ETV Bharat / state

Piyali Basak Conquers Mount Everest: টাকার 'পাহাড়ে' আটকে পিয়ালীর এভারেস্ট জয়ের স্বীকৃতি - পিয়ালীর এভারেস্ট জয়ের কৃতিত্ব

এভারেস্ট জয় করেও এখনও তার স্বীকৃতি পাননি পিয়ালী বসাক ৷ কারণ তাঁর সিকিউরিটি মানি জমা হয়নি (Recognition of Everest Conquest of Piyali Basak is on Hold) ৷ এই পরিস্থিতি ক্রাউড ফান্ডিং একমাত্র ভরসা পিয়ালীর ৷ তবে, সেই সব মাথা থেকে বের করে তিনি তাঁর দ্বিতীয় লক্ষ্য লোৎসে অভিযানে বেরিয়েছেন ৷

Recognition of Everest Conquest of Piyali Basak is on Hold for not Submit Security Money
Recognition of Everest Conquest of Piyali Basak is on Hold for not Submit Security Money
author img

By

Published : May 24, 2022, 3:54 PM IST

চন্দননগর (হুগলি), 24 মে : গত 22 মে অক্সিজেন সিলিন্ডারের সাহায্য ছাড়াই এভারেস্ট জয় করেছেন চন্দনগরের স্কুল শিক্ষিকা পিয়ালী বসাক ৷ কিন্তু, তাঁর এই কৃতিত্ব স্বীকৃতি পাবে কি ? এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ৷ কারণ, এভারেস্ট অভিযানের সিকিউরিটি পারমিটের 4 লক্ষ টাকা এখনও জমা করতে পারেননি পিয়ালী বসাক ৷ সেই টাকা জমা না-করতে পারলে তাঁর কৃতিত্ব স্বীকৃতি পাবে না (Recognition of Everest Conquest of Piyali Basak is on Hold for not Submit Security Money) ৷ হিমালয়ান মাউন্টেনিয়ারিংয়ের শংসাপত্র হাতে পাবেন না তিনি ৷ আর তাঁর এই স্বীকৃতি লাভের একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে ক্রাউড ফান্ডিং ৷

চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দিরের শিক্ষিকা 31 বছরের পিয়ালী বসাক ৷ ছোটবেলা থেকেই পাহাড়ের প্রতি ভালবাসা তাঁর ৷ সেই ভালবাসার টানেই পর্বতারোহণ শুরু ৷ প্রথমে চন্দনগর মাউন্টেনিয়ারিং স্কুল, তার পর হিমালয়ান মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নিয়েছেন পিয়ালী ৷ ধৌলাগিরির শৃঙ্গ জয়ের পর এভারেস্ট জয়ের লক্ষ্য ছিল তাঁর ৷ আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও এভারেস্ট জয়ের প্রস্তুতি নেন তিনি ৷ এভারেস্ট ও লোৎসে জয় করার উদ্দেশ্যে বের হন তিনি ৷

কিন্তু, এই দুই পর্বতশৃঙ্গ অভিযানে 35 লক্ষ টাকা জমা করতে হত পিয়ালীকে ৷ তার বদলে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে ৷ তাও পুরোটাই বিভিন্ন জায়গা থেকে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সেই টাকা জোগাড় করেছেন পিয়ালী ৷ আর সেই টাকার মধ্যে 15 লক্ষ টাকা জোগাড় করে দিয়েছে রোটারি চন্দননগর ক্লাব ৷ এখনও 10 লক্ষ টাকা জমা করা বাকি রয়েছে ৷ তার মধ্যে সিকিউরিটির 4 লক্ষ টাকা জমা না করায় এভারেস্ট অভিযানের পারমিট পাচ্ছিলেন না পিয়ালী ৷ ক্যাম্প 4 থেকে তিনি একটি ভিডিয়ো বার্তায় আর্থিক সাহায্য চেয়েছিলেন ৷ সেই আবেদনে সাড়া দিয়েছিল চন্দননগর রোটারি ক্লাব ৷ তাদের এক সদস্য তাপস সাহা পিয়ালী সিকিউরিটি মানির 4 লক্ষ টাকার গ্যারেন্টার হন ৷ তার পর পিয়ালী এবং তাঁর শেরপা অভিযান শুরু করার পারমিট পান ৷

Recognition of Everest Conquest of Piyali Basak is on Hold for not Submit Security Money
এভারেস্ট শৃঙ্গের পথে পিয়ালী

আরও পড়ুন : Piyali Basak Conquers Mount Everest : অক্সিজেন সিলিন্ডার ছাড়াই এভারেস্ট চূড়ায় বঙ্গকন্যা পিয়ালী

গত 22 মে এভারেস্টের চূড় স্পর্শ করেন পিয়ালী বসাক ৷ তাও অক্সিজেন সিলিন্ডারের সাহায্য় না নিয়েই ৷ তার পর ক্যাম্প 4-এ নেমেও এসেছেন ৷ কিন্তু, নিজের এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতি তিনি এখনও পাননি ৷ কারণ, সিকিউরিটি মানির 4 লক্ষ টাকা তিনি করতে পারেননি ৷ চন্দননগর রোটারি ক্লাবের সদ্যরা বিভিন্ন সংস্থার মাধ্যমে ক্রাউড ফান্ডিংয়ের চেষ্টা চালাচ্ছে ৷ কিন্তু, যে টাকা মাউন্টেনিয়ারিং এজেন্সিকে জমা না দিলে সাফল্যের স্বীকৃৃতি অধরা থেকে যাবে পিয়ালীর ৷ গত কয়েকবছরের সব লড়াই ব্যর্থ হয়ে যাবে ৷

আরও পড়ুন : Mount Everest Climbing : বঙ্গ শিক্ষিকার এভারেস্ট আরোহণের বিশ্বরেকর্ডের লক্ষ্যে প্রতিবন্ধকতা অর্থ, ভিডিয়ো বার্তায় সাহায্যের আর্জি

তাই তাঁর পরিবার এবং পরিচিতদের একটাই দাবি রাজ্য বা কেন্দ্র সরকার পিয়ালীর পাশে এসে দাঁড়াক ৷ কারণ, এই লড়াই একা পিয়ালীর হলেও, তা স্বীকৃতি পেলে পশ্চিমবঙ্গ তথা ভারতের নাম বিশ্বের মঞ্চে আরও একবার উজ্জ্বল হবে ৷ যে সম্মান পিয়ালীর মতো আরও অনেককে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ের স্বপ্ন দেখাবে ৷ স্বপ্নকে বাঁচতে শেখাবে ৷

জানা গিয়েছে, পিয়ালী এই মুহূর্তে ক্যাম্প 4 থেকে তাঁর দ্বিতীয় লক্ষ্য লোৎসে অভিযানে বেরিয়েছেন ৷ এভারেস্ট থেকে নামার সময় তাঁর চোখে চোট লেগেছিল বলে জানা গিয়েছে ৷ ক্যাম্প 4 এ বিশ্রাম নিয়ে সোমবার রাতে লোৎসে অভিযানে বেরিয়েছেন তিনি ৷ এই মুহূর্তে পিয়ালীর জিপিএস ট্র্যাকারের ব্যাটারি ফুরিয়ে যাওয়ায় তাঁর অবস্থান জানা যাচ্ছে না ৷ তবে, লোৎসে জয় করে ফেরার পর, দুই অভিযানের সাফল্যের শংসাপত্র হাতে পাবেন পিয়ালী ৷ কিন্তু, তার আগে বকেয়া 10 লক্ষ টাকা জমা করতে হবে ৷ তা না হলে এই বাঙালির কন্যার সাফল্য হিমালয়ের কোলেই হারিয়ে যাবে ৷

চন্দননগর (হুগলি), 24 মে : গত 22 মে অক্সিজেন সিলিন্ডারের সাহায্য ছাড়াই এভারেস্ট জয় করেছেন চন্দনগরের স্কুল শিক্ষিকা পিয়ালী বসাক ৷ কিন্তু, তাঁর এই কৃতিত্ব স্বীকৃতি পাবে কি ? এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ৷ কারণ, এভারেস্ট অভিযানের সিকিউরিটি পারমিটের 4 লক্ষ টাকা এখনও জমা করতে পারেননি পিয়ালী বসাক ৷ সেই টাকা জমা না-করতে পারলে তাঁর কৃতিত্ব স্বীকৃতি পাবে না (Recognition of Everest Conquest of Piyali Basak is on Hold for not Submit Security Money) ৷ হিমালয়ান মাউন্টেনিয়ারিংয়ের শংসাপত্র হাতে পাবেন না তিনি ৷ আর তাঁর এই স্বীকৃতি লাভের একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে ক্রাউড ফান্ডিং ৷

চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দিরের শিক্ষিকা 31 বছরের পিয়ালী বসাক ৷ ছোটবেলা থেকেই পাহাড়ের প্রতি ভালবাসা তাঁর ৷ সেই ভালবাসার টানেই পর্বতারোহণ শুরু ৷ প্রথমে চন্দনগর মাউন্টেনিয়ারিং স্কুল, তার পর হিমালয়ান মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নিয়েছেন পিয়ালী ৷ ধৌলাগিরির শৃঙ্গ জয়ের পর এভারেস্ট জয়ের লক্ষ্য ছিল তাঁর ৷ আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও এভারেস্ট জয়ের প্রস্তুতি নেন তিনি ৷ এভারেস্ট ও লোৎসে জয় করার উদ্দেশ্যে বের হন তিনি ৷

কিন্তু, এই দুই পর্বতশৃঙ্গ অভিযানে 35 লক্ষ টাকা জমা করতে হত পিয়ালীকে ৷ তার বদলে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে ৷ তাও পুরোটাই বিভিন্ন জায়গা থেকে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সেই টাকা জোগাড় করেছেন পিয়ালী ৷ আর সেই টাকার মধ্যে 15 লক্ষ টাকা জোগাড় করে দিয়েছে রোটারি চন্দননগর ক্লাব ৷ এখনও 10 লক্ষ টাকা জমা করা বাকি রয়েছে ৷ তার মধ্যে সিকিউরিটির 4 লক্ষ টাকা জমা না করায় এভারেস্ট অভিযানের পারমিট পাচ্ছিলেন না পিয়ালী ৷ ক্যাম্প 4 থেকে তিনি একটি ভিডিয়ো বার্তায় আর্থিক সাহায্য চেয়েছিলেন ৷ সেই আবেদনে সাড়া দিয়েছিল চন্দননগর রোটারি ক্লাব ৷ তাদের এক সদস্য তাপস সাহা পিয়ালী সিকিউরিটি মানির 4 লক্ষ টাকার গ্যারেন্টার হন ৷ তার পর পিয়ালী এবং তাঁর শেরপা অভিযান শুরু করার পারমিট পান ৷

Recognition of Everest Conquest of Piyali Basak is on Hold for not Submit Security Money
এভারেস্ট শৃঙ্গের পথে পিয়ালী

আরও পড়ুন : Piyali Basak Conquers Mount Everest : অক্সিজেন সিলিন্ডার ছাড়াই এভারেস্ট চূড়ায় বঙ্গকন্যা পিয়ালী

গত 22 মে এভারেস্টের চূড় স্পর্শ করেন পিয়ালী বসাক ৷ তাও অক্সিজেন সিলিন্ডারের সাহায্য় না নিয়েই ৷ তার পর ক্যাম্প 4-এ নেমেও এসেছেন ৷ কিন্তু, নিজের এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতি তিনি এখনও পাননি ৷ কারণ, সিকিউরিটি মানির 4 লক্ষ টাকা তিনি করতে পারেননি ৷ চন্দননগর রোটারি ক্লাবের সদ্যরা বিভিন্ন সংস্থার মাধ্যমে ক্রাউড ফান্ডিংয়ের চেষ্টা চালাচ্ছে ৷ কিন্তু, যে টাকা মাউন্টেনিয়ারিং এজেন্সিকে জমা না দিলে সাফল্যের স্বীকৃৃতি অধরা থেকে যাবে পিয়ালীর ৷ গত কয়েকবছরের সব লড়াই ব্যর্থ হয়ে যাবে ৷

আরও পড়ুন : Mount Everest Climbing : বঙ্গ শিক্ষিকার এভারেস্ট আরোহণের বিশ্বরেকর্ডের লক্ষ্যে প্রতিবন্ধকতা অর্থ, ভিডিয়ো বার্তায় সাহায্যের আর্জি

তাই তাঁর পরিবার এবং পরিচিতদের একটাই দাবি রাজ্য বা কেন্দ্র সরকার পিয়ালীর পাশে এসে দাঁড়াক ৷ কারণ, এই লড়াই একা পিয়ালীর হলেও, তা স্বীকৃতি পেলে পশ্চিমবঙ্গ তথা ভারতের নাম বিশ্বের মঞ্চে আরও একবার উজ্জ্বল হবে ৷ যে সম্মান পিয়ালীর মতো আরও অনেককে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ের স্বপ্ন দেখাবে ৷ স্বপ্নকে বাঁচতে শেখাবে ৷

জানা গিয়েছে, পিয়ালী এই মুহূর্তে ক্যাম্প 4 থেকে তাঁর দ্বিতীয় লক্ষ্য লোৎসে অভিযানে বেরিয়েছেন ৷ এভারেস্ট থেকে নামার সময় তাঁর চোখে চোট লেগেছিল বলে জানা গিয়েছে ৷ ক্যাম্প 4 এ বিশ্রাম নিয়ে সোমবার রাতে লোৎসে অভিযানে বেরিয়েছেন তিনি ৷ এই মুহূর্তে পিয়ালীর জিপিএস ট্র্যাকারের ব্যাটারি ফুরিয়ে যাওয়ায় তাঁর অবস্থান জানা যাচ্ছে না ৷ তবে, লোৎসে জয় করে ফেরার পর, দুই অভিযানের সাফল্যের শংসাপত্র হাতে পাবেন পিয়ালী ৷ কিন্তু, তার আগে বকেয়া 10 লক্ষ টাকা জমা করতে হবে ৷ তা না হলে এই বাঙালির কন্যার সাফল্য হিমালয়ের কোলেই হারিয়ে যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.