ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় বিশেষ প্রচার শ্রীরামপুর পৌরসভার - corona

আজ সকাল থেকেই শ্রীরামপুর বি বি দে স্ট্রিট-সহ একাধিক স্টেশন লাগোয়া বাজারগুলিতে অভিযান চালানো হয় । কোরোনা সচেতনতা নিয়ে প্রচারে নামল শ্রীরামপুর পৌরসভা ।

শ্রীরামপুর পৌরসভা
শ্রীরামপুর পৌরসভা
author img

By

Published : Mar 20, 2020, 5:27 PM IST

Updated : Mar 21, 2020, 12:01 AM IST

শ্রীরামপুর, 20 মার্চ : কোরোনা সচেতনতা নিয়ে প্রচারে নামল শ্রীরামপুর পৌরসভা । বিদেশ থেকে কেউ পৌরসভা এলাকায় এলে তাদের চিকিৎসার ব্যাপারে যেমন তৎপরতা দেখাছে কাউন্সিলররা, তেমনভাবেই পৌরসভার বিভিন্ন দোকান এবং শপিংমলগুলোতে স্যানিটাইজ়ার ও মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে । আজ সকাল থেকেই শ্রীরামপুর বি বি দে স্ট্রিট-সহ একাধিক স্টেশন লাগোয়া বাজারগুলিতে অভিযান চালানো হয় ৷ শপিংমলগুলিতে ঘুরে ঘুরে সতর্কীকরণের ব্যবস্থা করে মেয়র-কাউন্সিলর অন্যান্য কাউন্সিলররা ও পৌর সভার অফিসাররা । নির্দেশ দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত স্যানিটাইজ়ার ও মাস্কের ব্যবস্থা করা হচ্ছে ।

দোকানগুলিতে শপিংমলগুলিতে অর্ধেক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় । সেই সঙ্গে কোনও সমস্যা হলে অবিলম্বে শ্রীরামপুর পৌরসভার সঙ্গে যোগাযোগ করার জন্য জানানো হয় । পৌরসভার তরফে নোটিস দেওয়া হয় । তাতে বলা হয়, বিদেশ থেকে যাঁরা ফিরছেন, তাঁরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন । 14 দিনের জন্য হোম কোয়ারান্টাইনে থাকুন ।

কী বলছে পৌরসভা ?

অপরদিকে কোরানা নিয়ে সচেতনতায় মাইকিং প্রচার শুরু করল উত্তরপাড়া পৌরসভা । পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব কাউন্সিলরদের নিয়ে বিভিন্ন বাজার, রাস্তায় পাড়ায় ঘুরে ঘুরে মাইকিং করেন । অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক এবং সাবধানে থাকার কথা বলেন শহরবাসীকে । দোকান বাজার বন্ধ হয়ে যাবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাল দেখা দেবে এই ধরনের গুজব ছড়াতে বারণ করা হয় ৷ যাঁরা বিদেশ থেকে আসছেন, তাঁরা অনেকেই দেশে ফিরে আসছেন ৷ এরকম কেউ ফিরে এলে জানাতে হবে স্থানীয় প্রশাসন এবং পৌরসভাকে ।

শ্রীরামপুর পৌরসভার CIC সদস্য গৌরমোহন দে বলেন, "বি বি দে স্ট্রিট-সহ বিভিন্ন শপিং মলে আমরা অনুরোধ করছি, স্যানিটাইজ়ার রাখতে হবে ৷ সেই সঙ্গে কর্মচারীদের মাস্ক ব্যবহার করতে হবে । শপিং মলের যে জায়গাগুলো গ্রাহকরা হাত দেবে, সেই অংশগুলো আধঘণ্টা অন্তর স্যানিটাইজ় করে ফেলতে হবে । কয়েকটি শপিংমলের তরফে বলা হচ্ছে, এক ঘণ্টার মধ্যে আমরা ব্যবস্থা করে নেব । সে ক্ষেত্রে আমরা জানিয়েছি, এক ঘণ্টা হাফ শাটার ডাউন করে রাখুক শপিং মল । লক্ষ্য একটাই ৷ কোরোনা নিয়ে সতর্ক হতে হবে মানুষকেই ।"

শ্রীরামপুর, 20 মার্চ : কোরোনা সচেতনতা নিয়ে প্রচারে নামল শ্রীরামপুর পৌরসভা । বিদেশ থেকে কেউ পৌরসভা এলাকায় এলে তাদের চিকিৎসার ব্যাপারে যেমন তৎপরতা দেখাছে কাউন্সিলররা, তেমনভাবেই পৌরসভার বিভিন্ন দোকান এবং শপিংমলগুলোতে স্যানিটাইজ়ার ও মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে । আজ সকাল থেকেই শ্রীরামপুর বি বি দে স্ট্রিট-সহ একাধিক স্টেশন লাগোয়া বাজারগুলিতে অভিযান চালানো হয় ৷ শপিংমলগুলিতে ঘুরে ঘুরে সতর্কীকরণের ব্যবস্থা করে মেয়র-কাউন্সিলর অন্যান্য কাউন্সিলররা ও পৌর সভার অফিসাররা । নির্দেশ দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত স্যানিটাইজ়ার ও মাস্কের ব্যবস্থা করা হচ্ছে ।

দোকানগুলিতে শপিংমলগুলিতে অর্ধেক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় । সেই সঙ্গে কোনও সমস্যা হলে অবিলম্বে শ্রীরামপুর পৌরসভার সঙ্গে যোগাযোগ করার জন্য জানানো হয় । পৌরসভার তরফে নোটিস দেওয়া হয় । তাতে বলা হয়, বিদেশ থেকে যাঁরা ফিরছেন, তাঁরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন । 14 দিনের জন্য হোম কোয়ারান্টাইনে থাকুন ।

কী বলছে পৌরসভা ?

অপরদিকে কোরানা নিয়ে সচেতনতায় মাইকিং প্রচার শুরু করল উত্তরপাড়া পৌরসভা । পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব কাউন্সিলরদের নিয়ে বিভিন্ন বাজার, রাস্তায় পাড়ায় ঘুরে ঘুরে মাইকিং করেন । অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক এবং সাবধানে থাকার কথা বলেন শহরবাসীকে । দোকান বাজার বন্ধ হয়ে যাবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাল দেখা দেবে এই ধরনের গুজব ছড়াতে বারণ করা হয় ৷ যাঁরা বিদেশ থেকে আসছেন, তাঁরা অনেকেই দেশে ফিরে আসছেন ৷ এরকম কেউ ফিরে এলে জানাতে হবে স্থানীয় প্রশাসন এবং পৌরসভাকে ।

শ্রীরামপুর পৌরসভার CIC সদস্য গৌরমোহন দে বলেন, "বি বি দে স্ট্রিট-সহ বিভিন্ন শপিং মলে আমরা অনুরোধ করছি, স্যানিটাইজ়ার রাখতে হবে ৷ সেই সঙ্গে কর্মচারীদের মাস্ক ব্যবহার করতে হবে । শপিং মলের যে জায়গাগুলো গ্রাহকরা হাত দেবে, সেই অংশগুলো আধঘণ্টা অন্তর স্যানিটাইজ় করে ফেলতে হবে । কয়েকটি শপিংমলের তরফে বলা হচ্ছে, এক ঘণ্টার মধ্যে আমরা ব্যবস্থা করে নেব । সে ক্ষেত্রে আমরা জানিয়েছি, এক ঘণ্টা হাফ শাটার ডাউন করে রাখুক শপিং মল । লক্ষ্য একটাই ৷ কোরোনা নিয়ে সতর্ক হতে হবে মানুষকেই ।"

Last Updated : Mar 21, 2020, 12:01 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.