ETV Bharat / state

উর্দি খুলে জেলের ভাত খাওয়াব পুলিশকে, হুঁশিয়ারি রাজু বন্দ্যোপাধ্যায়ের - cutmoney

আজ হুগলিতে পুলিশ কমিশনারের অফিসে ডেপুটেশন দিল জেলা BJP ৷ সেখানে রাজ্যের আইনশৃঙ্খলা, পুলিশের ভূমিকা সহ একাধিক ইশুতে আক্রমণ করেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "পুলিশের উর্দি খুলে নেব আর জেলের ভাত খাওয়াব ৷ কেউ রুখতে পারবে না ৷"

ফাইল ফোটো
author img

By

Published : Jul 22, 2019, 6:28 PM IST

Updated : Jul 23, 2019, 4:02 PM IST

চুঁচুড়া, 22 জুলাই : তৃণমূলের দুর্নীতি এবং মিথ্যা মামলায় BJP কর্মীদের ফাঁসানোর অভিযোগে হুগলিতে পুলিশ কমিশনারের অফিসে ডেপুটেশন দিল জেলা BJP ৷ নেতৃত্বে ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই রাজ্যের আইনশৃঙ্খলা, পুলিশের ভূমিকা সহ একাধিক ইশুতে আক্রমণ করেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "পুলিশের একাংশ তৃণমূলের কাটমানিখোর নেতাদের হয়ে কাজ করছেন ৷ ভাগ বাঁটোয়ারা পাচ্ছেন ৷ আইন মানছেন না ৷ তাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি দয়া করে শুধরে যান ৷ নইলে কিন্তু আমরা শুধরে দেব ৷ আগামীদিন ওই খাকি উর্দি খুলে নেব আর জেলের ভাত খাওয়াব ৷ কেউ রুখতে পারবে না ৷ যত বড় IPS অফিসার হোক কোনও ছাড় যাবে না ৷ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, আর তোমরা তৃণমূলের কাটমানি নিয়ে তাদের দালালি করছ ৷"

রাজু বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "BJP-র কথা শুনতে হবে না ৷ আইনের শাসন প্রতিষ্ঠা করুন ৷ আগামীদিনে প্রত্যেক মামলার আলাদা আলাদা তদন্ত করব আমরা ৷ আদালতে দোষী সাব্যস্ত হলে জেলের ঘানি টানাব । সে যত বড় পুলিশের অফিসার হোক না কেন । " কিন্তু তৃণমূলের বক্তব্য, পশ্চিমবঙ্গে অশান্তি করছে BJP ৷ কী বলবেন? তাঁর বক্তব্য, "তাহলে আমরা শক্তিশালী হয়ে গেছি । অশান্তির Ph.D তো তৃণমূল করেছে । অশান্তি ছড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আসলে নির্বাচনে মানুষের রায় তিনি মেনে নিতে পারছেন না ৷ তাঁর বুকে প্রতিশোধের আগুন জ্বলছে ৷ তাই গুন্ডা, মাফিয়া, পুলিশ দিয়ে সাধারণ মানুষকে খুন করছে ৷ BJP নেতাদের ভয় দেখাচ্ছে ৷"

ভিডিয়োয় শুনুন রাজু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

গতকালের সভায় মমতার ব্ল্যাকমানি নিয়ে আক্রমণ প্রসঙ্গে রাজুবাবু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই কাটমানির কথা বলেছেন ৷ আবার ব্ল্যাকমানির কথা বলছেন ৷ যারা কাটমানি নেয় তারাই তো ব্ল্যাকমানি নেয়৷ তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন ৷ এমনিতেই সব নেতাদের ব্ল্যাকমানি নিয়ে পেট মোটা হয়ে গেছে ৷ আর সবচেয়ে বেশি ব্ল্যাকমানি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ পিসি আগে ভাইপোকে শাস্তি দাও না৷ আগে ভাইপোর ব্ল্যাকমানি উদ্ধার কর৷ তারপর BJP-র বিরুদ্ধে আন্দোলনে নামবে ৷"

আজকের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুবীর নাগ । চুঁচুড়া ঘড়ির মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশ কমিশনারের অফিসের গেটের সামনে এসে হাজির হন BJP কর্মী-সমর্থকরা ।

চুঁচুড়া, 22 জুলাই : তৃণমূলের দুর্নীতি এবং মিথ্যা মামলায় BJP কর্মীদের ফাঁসানোর অভিযোগে হুগলিতে পুলিশ কমিশনারের অফিসে ডেপুটেশন দিল জেলা BJP ৷ নেতৃত্বে ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই রাজ্যের আইনশৃঙ্খলা, পুলিশের ভূমিকা সহ একাধিক ইশুতে আক্রমণ করেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "পুলিশের একাংশ তৃণমূলের কাটমানিখোর নেতাদের হয়ে কাজ করছেন ৷ ভাগ বাঁটোয়ারা পাচ্ছেন ৷ আইন মানছেন না ৷ তাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি দয়া করে শুধরে যান ৷ নইলে কিন্তু আমরা শুধরে দেব ৷ আগামীদিন ওই খাকি উর্দি খুলে নেব আর জেলের ভাত খাওয়াব ৷ কেউ রুখতে পারবে না ৷ যত বড় IPS অফিসার হোক কোনও ছাড় যাবে না ৷ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, আর তোমরা তৃণমূলের কাটমানি নিয়ে তাদের দালালি করছ ৷"

রাজু বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "BJP-র কথা শুনতে হবে না ৷ আইনের শাসন প্রতিষ্ঠা করুন ৷ আগামীদিনে প্রত্যেক মামলার আলাদা আলাদা তদন্ত করব আমরা ৷ আদালতে দোষী সাব্যস্ত হলে জেলের ঘানি টানাব । সে যত বড় পুলিশের অফিসার হোক না কেন । " কিন্তু তৃণমূলের বক্তব্য, পশ্চিমবঙ্গে অশান্তি করছে BJP ৷ কী বলবেন? তাঁর বক্তব্য, "তাহলে আমরা শক্তিশালী হয়ে গেছি । অশান্তির Ph.D তো তৃণমূল করেছে । অশান্তি ছড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আসলে নির্বাচনে মানুষের রায় তিনি মেনে নিতে পারছেন না ৷ তাঁর বুকে প্রতিশোধের আগুন জ্বলছে ৷ তাই গুন্ডা, মাফিয়া, পুলিশ দিয়ে সাধারণ মানুষকে খুন করছে ৷ BJP নেতাদের ভয় দেখাচ্ছে ৷"

ভিডিয়োয় শুনুন রাজু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

গতকালের সভায় মমতার ব্ল্যাকমানি নিয়ে আক্রমণ প্রসঙ্গে রাজুবাবু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই কাটমানির কথা বলেছেন ৷ আবার ব্ল্যাকমানির কথা বলছেন ৷ যারা কাটমানি নেয় তারাই তো ব্ল্যাকমানি নেয়৷ তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন ৷ এমনিতেই সব নেতাদের ব্ল্যাকমানি নিয়ে পেট মোটা হয়ে গেছে ৷ আর সবচেয়ে বেশি ব্ল্যাকমানি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ পিসি আগে ভাইপোকে শাস্তি দাও না৷ আগে ভাইপোর ব্ল্যাকমানি উদ্ধার কর৷ তারপর BJP-র বিরুদ্ধে আন্দোলনে নামবে ৷"

আজকের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুবীর নাগ । চুঁচুড়া ঘড়ির মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশ কমিশনারের অফিসের গেটের সামনে এসে হাজির হন BJP কর্মী-সমর্থকরা ।

Intro:যারা কাঠ মানির তৃণমূলের সঙ্গে আছেন সেই পুলিশকর্মীদের খাকি উর্দি খুলে জেলের ভাত খাব।এভাবেই পুলিশকে আক্রমন করেন বিজেপির রাজ্য নেতা রাজু ব্যানার্জি।আজ চন্দননগর পুলিশ কমিশনারেটের CP কে ডেপুটেশন দিয়ে এ কথা বলেন তিনি।পুলিশের একাংশ বিজেপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাছেন।পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন পুলিশের বাড়িতে সন্তানরা আছে। তাদেরও যদি মিথ্যা মামলায় ফাঁসানো হয় তাহলে আমাদের কাছে এসে কান্নাকাটি করবেন করবেন না।একটা অংশের পুলিশ তৃণমূলের কাঠমান্ডুর নেতাদের ভাগবাটোয়ারা পাচ্ছেন।তারা আইনের শাসন মানছেন না। দয়া করে বলছি এখনো শুধরে জান।আগামী দিনে কিন্তু খাকি উর্দি খুলে নেবো।না শোধরালে জেলের ভাত খাওয়ানোর হুমকিও দিয়েছেন এই বিজেপি নেতা।পুলিশরা ভাবছেন তৃণমূলের দালালী করবেন।এতে পশ্চিমবাংলার আইন-শৃংখলার অবনতি হচ্ছে। তৃণমূলের কার্ড মানিক হওয়া নেতাদের দালালি করলে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আইনের শাসন ব্যবস্থা না হলে আগামী দিনে আমরা তদন্ত করব। প্রত্যেকটা মামলা আদালতে আদালতে দোষী সাব্যস্ত হলে জেলের ঘানি টাঙাবো।সে যত বড় পুলিশের অফিসার হোক না কেন ।মমতা বলছেন পশ্চিমবাংলায় বিজেপি নেই কিন্তু তিনি অপরদিকে বলছেন বিজেপি অশান্তি করছে ।তাহলে তো বলতে হবে আমরা শক্তিশালী হয়ে গেছি।অশান্তির পিএইচডি তো তৃণমূল করেছে। মমতা ব্যানার্জি মানুষ লোকসভা ভোটে যে রায় দিয়েছে তা তিনি মানতে পারছেন না। তার মাথায় আগুন জ্বলছে আর বুকের প্রতিশোধের আগুন জ্বলছে। প্রত্যেক জায়গায় পুলিশ দিয়ে মাফিয়া দিয়ে মানুষকে খুন করছে। আর বিজেপি কর্মীদের খুন করছে ভয় দেখাচ্ছে।মমতা ব্যানার্জি একুশে জুলাই এর সভায় বিজেপির ব্ল্যাকমানি প্রসঙ্গে এদিন রাজু ব্যানার্জী বলেন মমতাদির কথা বলছে আর এই কাটমানিটাই তো ব্ল্যাক মানি। তিনি তো নিজেই স্বীকার করে নিয়েছেন কাল একুশে জুলাই মঞ্চে যে অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে সবচেয়ে বেশি কাটমানি নেয়ার অভিযোগ আছে। অভিষেক ব্যানার্জি তো কোটি কোটি টাকার ব্ল্যাক মানি নেয়ার অভিযোগ আছে।মমতাকে উদ্দেশ্য করে বলেন পিসি ভাইপোকে শাস্তি দেন না। ভাইপোর ব্ল্যাকমানি উদ্ধার করুন তারপর বিজেপির বিরুদ্ধে কথা বলবেন।তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব পিএইচডি করেছে ।আর বিজেপির ঝান্ডা লাগিয়ে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করছে। কাঠ মানি খাওয়া নেতাদের মধ্যে এখন মারামারি হচ্ছে। বিজেপি কেন করতে যাবে।মানুষের মধ্যে জনরোষ চলছে। এখানে বিজেপির ভূমিকা নেই কিন্তু আট মানি প্রসঙ্গে যখন জনতা যাচ্ছে সেই সঙ্গে বিজেপি থাকছে সহযোগিতা করছে মানুষকে। এই বিজেপি নেতা একুশে জুলাই সভা নিয়ে মমতা কে কটাক্ষ করে বলেন হতাশায় ভুগছেন পাগলের প্রলাপ বকছে মমতা।এখন হতাশ হয়ে গেছে এরপরে পাগল হয়ে যাবে কিনা জানিনা জানিনা।
তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এবং মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানোর প্রতিবাদে C.P অফিসে ডেপুটেশন দিতে এসে বিজেপি।হুগলি জেলা বিজেপির তরফে ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুবীর নাগ। চুঁচুড়া ঘড়ির মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে C.P অফিসের গেটের সামনে এসে হাজির হয় বিজেপি কর্মী সমর্থকেরা। Body:WB_HGL_CHUCHURA BJP DEPUTATION_7203418Conclusion:
Last Updated : Jul 23, 2019, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.