ETV Bharat / state

WB Recruitment Scam: বুটিকের টাকা জমিয়ে প্রোমোটিং শুরু করেছিলেন শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা ! - প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্য়ায়

নিয়োগ দুর্নীতিতে (WB Recruitment Scam) কি ক্রমশ জড়িয়ে পড়ছেন শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের (Santanu Banerjee) স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্য়ায় ? হুগলি, হাওড়ায় প্রোমোটিঙের ব্যবসা শুরু করেছিলেন তিনি (Promoting Business of Priyanka Banerjee) ৷ সংবাদমাধ্যমে মুখ খুললেন প্রিয়াঙ্কার 'বিজনেস পার্টনার' ইন্দ্রনীল চৌধুরী ৷

Santanu Banerjee wife Priyanka Banerjee started Promoting Business in Partnership Basis
প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 14, 2023, 7:19 PM IST

প্রোমোটিং শুরু করেছিলেন প্রিয়াঙ্কা

হুগলি, 14 মার্চ: নিয়োগ দুর্নীতিতে (WB Recruitment Scam) ধৃত শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের (Santanu Banerjee) রেস্তোরাঁ, ধাবা, প্রোমোটিং-সহ আরও অনেক ব্যবসা ছিল বলে জানতে পেরেছে ইডি (ED) ৷ কম যান না তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্য়ায়ও (Promoting Business of Priyanka Banerjee) ! অংশীদারিতে প্রোমোটিংয়ের ব্যবসা শুরু করেছিলেন তিনি ! বিনিয়োগ করেছিলেন 4 লক্ষ টাকা ! হুগলির চন্দননগরের সত্যপীরতলায় সেই প্রোমোটিং হওয়ার কথা ৷ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে এমনটাই জানালেন প্রিয়াঙ্কার অন্যতম 'বিজনেস পার্টনার' ইন্দ্রনীল চৌধুরী ৷

ঠিক কী জানিয়েছেন ইন্দ্রনীল ?

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইন্দ্রনীল বলেন, বহু বছর ধরেই প্রোমোটিংয়ের কাজ করছেন তিনি ৷ ব্যবসায় তাঁর দীর্ঘদিনের 'পার্টনার' দিবাকর মুখোপাধ্য়ায় ৷ 2020 সালে এই ব্যবসায়ী জুটির সঙ্গে আলাপ করেন শান্তনু ৷ জানান, তাঁর স্ত্রীও প্রোমোটিঙে হাত পাকাতে চান ! রাজি হয়ে যান ইন্দ্রনীল ও দিবাকর ৷ প্রাথমিকভাবে সত্যপীরতলায় চার ভাইয়ের একটি সম্পত্তি কেনা হয় ৷ আগে এই একই সম্পত্তি কিনেছিল অন্য একটি সংস্থা ৷ পরবর্তীতে সেই সংস্থার কাছ থেকে সম্পত্তি কিনে নেন ইন্দ্রনীলরা ৷ ঠিক হয়, তিন অংশীদারই সমান 33 শতাংশ শেয়ারের ভিত্তিতে ব্যবসা করবেন ৷ সত্যপীরতলার এই সম্পত্তিটি রয়েছে জি টি রোডের ধারে ৷ এখানে যে আবাসনটি তৈরি করা হবে, তার নাম ঐশানি অ্য়াপার্টমেন্ট ৷ এর পাশাপাশি, একই নির্মাণ সংস্থার অধীনে হাওড়ার মুন্সিহাটে আরও 'প্রজেক্ট' ধরা হয়েছে ৷ সেখানে প্রায় সাড়ে ছ'কাটা জমির উপর পাঁচতলা একটি বহুতল তৈরি করা হবে ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রিয়াঙ্কা যে 4 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, তা এল কোথা থেকে ? জবাবে ইন্দ্রনীল জানান, এই প্রশ্ন তাঁরাও তুলেছিলেন ৷ তাতে শান্তনু জানান, তাঁর স্ত্রীর একটি বুটিক রয়েছে ৷ সেই বুটিক থেকে নাকি ভালোই রোজগার হয় ৷ সেই রোজগারের টাকা জমিয়েই এবার প্রোমোটিঙে নামতে চান প্রিয়াঙ্কা !

আরও পড়ুন: অবশেষে পদক্ষেপ ! কুন্তল-শান্তনুকে বহিষ্কার করল তৃণমূল

শান্তনু গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে ইন্দ্রনীল বলেন, "আমরা এত কিছু জানতাম না ৷ তবে, এবার থেকে আরও সাবধান হতে হবে ৷ কেউ ব্যবসায় বিনিয়োগ করতে চাইলেই তাঁর সঙ্গে কাজ করা যাবে না ৷ আমরা ব্যবসায়ী ৷ রাজনীতির সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই ৷ কারও ব্যক্তিগত বিষয় নিয়েও মাথা ঘামাই না ৷ কিন্তু, এই ঘটনার পর আমরা আরও সতর্ক হব ৷ ঘটনা কোন দিকে গড়ায়, তা জানার জন্য আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ তারপরই পদক্ষেপ করব ৷" ইন্দ্রনীলের দাবি, তাঁদের সঙ্গে প্রিয়াঙ্কার যা আর্থিক লেনদেন হয়েছে, তার পুরোটাই হয়েছে ব্য়াংক চেকের মাধ্যমে ৷ তাই তাঁদের মনে বন্দ্যোপাধ্য়ায় দম্পতিকে নিয়ে কোনও সন্দেহ হয়নি ৷

প্রোমোটিং শুরু করেছিলেন প্রিয়াঙ্কা

হুগলি, 14 মার্চ: নিয়োগ দুর্নীতিতে (WB Recruitment Scam) ধৃত শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের (Santanu Banerjee) রেস্তোরাঁ, ধাবা, প্রোমোটিং-সহ আরও অনেক ব্যবসা ছিল বলে জানতে পেরেছে ইডি (ED) ৷ কম যান না তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্য়ায়ও (Promoting Business of Priyanka Banerjee) ! অংশীদারিতে প্রোমোটিংয়ের ব্যবসা শুরু করেছিলেন তিনি ! বিনিয়োগ করেছিলেন 4 লক্ষ টাকা ! হুগলির চন্দননগরের সত্যপীরতলায় সেই প্রোমোটিং হওয়ার কথা ৷ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে এমনটাই জানালেন প্রিয়াঙ্কার অন্যতম 'বিজনেস পার্টনার' ইন্দ্রনীল চৌধুরী ৷

ঠিক কী জানিয়েছেন ইন্দ্রনীল ?

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইন্দ্রনীল বলেন, বহু বছর ধরেই প্রোমোটিংয়ের কাজ করছেন তিনি ৷ ব্যবসায় তাঁর দীর্ঘদিনের 'পার্টনার' দিবাকর মুখোপাধ্য়ায় ৷ 2020 সালে এই ব্যবসায়ী জুটির সঙ্গে আলাপ করেন শান্তনু ৷ জানান, তাঁর স্ত্রীও প্রোমোটিঙে হাত পাকাতে চান ! রাজি হয়ে যান ইন্দ্রনীল ও দিবাকর ৷ প্রাথমিকভাবে সত্যপীরতলায় চার ভাইয়ের একটি সম্পত্তি কেনা হয় ৷ আগে এই একই সম্পত্তি কিনেছিল অন্য একটি সংস্থা ৷ পরবর্তীতে সেই সংস্থার কাছ থেকে সম্পত্তি কিনে নেন ইন্দ্রনীলরা ৷ ঠিক হয়, তিন অংশীদারই সমান 33 শতাংশ শেয়ারের ভিত্তিতে ব্যবসা করবেন ৷ সত্যপীরতলার এই সম্পত্তিটি রয়েছে জি টি রোডের ধারে ৷ এখানে যে আবাসনটি তৈরি করা হবে, তার নাম ঐশানি অ্য়াপার্টমেন্ট ৷ এর পাশাপাশি, একই নির্মাণ সংস্থার অধীনে হাওড়ার মুন্সিহাটে আরও 'প্রজেক্ট' ধরা হয়েছে ৷ সেখানে প্রায় সাড়ে ছ'কাটা জমির উপর পাঁচতলা একটি বহুতল তৈরি করা হবে ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রিয়াঙ্কা যে 4 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, তা এল কোথা থেকে ? জবাবে ইন্দ্রনীল জানান, এই প্রশ্ন তাঁরাও তুলেছিলেন ৷ তাতে শান্তনু জানান, তাঁর স্ত্রীর একটি বুটিক রয়েছে ৷ সেই বুটিক থেকে নাকি ভালোই রোজগার হয় ৷ সেই রোজগারের টাকা জমিয়েই এবার প্রোমোটিঙে নামতে চান প্রিয়াঙ্কা !

আরও পড়ুন: অবশেষে পদক্ষেপ ! কুন্তল-শান্তনুকে বহিষ্কার করল তৃণমূল

শান্তনু গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে ইন্দ্রনীল বলেন, "আমরা এত কিছু জানতাম না ৷ তবে, এবার থেকে আরও সাবধান হতে হবে ৷ কেউ ব্যবসায় বিনিয়োগ করতে চাইলেই তাঁর সঙ্গে কাজ করা যাবে না ৷ আমরা ব্যবসায়ী ৷ রাজনীতির সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই ৷ কারও ব্যক্তিগত বিষয় নিয়েও মাথা ঘামাই না ৷ কিন্তু, এই ঘটনার পর আমরা আরও সতর্ক হব ৷ ঘটনা কোন দিকে গড়ায়, তা জানার জন্য আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ তারপরই পদক্ষেপ করব ৷" ইন্দ্রনীলের দাবি, তাঁদের সঙ্গে প্রিয়াঙ্কার যা আর্থিক লেনদেন হয়েছে, তার পুরোটাই হয়েছে ব্য়াংক চেকের মাধ্যমে ৷ তাই তাঁদের মনে বন্দ্যোপাধ্য়ায় দম্পতিকে নিয়ে কোনও সন্দেহ হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.