হুগলি, 18 জানুয়ারি : যা নিয়ে নিত্যদিন অশান্তি লেগে থাকত তাই হাসি ফেরাল গিন্নির মুখে । আহ্লাদে আটখানা হয়ে স্বামীর সঙ্গে ক্যামেরার সামনে পোজ়ও দিলেন । লটারির টিকিটই শান্তি ফেরাল পোলবার আমপালা গ্রামের সামন্ত পরিবারে ।
গদাধর সামন্ত । পেশায় ঠিকাদার । লটারির টিকিট কাটা তাঁর নেশা । আর তা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগেই থাকত । তবুও টিকিট কাটা থেকে বিরত হননি তিনি । ছেলে-মেয়েরা বুঝিয়ে সুঝিয়েও বাবাকে বাগে আনতে পারেনি ।
আর পাঁচটা দিনের মতো গতকালও গদাধরবাবু একটি টিকিট কেটেছিলেন । আর সেই টিকিটই সংসারে শান্তি নিয়ে এল । রাজহাটের মোড় থেকে মাত্র 6 টাকার টিকিটই কোটিপতি বানাল তাঁকে । বলেন, "নাগাল্যান্ড টিকিট । তাতেই কোটি টাকা পুরস্কার পাই ।" তবে টাকাটা এখনও হাত আসেনি ।
আরও পড়ুন : লটারি কেটে কোটিপতি খেতমজুর হরি
গদাধরবাবুর ছেলেকে বলতে শোনা গেল, "এই টিকিট কাটা নিয়ে বাড়িতে প্রায়ই মায়ের সঙ্গে বাবার ঝগড়া লেগে থাকত । কিন্তু বাবার ওই লটারিতে কোটি টাকা জেতায় আজ মা খুব খুশি । বাবার বাইরে অনেক ধার রয়েছে । তা ওই টাকা থেকেই মেটাবে । আমাদের সংসারে অভাব আর থাকবে না ।"
আবার ছেলে লটারিতে কোটি টাকা জিতেছে জেনে বেজায় খুশি গদাধরবাবুর মা । তাঁর কথায়, "ওদের আনন্দতেই আমি খুশি । তবে টাকাটাই তো এখন হাতে পাইনি ।" রাতে খবর ছড়িয়ে পড়তেই আজ সকাল থেকে বাড়িতে প্রতিবেশীদের ভিড় লেগে রয়েছে । পোলবা থানার পুলিশও গদাধরবাবুর নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছে ।