হুগলি, 24 মে: সায়ন্তন বসু এবং জেলা সভাপতির গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদে হুগলিতে পথ অবরোধ BJP কর্মী, সমর্থকদের । অভিযোগ, রবিবার সকালে উত্তরপাড়ায় পুলিশের সামনেই তাদের হেনস্থা করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা । এরই প্রতিবাদে জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে BJP । উত্তরপাড়া, শ্রীরামপুর চাঁপদানি, কোন্নগর সহ একাধিক জায়গায অবরোধ করা হয় ।
আমফানের জেরে গাছ পড়ে গৃহহীন হয়েছে হুগলির উত্তরপাড়ার বিভিন্ন এলাকার মানুষ । আজ সকালে সেই গৃহহীন মানুষগুলোর সঙ্গে দেখা করতে এসেছিলেন BJP নেতা সায়ন্তন বসু । তখনই উত্তরপাড়া CA মাঠের সামনে সায়ন্তনের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কর্মীরা ।ঘটনার পর BJP রাজ্য নেতা সায়ন্তন বসু বলেন, "তৃণমূল কংগ্রেসের আবদার, আমরা মানুষের সঙ্গে দেখা করতে পারব না । উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের নেতৃত্বে তৃণমূল BJP-র শ্রীরামপুরের সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল ঘোষের গাড়ির উপর চড়াও হয় । পুলিশের সামনেই ওরা আমাদের উপর চড়াও হয় । এর প্রতিবাদে জেলার বিভিন্ন জায়গায় অবরোধ করা হয়েছে । দিলীপ যাদবের নেতৃত্বেই এই ঘটনাটি ঘটেছে । আমাদের দু'জনকেই শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করা হয়েছে । তৃণমূলের পাঁচ থেকে ছয়জনের একটি দল হঠাৎ আমাদের উপর এসে চড়াও হয় ।"
সায়ন্তন বসু ও জেলা সভাপতিকে হেনস্থা, প্রতিবাদে হুগলিতে রাস্তা অবরোধ - Road blockade protest in Hooghly
আমফানের জেরে গাছ পড়ে গৃহহীন হয়েছেন হুগলির উত্তরপাড়ার বিভিন্ন এলাকার মানুষ । আজ সকালে সেই গৃহহীন মানুষগুলোর সঙ্গে দেখা করতে এসেছিলেন BJP নেতা সায়ন্তন বসু । তখনই উত্তরপাড়া CA মাঠের সামনে সায়ন্তনের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা, কর্মীরা ।
হুগলি, 24 মে: সায়ন্তন বসু এবং জেলা সভাপতির গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদে হুগলিতে পথ অবরোধ BJP কর্মী, সমর্থকদের । অভিযোগ, রবিবার সকালে উত্তরপাড়ায় পুলিশের সামনেই তাদের হেনস্থা করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা । এরই প্রতিবাদে জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে BJP । উত্তরপাড়া, শ্রীরামপুর চাঁপদানি, কোন্নগর সহ একাধিক জায়গায অবরোধ করা হয় ।
আমফানের জেরে গাছ পড়ে গৃহহীন হয়েছে হুগলির উত্তরপাড়ার বিভিন্ন এলাকার মানুষ । আজ সকালে সেই গৃহহীন মানুষগুলোর সঙ্গে দেখা করতে এসেছিলেন BJP নেতা সায়ন্তন বসু । তখনই উত্তরপাড়া CA মাঠের সামনে সায়ন্তনের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কর্মীরা ।ঘটনার পর BJP রাজ্য নেতা সায়ন্তন বসু বলেন, "তৃণমূল কংগ্রেসের আবদার, আমরা মানুষের সঙ্গে দেখা করতে পারব না । উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের নেতৃত্বে তৃণমূল BJP-র শ্রীরামপুরের সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল ঘোষের গাড়ির উপর চড়াও হয় । পুলিশের সামনেই ওরা আমাদের উপর চড়াও হয় । এর প্রতিবাদে জেলার বিভিন্ন জায়গায় অবরোধ করা হয়েছে । দিলীপ যাদবের নেতৃত্বেই এই ঘটনাটি ঘটেছে । আমাদের দু'জনকেই শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করা হয়েছে । তৃণমূলের পাঁচ থেকে ছয়জনের একটি দল হঠাৎ আমাদের উপর এসে চড়াও হয় ।"