ETV Bharat / state

Rishra Bidhan Chandra College: কলেজে ঢুকতে বাধা, নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ প্রাক্তনীদের বিরুদ্ধে

কলেজে বহিরাগতদের প্রবেশ নিষেধ। প্রাক্তন ছাত্রদের ঢুকতে না দেওয়ায় নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) বিরুদ্ধে। ঘটনাটি রিষড়া বিধান কলেজের (Rishra Bidhan Chandra College)।

Rishra Bidhan Chandra College
নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ প্রাক্তনীদের বিরুদ্ধে
author img

By

Published : Sep 28, 2022, 10:55 PM IST

Updated : Sep 28, 2022, 11:07 PM IST

রিষড়া, 28 সেপ্টেম্বর: গত সোমবার কলেজের প্রাক্তন ছাত্র জোর করে ঢুকতে চায়। সেটা না দেওয়ায় কলেজের দুই ছাত্র হুমকি দেয় নিরাপত্তারক্ষীকে। তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) দুই জন। রাতে বাড়ি যাওয়ার সময় নিরাপত্তারক্ষী সুরজিৎ শীলকে মারধর করা হয় ও হুমকি দেওয়া হয় (Security Guard Beaten by Ex-College Students) । এতেই আতঙ্কিত হয়ে পড়েন সুরজিৎ। রিষড়া থানায় অভিযোগ দায়ের করে।

এমনিতেই রিষড়া বিধান কলেজে (Rishra Bidhan Chandra College) গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী কোনও বহিরাগত বা প্রাক্তন ছাত্র কলেজে প্রবেশ করতে পারবেন না। কোনও প্রয়োজনে প্রবেশ করতে গেলে অনুমতি নিতে হবে। কলেজের পক্ষ থেকে রিষড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পরিচয় পত্র দেখে তবে কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে। বহিরাগতদের পরিচয় পত্র দেখতে চাওয়া নিয়ে বচসা ৷ তার জেরে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা কলেজ গেটে জড়ো হয়ে বুধবার বিক্ষোভ করেন। সেই সিসি টিভি ফুটেজও (CCTV) ধরা পড়ে।

নিরাপত্তারক্ষী সুরজিৎ শীল বলেন, "কলেজে জোর করে কিছু বহিরাগত ঢোকার চেষ্টা করেন। তাঁদেরকে আটকালে দেখে নেওয়ার হুমকি দেন কলেজেরই কয়েকজন বর্তমান ছাত্র। এরপর বাড়ি ফেরার পথে রাতে আক্রান্ত হই।" কলেজ অধ্যক্ষ রমেশচন্দ্র কর এ নিয়ে বলেন, "কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত কোনও বহিরাগত বা বর্তমান সময়ে কলেজে পড়ে না এমন পড়ুয়াদের প্রবেশে নিষেধ রয়েছে। সেই নির্দেশ নিরাপত্তারক্ষী পালন করায় তাঁকে হুমকি দেওয়া হয়। বাড়ি ফেরার পথে মারধর করা হয়। থানায় অভিযোগ জানানো হয়েছে। কলেজে এই ধরনের ঘটনা আগে ঘটেনি। নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন: পিএফআই-এর উপর নিষেধাজ্ঞায় সমর্থন করে আরএসএস-কে নিষিদ্ধ করার দাবি কংগ্রেস-আইইউএমএলের

রিষড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মনোজ সিং বলেন, "শিক্ষায় দুর্নীতি, অব্যবস্থা গুণ্ডামি এসব তো এই সরকারের আমলে চলছে। কলেজের অধ্যাপক, নিরাপত্তা রক্ষীরা আক্রান্ত হচ্ছেন। তৃণমূল ছাত্র পরিষদের হুগলি জেলা সভাপতি সোমবুদ্ধ দত্ত বলেন, "এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের কেউ যুক্ত নন। কলেজের নিরাপত্তারক্ষীর সঙ্গে যেটা ঘটেছে সেটা পারিবারিক বা ব্যক্তিগত কারণে হতে পারে।"

রিষড়া, 28 সেপ্টেম্বর: গত সোমবার কলেজের প্রাক্তন ছাত্র জোর করে ঢুকতে চায়। সেটা না দেওয়ায় কলেজের দুই ছাত্র হুমকি দেয় নিরাপত্তারক্ষীকে। তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) দুই জন। রাতে বাড়ি যাওয়ার সময় নিরাপত্তারক্ষী সুরজিৎ শীলকে মারধর করা হয় ও হুমকি দেওয়া হয় (Security Guard Beaten by Ex-College Students) । এতেই আতঙ্কিত হয়ে পড়েন সুরজিৎ। রিষড়া থানায় অভিযোগ দায়ের করে।

এমনিতেই রিষড়া বিধান কলেজে (Rishra Bidhan Chandra College) গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী কোনও বহিরাগত বা প্রাক্তন ছাত্র কলেজে প্রবেশ করতে পারবেন না। কোনও প্রয়োজনে প্রবেশ করতে গেলে অনুমতি নিতে হবে। কলেজের পক্ষ থেকে রিষড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পরিচয় পত্র দেখে তবে কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে। বহিরাগতদের পরিচয় পত্র দেখতে চাওয়া নিয়ে বচসা ৷ তার জেরে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা কলেজ গেটে জড়ো হয়ে বুধবার বিক্ষোভ করেন। সেই সিসি টিভি ফুটেজও (CCTV) ধরা পড়ে।

নিরাপত্তারক্ষী সুরজিৎ শীল বলেন, "কলেজে জোর করে কিছু বহিরাগত ঢোকার চেষ্টা করেন। তাঁদেরকে আটকালে দেখে নেওয়ার হুমকি দেন কলেজেরই কয়েকজন বর্তমান ছাত্র। এরপর বাড়ি ফেরার পথে রাতে আক্রান্ত হই।" কলেজ অধ্যক্ষ রমেশচন্দ্র কর এ নিয়ে বলেন, "কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত কোনও বহিরাগত বা বর্তমান সময়ে কলেজে পড়ে না এমন পড়ুয়াদের প্রবেশে নিষেধ রয়েছে। সেই নির্দেশ নিরাপত্তারক্ষী পালন করায় তাঁকে হুমকি দেওয়া হয়। বাড়ি ফেরার পথে মারধর করা হয়। থানায় অভিযোগ জানানো হয়েছে। কলেজে এই ধরনের ঘটনা আগে ঘটেনি। নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন: পিএফআই-এর উপর নিষেধাজ্ঞায় সমর্থন করে আরএসএস-কে নিষিদ্ধ করার দাবি কংগ্রেস-আইইউএমএলের

রিষড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মনোজ সিং বলেন, "শিক্ষায় দুর্নীতি, অব্যবস্থা গুণ্ডামি এসব তো এই সরকারের আমলে চলছে। কলেজের অধ্যাপক, নিরাপত্তা রক্ষীরা আক্রান্ত হচ্ছেন। তৃণমূল ছাত্র পরিষদের হুগলি জেলা সভাপতি সোমবুদ্ধ দত্ত বলেন, "এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের কেউ যুক্ত নন। কলেজের নিরাপত্তারক্ষীর সঙ্গে যেটা ঘটেছে সেটা পারিবারিক বা ব্যক্তিগত কারণে হতে পারে।"

Last Updated : Sep 28, 2022, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.