চন্দননগর, 6 জানুয়ারি : 34 বছরের বাম শাসন ৷ এরপর বাংলার মসনদে 10 বছর কাটিয়ে সদ্য তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস ৷ তাতেও হুগলির চন্দননগরের 6 নম্বর ওয়ার্ডের চিত্রটা বদলায়নি ৷ চন্দননগর গঞ্জ ঘাট থেকে ধানকল ঘাট পর্যন্ত প্রায় 200 মিটার রাস্তা এখনও পড়ে রয়েছে বেহাল অবস্থায় (Bad Road Condition in Chandannagar) ৷
আশপাশের রাস্তা পিচ হলেও দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে এই রাস্তা । বিধানসভা নির্বাচনের আগে উন্নয়নের খসড়া তৈরি করে টাকা বরাদ্দ হলেও রাস্তার কোনও উন্নতি হয়নি । 6 নম্বর ওয়ার্ড আগে থেকেই বামেদের দখলে । তাঁদের দাবি, তৃণমূলের পৌরবোর্ড ‘উন্নয়নের জোয়ার এসেছে’ দাবি করলেও এখানে কোনও উন্নতি হয়নি ।
আরও পড়ুন : Chandernagore Municipal Corporation : চন্দননগর পৌরভোটের আগে তৃণমূল, বামফ্রন্ট আর বিজেপিতে সরগরম রাজনীতি
যদিও চন্দননগরের শহর তৃণমূল কংগ্রেস সভাপতির দাবি, চন্দননগর বিভিন্ন ওয়ার্ডে রাস্তার অনেক উন্নতি হয়েছে । তবে আরও কিছু রাস্তা পড়ে আছে । নতুন বোর্ড এলে বাকি কাজও সম্পূর্ণ হয়ে যাবে ।