ETV Bharat / state

Dilip on Raju Jha's Murder: সিবিআই'য়ের সামনে বড় নাম ফাঁস করে দিতেন রাজু ঝা, বিস্ফোরক দিলীপ - বড় নাম ফাঁস করে দিতেন রাজু ঝা

সিবিআই-এর সামনে বড় কোনও নাম ফাঁস করে দিতেন রাজু ঝা ৷ তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ ৷

Dilip on Raju Jha's Murder ETV BHARAT
Dilip on Raju Jha's Murder
author img

By

Published : Apr 2, 2023, 6:28 PM IST

Updated : Apr 2, 2023, 10:17 PM IST

রাজু ঝা-র মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

রিষড়া (হুগলি), 2 এপ্রিল: কোনও বড় নাম সিবিআই এর সামনে বলেছিলেন রাজু ঝা ৷ সেই কারণে তাঁর মুখ বন্ধ করে দেওয়া হল ! এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ হুগলির রিষড়া বাঙ্গুর পার্কে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে একথা বলেন তিনি ৷ রামনবমীর এই শোভাযাত্রা জিটি রোড হয়ে মহেশ পর্যন্ত যায় ৷

গতকাল সন্ধ্যেয় বিজেপি নেতা তথা কুখ্যাত কয়লা মাফিয়া হিসেবে পরিচিত রাজেশ ওরফে রাজু ঝা-কে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে গুলি করে হত্যা করা হয় ৷ এই ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন গরুপাচার-কাণ্ডে সিবিআই-এর তালিকায় পলাতক আব্দুল লতিফ ৷ তিনি গাড়ি থেকে নেমে যেতেই রাজু ঝা-কে এলোপাথাড়ি গুলি করা হয় ৷ সেই ঘটনায় এবার বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ ৷ অভিযোগ করেছেন, ‘‘কয়লাপাচার মামলায় সিবিআই তাঁকে ডেকেছিল ৷ হয় তো কোনও বড় ব্যক্তির নাম সিবিআই এর সমানে বলে ফেলেছেন রাজু ঝা ৷’’

দিলীপ ঘোষের আশংকা, হয় তো সিবিআই আবারও রাজু ঝা-কে এই মামলায় তলব করেছিল ৷ সেখানে আবারও কোনও বড় নাম বলে দিতে পারেন রাজু, সেই আশঙ্কা থেকেই তাঁর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ ৷ তবে, তাঁর হাত ধরে বিজেপিতে যোগদানের অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ ঘোষ ৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজু ঝা-কে তিনি বিজেপিতে আনেননি ৷ আর যাঁরা এই অভিযোগ করছেন, তাঁরাও সেই সময় বিজেপি-তে ছিল ৷ নিজের দাবির স্বপক্ষে সকলের সঙ্গে ভিডিয়ো শেয়ার করেছেন দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন: গরুপাচারে ফেরার আব্দুল লতিফের সঙ্গে এক গাড়িতে কী করছিলেন রাজু ? উঠছে প্রশ্ন

অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শিবপুরে ঢুকতে বাধা দেয় পুলিশ ৷ যা নিয়ে দিলীপ ঘোষ ফের একবার শাসকদলকে একহাত নিয়েছেন ৷ অভিযোগ করেছেন, অরূপ রায় শিবপুরে গেলে পুলিশ আটকায় না ৷ তৃণমূল এবং বিরোধীদের জন্য রাজ্যে আলাদা শাসন ব্যবস্থা চলে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ ৷

রাজু ঝা-র মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

রিষড়া (হুগলি), 2 এপ্রিল: কোনও বড় নাম সিবিআই এর সামনে বলেছিলেন রাজু ঝা ৷ সেই কারণে তাঁর মুখ বন্ধ করে দেওয়া হল ! এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ হুগলির রিষড়া বাঙ্গুর পার্কে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে একথা বলেন তিনি ৷ রামনবমীর এই শোভাযাত্রা জিটি রোড হয়ে মহেশ পর্যন্ত যায় ৷

গতকাল সন্ধ্যেয় বিজেপি নেতা তথা কুখ্যাত কয়লা মাফিয়া হিসেবে পরিচিত রাজেশ ওরফে রাজু ঝা-কে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে গুলি করে হত্যা করা হয় ৷ এই ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন গরুপাচার-কাণ্ডে সিবিআই-এর তালিকায় পলাতক আব্দুল লতিফ ৷ তিনি গাড়ি থেকে নেমে যেতেই রাজু ঝা-কে এলোপাথাড়ি গুলি করা হয় ৷ সেই ঘটনায় এবার বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ ৷ অভিযোগ করেছেন, ‘‘কয়লাপাচার মামলায় সিবিআই তাঁকে ডেকেছিল ৷ হয় তো কোনও বড় ব্যক্তির নাম সিবিআই এর সমানে বলে ফেলেছেন রাজু ঝা ৷’’

দিলীপ ঘোষের আশংকা, হয় তো সিবিআই আবারও রাজু ঝা-কে এই মামলায় তলব করেছিল ৷ সেখানে আবারও কোনও বড় নাম বলে দিতে পারেন রাজু, সেই আশঙ্কা থেকেই তাঁর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ ৷ তবে, তাঁর হাত ধরে বিজেপিতে যোগদানের অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ ঘোষ ৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজু ঝা-কে তিনি বিজেপিতে আনেননি ৷ আর যাঁরা এই অভিযোগ করছেন, তাঁরাও সেই সময় বিজেপি-তে ছিল ৷ নিজের দাবির স্বপক্ষে সকলের সঙ্গে ভিডিয়ো শেয়ার করেছেন দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন: গরুপাচারে ফেরার আব্দুল লতিফের সঙ্গে এক গাড়িতে কী করছিলেন রাজু ? উঠছে প্রশ্ন

অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শিবপুরে ঢুকতে বাধা দেয় পুলিশ ৷ যা নিয়ে দিলীপ ঘোষ ফের একবার শাসকদলকে একহাত নিয়েছেন ৷ অভিযোগ করেছেন, অরূপ রায় শিবপুরে গেলে পুলিশ আটকায় না ৷ তৃণমূল এবং বিরোধীদের জন্য রাজ্যে আলাদা শাসন ব্যবস্থা চলে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ ৷

Last Updated : Apr 2, 2023, 10:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.