেখানে পড়েছিল তার পাশে প্লাস্টিক জড়ো করা ছিল বলে জানা গিয়েছে ৷ এসিপি জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে অন্য কোথাও খুন করে, দেহটি সেখানে ফেলে দেওয়া হয়েছে ৷ খুনি মাথা অন্য কোথাও ফেলে থাকতে পারে বলে অনুমান পুলিশে ৷ এর পিছনে মূলত মৃতের পরিচয় গোপন করাই হয় মূল লক্ষ্য আততায়ীর ৷ মৃতের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে ৷

শ্রীরামপুর (হুগলি), 2 মে : শ্রীরামপুরের দিল্লি রোডে মাথাকাটা দেহ উদ্ধার হল (Severed Head Body Found Beside Delhi Road in Sreerampur) ৷ মৃতের পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে মৃতদেহটি কোনও যুবকের বলেই ধারণা পুলিশের ৷ ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিল্লি রোডে একটি পানশালার পাশে ৷ স্থানীয় মানুষজন এদিন ভোরে দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ৷

পুলিশ সূত্রে খবর, দেহটির ধর থেকে মাথা পুরোপুরিভাবে আলাদা করে দেওয়া হয়েছে ৷ মাথাটি খুঁজে পাওয়া যায়নি ৷ দিল্লি রোডের উপর একটি সেল কারখানার পাঁচিলের পাশে ড্রেনে ওই দেহটি পড়েছিল ৷ কারখানার পাঁচিলে রক্তের দাগ লেগে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ মৃতের শরীরে জিনসের প্যান্ট ও হাফ শার্ট ছিল ৷ দেহটি একটি যুবকের বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ৷ আর দেহের গঠন দেখে পুলিশের অনুমান তাঁর বয়সও খুব একটা বেশি নয় ৷

আরও পড়ুন : Murder in Panihati : ফের শিরোনামে পানিহাটি, এবার কুপিয়ে খুন যুবককে

চন্দননগর পুলিশের এসিপি-1 এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ৷ দেহ যেখানে পড়েছিল তার পাশে প্লাস্টিক জড়ো করা ছিল বলে জানা গিয়েছে ৷ এসিপি জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে অন্য কোথাও খুন করে, দেহটি সেখানে ফেলে দেওয়া হয়েছে ৷ খুনি মাথা অন্য কোথাও ফেলে থাকতে পারে বলে অনুমান পুলিশে ৷ এর পিছনে মূলত মৃতের পরিচয় গোপন করাই হয় মূল লক্ষ্য আততায়ীর ৷ মৃতের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.