ETV Bharat / state

"দ্বিতীয় ঋষভ যেন না হয়," পুলকার চালকদের কাছে আর্জি বাবার

পোলবায় পুলকার কাণ্ডে মৃত্যু হল ঋষভের । চোখের জলে বিদায় জানাল পরিবার-পরিজন-প্রতিবেশী ।

reaction of rishav's father in shreerampur
"দ্বিতীয় ঋষভ যেন না হয়,"আর্জি ঋষভের বাবার
author img

By

Published : Feb 22, 2020, 6:59 PM IST

শ্রীরামপুর, 22 ফেব্রুয়ারি: প্রশাসনিক ও পরিবহন দপ্তর ভালোভাবে পর্যবেক্ষণ করুক, যাতে দ্বিতীয় ঋষভকে না দেখতে হয় । পুলকার চালকদের কাছে অশ্রুভেজা চোখে আর্জি জানালেন ঋষভের বাবা সন্তোষ সিং । শনিবার সাংবাদিকদের সামনে আরও জানালেন, মাঝ রাস্তায় গাড়ি বদল করা কিছুতেই মেনে নিতে পারছেন না । পোলবায় পুলকার দুর্ঘটনায় শনিবার ভোর 5টা নাগাদ SSKM হাসপাতালে মৃত্যু হল 6 বছরের ঋষভের । শোকাহত আত্মীয়-পরিজন থেকে শুরু করে শোকস্তব্ধ শ্রীরামপুর ।

এদিন সন্তোষ বাবু বলেন, "ছোটবেলা থেকেই ঋষভ খুব চালাক ছিল । এমনকী, দিন কয়েক আগেও সান্টাক্লজ সেজে পেঁয়াজ বিক্রি করেছিল।" তিনি জানিয়েছেন, "ডাক্তার ওকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে । সরকার ও সরকারের জনপ্রতিনিধিরা সবসময় সাহায্য করেছিল । ডাক্তারদের শত চেষ্টার পরেও ছেলেকে বাঁচানো গেল না ।"

ফেরিঘাটের বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয় কালীবাবুর শ্মশান ঘাটে । সমবেদনা জানাতে পরিবারের পাশে ছিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । পুলকার কাণ্ডে ঋষভের মৃত্যুর প্রসঙ্গে মন্তব্য করেন, "অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা । ঋষভের বাবার সঙ্গে আমার দীর্ঘ দিনের পরিচয় । রাজ্যের পরিবহন দপ্তর নিশ্চিতভাবে এবিষয়ে চিন্তাভাবনা করবে ।"

রাজীব বন্দ্যোপাধ্যায় আরও জানান, "পুলকারগুলির স্বাস্থ্য পরীক্ষা আবশ্যিক । মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা জানেন । আশা করি, উনি মানবিকভাবে এ ব্যাপারে শক্তপোক্ত ব্যবস্থা গ্রহণ করবেন ।"

শ্রীরামপুর, 22 ফেব্রুয়ারি: প্রশাসনিক ও পরিবহন দপ্তর ভালোভাবে পর্যবেক্ষণ করুক, যাতে দ্বিতীয় ঋষভকে না দেখতে হয় । পুলকার চালকদের কাছে অশ্রুভেজা চোখে আর্জি জানালেন ঋষভের বাবা সন্তোষ সিং । শনিবার সাংবাদিকদের সামনে আরও জানালেন, মাঝ রাস্তায় গাড়ি বদল করা কিছুতেই মেনে নিতে পারছেন না । পোলবায় পুলকার দুর্ঘটনায় শনিবার ভোর 5টা নাগাদ SSKM হাসপাতালে মৃত্যু হল 6 বছরের ঋষভের । শোকাহত আত্মীয়-পরিজন থেকে শুরু করে শোকস্তব্ধ শ্রীরামপুর ।

এদিন সন্তোষ বাবু বলেন, "ছোটবেলা থেকেই ঋষভ খুব চালাক ছিল । এমনকী, দিন কয়েক আগেও সান্টাক্লজ সেজে পেঁয়াজ বিক্রি করেছিল।" তিনি জানিয়েছেন, "ডাক্তার ওকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে । সরকার ও সরকারের জনপ্রতিনিধিরা সবসময় সাহায্য করেছিল । ডাক্তারদের শত চেষ্টার পরেও ছেলেকে বাঁচানো গেল না ।"

ফেরিঘাটের বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয় কালীবাবুর শ্মশান ঘাটে । সমবেদনা জানাতে পরিবারের পাশে ছিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । পুলকার কাণ্ডে ঋষভের মৃত্যুর প্রসঙ্গে মন্তব্য করেন, "অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা । ঋষভের বাবার সঙ্গে আমার দীর্ঘ দিনের পরিচয় । রাজ্যের পরিবহন দপ্তর নিশ্চিতভাবে এবিষয়ে চিন্তাভাবনা করবে ।"

রাজীব বন্দ্যোপাধ্যায় আরও জানান, "পুলকারগুলির স্বাস্থ্য পরীক্ষা আবশ্যিক । মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা জানেন । আশা করি, উনি মানবিকভাবে এ ব্যাপারে শক্তপোক্ত ব্যবস্থা গ্রহণ করবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.