রিষড়া, 21 জুন : রিষড়া 17 নম্বর ওয়ার্ড ব্রহ্মানন্দ স্কুলের পাশে গৃহসম্পর্ক অভিযানে আসেন BJP নেতা সায়ন্তন বসু । তৃণমূলের অভিযোগ শান্ত এলাকাকে অশান্ত করতে BJP নেতারা এই সব করছে । কোরোনাসহ আমফানে যে বিপর্যয় তৈরি হয়েছিল সেই সময় BJP-কে কোথাও দেখা যায়নি । এখন রাজনীতি করতে এসেছে ৷ তৃণমূল এই অভিযোগে গাড়ি আটকে ব্যাপক বিক্ষোভ শুরু করে । পালটা বিক্ষোভ শুরু করে BJP কর্মীরাও । উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় । রিষড়া থানার পুলিশ সায়ন্তন বসুকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় ৷
17 নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা তৃণমূলের নেতা শুভজিৎ সরকার বলেন, "কোরোনা আমফানে এদের দেখা পাওয়া যায়নি ৷ এখন এই BJP নেতা রাজনীতি করতে এসেছে বলে আমরা বিক্ষোভ দেখাচ্ছি ।"
পরে সায়ন্তন বসু বলেন, "অসভ্যতার একটা সীমা আছে । আমাদের গৃহসম্পর্ক অভিযানে দলের কর্মী পুলকদার সঙ্গে দেখা করতে এসেছি । হঠাৎ তৃণমূল ‘সায়ন্তন বসু গো ব্যাক’ বলে বিক্ষোভ দেখাতে আরম্ভ করে । যদি তৃণমূল এসব করে ভোট জিততে পারে তারা চালিয়ে যাক । পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসেবে একজনের সঙ্গে দেখা করতে এসেছি । পুলিশ যদি বলে এতে আমার অনুমতি লাগবে তাহলে বলে দিক ।এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব ।"
তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব জানান, সায়ন্তন বসুর কাজই বিশৃঙ্খলা করা । তিনি বিভিন্ন জায়গায় গিয়ে গন্ডগোল পাকিয়ে আসেন । আজ রিষড়ায় আসে ৷ স্থানীয় মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ করে । এসব তৃণমূল কোনওমতেই বরদাস্ত করবে না ।