ETV Bharat / state

CMC Election Result : মানুষের রায়ে চন্দননগরে পুনরায় নির্বাচিত তৃণমূলের সাউ দম্পতি - Sau couple from TMC re elected in CMC election 2022

সাউ দম্পতির জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তৃণমূল কর্মী-সমর্থকেরা (Sau couple from TMC re elected in CMC election 2022) ৷ সাউ পরিবারই একমাত্র পরিবার, যাদের দুই সদস্যকে নির্বাচনে টিকিট দিয়েছিল তৃণমূল। ঋতুপর্ণা জয়ী হয়েছেন 1752 ভোটে ৷ শুভজিৎ জিতেছেন 632 ভোটে।

CMC Election Result
মানুষের রায়ে চন্দননগরে পুনরায় নির্বাচিত তৃণমূলের সাউ দম্পতি
author img

By

Published : Feb 14, 2022, 8:42 PM IST

চন্দননগর, 14 ফেব্রুয়ারি : চন্দননগরে ফের শিরোনামে সাউ দম্পতি ৷ টানা দ্বিতীয়বার পৌরনির্বাচনে জয়লাভ করে কাউন্সিলর নির্বাচিত হলেন শুভজিৎ সাউ এবং স্ত্রী ঋতুপর্ণা (Sau couple from TMC re elected in CMC election 2022) ৷ সাউ দম্পতির জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তৃণমূল কর্মী-সমর্থকেরা ৷ সাউ পরিবারই একমাত্র পরিবার, যাদের দুই সদস্যকে নির্বাচনে টিকিট দিয়েছিল তৃণমূল। ঋতুপর্ণা জয়ী হয়েছেন 1752 ভোটে ৷ শুভজিৎ জিতেছেন 632 ভোটে। ভোট বেড়েছে দু'জনেরই।

গত নির্বাচনে 16 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভজিৎ। এবার তাঁকে 13 নম্বর ওয়ার্ডের টিকিট দেয় দল। এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, শুভজিতের বাবা অশোক সাউ চন্দননগরের প্রাক্তন বিধায়ক এবং মেয়র। বিয়ের পর গত নির্বাচনে শ্বশুরমশাইয়ের ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছিলেন ঋতুপর্ণা। এবারও তাঁর উপরেই আস্থা রেখেছিল দল ৷ আস্থার মর্যাদা দিতে পেরে খুশি দু'জনেই ৷ পাশাপাশি এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়কেই উৎসর্গ করেছে সাউ দম্পতি ৷

শুভজিৎ বলেন, "আমরা 365 দিন মানুষের পাশে থাকি ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প যাতে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যায় সেদিকে প্রতিনিয়ত নজর রাখি আমরা। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুল প্রতীককে মানুষ সমর্থন করবেই ৷ তাই জয় নিয়ে কোনও চিন্তা ছিল না।"

চন্দননগরে তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস

আরও পড়ুন : TMC wins in Municipal Corporation Election 2022 : চার পৌরনিগমেই তৃণমূলের ‘খেলা হল’, অস্তিত্ব সঙ্কটে বিরোধীরা

ঋতুপর্ণা বলেন, "শ্বশুরবাড়িতে রাজনৈতিক পরিবেশ আছে। তাই কোনও অসুবিধা হয় না। স্বামী নানান বিষয়ে সাহায্য করেন ৷ শ্বশুরমশাইও পরামর্শ দেন। গত কয়েকবছরে কাউন্সিলর হিসাবে কাজ করে অভিজ্ঞতা অনেকটাই বেড়েছে। 12 নম্বর ওয়ার্ডে আমার শ্বশুরমশাই একসময় কাউন্সিলর ছিলেন। তাই চেষ্টা করব নাগরিকদের সবরকম সহযোগিতা করতে, পাশে থাকতে।"

চন্দননগর, 14 ফেব্রুয়ারি : চন্দননগরে ফের শিরোনামে সাউ দম্পতি ৷ টানা দ্বিতীয়বার পৌরনির্বাচনে জয়লাভ করে কাউন্সিলর নির্বাচিত হলেন শুভজিৎ সাউ এবং স্ত্রী ঋতুপর্ণা (Sau couple from TMC re elected in CMC election 2022) ৷ সাউ দম্পতির জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তৃণমূল কর্মী-সমর্থকেরা ৷ সাউ পরিবারই একমাত্র পরিবার, যাদের দুই সদস্যকে নির্বাচনে টিকিট দিয়েছিল তৃণমূল। ঋতুপর্ণা জয়ী হয়েছেন 1752 ভোটে ৷ শুভজিৎ জিতেছেন 632 ভোটে। ভোট বেড়েছে দু'জনেরই।

গত নির্বাচনে 16 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভজিৎ। এবার তাঁকে 13 নম্বর ওয়ার্ডের টিকিট দেয় দল। এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, শুভজিতের বাবা অশোক সাউ চন্দননগরের প্রাক্তন বিধায়ক এবং মেয়র। বিয়ের পর গত নির্বাচনে শ্বশুরমশাইয়ের ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছিলেন ঋতুপর্ণা। এবারও তাঁর উপরেই আস্থা রেখেছিল দল ৷ আস্থার মর্যাদা দিতে পেরে খুশি দু'জনেই ৷ পাশাপাশি এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়কেই উৎসর্গ করেছে সাউ দম্পতি ৷

শুভজিৎ বলেন, "আমরা 365 দিন মানুষের পাশে থাকি ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প যাতে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যায় সেদিকে প্রতিনিয়ত নজর রাখি আমরা। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুল প্রতীককে মানুষ সমর্থন করবেই ৷ তাই জয় নিয়ে কোনও চিন্তা ছিল না।"

চন্দননগরে তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস

আরও পড়ুন : TMC wins in Municipal Corporation Election 2022 : চার পৌরনিগমেই তৃণমূলের ‘খেলা হল’, অস্তিত্ব সঙ্কটে বিরোধীরা

ঋতুপর্ণা বলেন, "শ্বশুরবাড়িতে রাজনৈতিক পরিবেশ আছে। তাই কোনও অসুবিধা হয় না। স্বামী নানান বিষয়ে সাহায্য করেন ৷ শ্বশুরমশাইও পরামর্শ দেন। গত কয়েকবছরে কাউন্সিলর হিসাবে কাজ করে অভিজ্ঞতা অনেকটাই বেড়েছে। 12 নম্বর ওয়ার্ডে আমার শ্বশুরমশাই একসময় কাউন্সিলর ছিলেন। তাই চেষ্টা করব নাগরিকদের সবরকম সহযোগিতা করতে, পাশে থাকতে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.