ETV Bharat / state

Minor Girl Sexually Abused : শ্রীরামপুরে নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার অধ্যাপক - হিন্দমোটর সঙ্কল্প স্বেচ্ছাসেবী সংস্থা

শ্রীরামপুরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ৷ হিন্দমোটর স্বেচ্ছাসেবীর সংস্থার উদ্যোগে গ্রেফতার হলেন অভিযুক্ত অধ্যাপক (Minor Girl Sexually Abused) ৷

Minor sexually abused by Professor
শ্রীরামপুরে নাবালিকাকে যৌন নির্যাতন
author img

By

Published : Mar 24, 2022, 2:41 PM IST

শ্রীরামপুর, 24 মার্চ : নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার অধ্যাপক । অভিযুক্ত প্রতাপ দীগর শ্রীরামপুর কলেজে ইতিহাসের অধ্যাপক । হিন্দমোটরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই নাবালিকার খোঁজ পায় । উত্তরপাড়া মাখলার এক তরুণী তার বোনকে নিয়ে গিয়ে নির্যাতনের কথা জানায় তাদের কাছে । দুই বোনের মা-বাবা কেউ তাদের কাছে থাকে না । ছোট বোন নিয়ে মুম্বইতে কিছুদিন ছিলেন বাবা । দিন পনেরো আগে ফিরে এসে মেয়েকে তার বাবা অধ্যাপকের বাড়িতে দিয়ে চলে যান (Serampore Women Police arrests Professor over minor sexual torture) ।

নাবালিকার অভিযোগ তার উপর যৌন নির্যাতন চালিয়েছেন ওই অধ্যাপক । সে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে । এরপর ডিস্টেন্স এডুকেশনে আরও পড়ার প্রস্তুতি নিচ্ছিল । গত এক সপ্তাহ ধরে অধ্যাপক তার উপর যৌন নির্যাতন করে বলে জানিয়েছে 16 বছরের নির্যাতিতা । অধ্যাপকের পরিবারও তার সাক্ষী । পরে নাবালিকাকে বাড়ির বাইরে বের করে দেওয়া হয় ।

আরও পড়ুন : Minor Sexual Abuse : চিপসের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন শিশুকে, গ্রেফতার প্রতিবেশী প্রৌঢ়

সে তার দিদির কাছে যায় । সেখান থেকে স্বেচ্ছাসেবী সংস্থা হিন্দমোটর সঙ্কল্প-র সঙ্গে যোগাযোগ করে নির্যাতিতা মেয়েটি ৷ স্বেচ্ছাসেবী সংস্থা নাবালিকাকে নিয়ে প্রথমে উত্তরপাড়া থানায় যায় । সেখান থেকে শ্রীরামপুর মহিলা থানায় নিয়ে যাওয়া হয় মেয়েটিকে । নাবালিকা অভিযোগ দায়ের করলে পুলিশ অধ্যাপককে কলেজ ক্যাম্পাসে ম্যাক হাউজ় থেকে গ্রেফতার করে ৷

অভিযুক্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন । তাঁর দাবি মেয়েটির বাবা তাঁর বন্ধুর পরিচিত । নাবালিকার বাবা তাঁর কাছে রেখে গিয়েছিল মেয়েকে । কী জন্য তাঁকে দায়ী করা হচ্ছে, তা তিনি জানেন না । এমনকি তাঁর পরিবারের সঙ্গেই থাকত নাবালিকা ।

পুলিশ সূত্রে খবর, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে । অভিযুক্ত অধ্যাপককে আজ সকালে গ্রেফতার করেছে শ্রীরামপুর মহিলা থানার পুলিশ । তার বিরুদ্ধে পকসো আইন ও 375 ধারায় মামলা রুজু করা হয়েছে । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে ।

শ্রীরামপুর, 24 মার্চ : নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার অধ্যাপক । অভিযুক্ত প্রতাপ দীগর শ্রীরামপুর কলেজে ইতিহাসের অধ্যাপক । হিন্দমোটরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই নাবালিকার খোঁজ পায় । উত্তরপাড়া মাখলার এক তরুণী তার বোনকে নিয়ে গিয়ে নির্যাতনের কথা জানায় তাদের কাছে । দুই বোনের মা-বাবা কেউ তাদের কাছে থাকে না । ছোট বোন নিয়ে মুম্বইতে কিছুদিন ছিলেন বাবা । দিন পনেরো আগে ফিরে এসে মেয়েকে তার বাবা অধ্যাপকের বাড়িতে দিয়ে চলে যান (Serampore Women Police arrests Professor over minor sexual torture) ।

নাবালিকার অভিযোগ তার উপর যৌন নির্যাতন চালিয়েছেন ওই অধ্যাপক । সে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে । এরপর ডিস্টেন্স এডুকেশনে আরও পড়ার প্রস্তুতি নিচ্ছিল । গত এক সপ্তাহ ধরে অধ্যাপক তার উপর যৌন নির্যাতন করে বলে জানিয়েছে 16 বছরের নির্যাতিতা । অধ্যাপকের পরিবারও তার সাক্ষী । পরে নাবালিকাকে বাড়ির বাইরে বের করে দেওয়া হয় ।

আরও পড়ুন : Minor Sexual Abuse : চিপসের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন শিশুকে, গ্রেফতার প্রতিবেশী প্রৌঢ়

সে তার দিদির কাছে যায় । সেখান থেকে স্বেচ্ছাসেবী সংস্থা হিন্দমোটর সঙ্কল্প-র সঙ্গে যোগাযোগ করে নির্যাতিতা মেয়েটি ৷ স্বেচ্ছাসেবী সংস্থা নাবালিকাকে নিয়ে প্রথমে উত্তরপাড়া থানায় যায় । সেখান থেকে শ্রীরামপুর মহিলা থানায় নিয়ে যাওয়া হয় মেয়েটিকে । নাবালিকা অভিযোগ দায়ের করলে পুলিশ অধ্যাপককে কলেজ ক্যাম্পাসে ম্যাক হাউজ় থেকে গ্রেফতার করে ৷

অভিযুক্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন । তাঁর দাবি মেয়েটির বাবা তাঁর বন্ধুর পরিচিত । নাবালিকার বাবা তাঁর কাছে রেখে গিয়েছিল মেয়েকে । কী জন্য তাঁকে দায়ী করা হচ্ছে, তা তিনি জানেন না । এমনকি তাঁর পরিবারের সঙ্গেই থাকত নাবালিকা ।

পুলিশ সূত্রে খবর, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে । অভিযুক্ত অধ্যাপককে আজ সকালে গ্রেফতার করেছে শ্রীরামপুর মহিলা থানার পুলিশ । তার বিরুদ্ধে পকসো আইন ও 375 ধারায় মামলা রুজু করা হয়েছে । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.