চন্দননগর, 14 ফেব্রুয়ারি : চন্দননগরে ফের শিরোনামে সাউ দম্পতি ৷ টানা দ্বিতীয়বার পৌরনির্বাচনে জয়লাভ করে কাউন্সিলর নির্বাচিত হলেন শুভজিৎ সাউ এবং স্ত্রী ঋতুপর্ণা (Sau couple from TMC re elected in CMC election 2022) ৷ সাউ দম্পতির জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তৃণমূল কর্মী-সমর্থকেরা ৷ সাউ পরিবারই একমাত্র পরিবার, যাদের দুই সদস্যকে নির্বাচনে টিকিট দিয়েছিল তৃণমূল। ঋতুপর্ণা জয়ী হয়েছেন 1752 ভোটে ৷ শুভজিৎ জিতেছেন 632 ভোটে। ভোট বেড়েছে দু'জনেরই।
গত নির্বাচনে 16 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভজিৎ। এবার তাঁকে 13 নম্বর ওয়ার্ডের টিকিট দেয় দল। এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, শুভজিতের বাবা অশোক সাউ চন্দননগরের প্রাক্তন বিধায়ক এবং মেয়র। বিয়ের পর গত নির্বাচনে শ্বশুরমশাইয়ের ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছিলেন ঋতুপর্ণা। এবারও তাঁর উপরেই আস্থা রেখেছিল দল ৷ আস্থার মর্যাদা দিতে পেরে খুশি দু'জনেই ৷ পাশাপাশি এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়কেই উৎসর্গ করেছে সাউ দম্পতি ৷
শুভজিৎ বলেন, "আমরা 365 দিন মানুষের পাশে থাকি ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প যাতে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যায় সেদিকে প্রতিনিয়ত নজর রাখি আমরা। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুল প্রতীককে মানুষ সমর্থন করবেই ৷ তাই জয় নিয়ে কোনও চিন্তা ছিল না।"
ঋতুপর্ণা বলেন, "শ্বশুরবাড়িতে রাজনৈতিক পরিবেশ আছে। তাই কোনও অসুবিধা হয় না। স্বামী নানান বিষয়ে সাহায্য করেন ৷ শ্বশুরমশাইও পরামর্শ দেন। গত কয়েকবছরে কাউন্সিলর হিসাবে কাজ করে অভিজ্ঞতা অনেকটাই বেড়েছে। 12 নম্বর ওয়ার্ডে আমার শ্বশুরমশাই একসময় কাউন্সিলর ছিলেন। তাই চেষ্টা করব নাগরিকদের সবরকম সহযোগিতা করতে, পাশে থাকতে।"