ETV Bharat / state

"শখ মেটাতে" জওয়ানদের আগ্নেয়াস্ত্র হাতে যুবক

author img

By

Published : May 2, 2019, 1:50 AM IST

রাইফেল হাতে ছবি তোলার শখ মেটাতে এক যুবকের হাতে স্বয়ংক্রিয় রাইফেল তুলে দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । হুগলির চুঁচুড়ার ঘটনা । যা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ।

Central force

চুঁচুড়া, 2 মে : এক যুবকের হাতে স্বয়ংক্রিয় রাইফেল তুলে দিয়ে প্রশ্নের মুখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । দশঘরার বাসিন্দা শেখ বাদশা নামে ওই যুবকের দাবি, নেহাতই শখ মেটাতে কেন্দ্রীয় বাহিনীর কাছ থেকে রাইফেল নিয়ে ছবি তোলে সে । পেশায় গাড়িচালক বাদশা যদিও তার ভুল স্বীকার করে নেয় । কিন্তু কেন জওয়ানের রাইফেল হাতে ছবি তুলছিল সে তা নিয়ে প্রশ্ন উঠছে ।

কিছুদিন আগেই সেন্ট্রাল ফোর্স ঢুকছে হুগলি জেলায় । শুরু হয়ে গেছে রুট মার্চও । গতকাল রাজ্য পুলিশ অবজ়ারভার বিবেক দুবে জেলায় এসে জানিয়ে দেন, পঞ্চম দফার নির্বাচনে 100 শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী । তাই, নিরাপত্তার কড়াকড়ি এখন থেকেই । এদিকে, গতকাল চুঁচুড়ায় গঙ্গার ধারে ঘুরছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । সেই সময় শেখ বাদশার হাতে স্বয়ংক্রিয় রাইফেল তুলে দেন একজন । কিন্তু কেন ? বাদশা জানায়, এই রাইফেল সে কেবল ছবিতেই দেখেছে । কখনও হাতে নেয়নি । তাই রাইফেল হাতে নিয়ে ছবি তুলে উচ্ছ্বসিত সে । পরে অবশ্য ভুল স্বীকার করে নেয় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এপ্রসঙ্গে হুগলি জেলা তৃণমূল কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল বলেন, "BJP-র লোকজন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাচ্ছে । যা অত্যন্ত হাস্যকর । জওয়ানরা যুবকের হাতে রাইফেল তুলে দিয়ে ছবি তোলাচ্ছে । যেন মনে হচ্ছে মেলায় অস্ত্র বিক্রি হচ্ছে যা সবার হাতে তুলে দেওয়া যায় । এই আধাসেনা ব্যাপারটা প্রহসনে পরিণত হয়েছে ।"

এবিষয়ে হুগলির BJP প্রার্থী লকেট চ্যাটার্জি বলেন, "আমি ঘটনাটি দেখিনি । তাই এব্যাপারে বলতে পারব না । তবে এখানকার আধিকারিকরাই তো কেন্দ্রীয় বাহিনীদের চালনা করছে ।" রাজ্য পুলিশের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "ওদের মতো ভয়ংকর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নন । তাঁরা মানুষের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেন ।"

অপরিচিত যুবকের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ার ঘটনা প্রথম নয় । কিছুদিন আগে হরিহরপাড়ার কাইজ়ার মণ্ডলের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে । যেখানে তাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় । পেশায় ট্রাক্টর চালক কাইজার দাবি করে, ‘‘জওয়ানদের অনুমতি নিয়ে ওদের টুপি পরে, মেশিন হাতে ছবি তুলেছি ।" ফেসবুক থেকে পরে সেই ছবি ডিলিটও করে দেয় সে । এই ঘটনায় রিপোর্ট তলব করেন বিশেষ পুলিশ-পর্যবেক্ষক বিবেক দুবে । তারপরও কেন এধরনের ঘটনা ঘটবে ? উত্তর মেলেনি ।

চুঁচুড়া, 2 মে : এক যুবকের হাতে স্বয়ংক্রিয় রাইফেল তুলে দিয়ে প্রশ্নের মুখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । দশঘরার বাসিন্দা শেখ বাদশা নামে ওই যুবকের দাবি, নেহাতই শখ মেটাতে কেন্দ্রীয় বাহিনীর কাছ থেকে রাইফেল নিয়ে ছবি তোলে সে । পেশায় গাড়িচালক বাদশা যদিও তার ভুল স্বীকার করে নেয় । কিন্তু কেন জওয়ানের রাইফেল হাতে ছবি তুলছিল সে তা নিয়ে প্রশ্ন উঠছে ।

কিছুদিন আগেই সেন্ট্রাল ফোর্স ঢুকছে হুগলি জেলায় । শুরু হয়ে গেছে রুট মার্চও । গতকাল রাজ্য পুলিশ অবজ়ারভার বিবেক দুবে জেলায় এসে জানিয়ে দেন, পঞ্চম দফার নির্বাচনে 100 শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী । তাই, নিরাপত্তার কড়াকড়ি এখন থেকেই । এদিকে, গতকাল চুঁচুড়ায় গঙ্গার ধারে ঘুরছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । সেই সময় শেখ বাদশার হাতে স্বয়ংক্রিয় রাইফেল তুলে দেন একজন । কিন্তু কেন ? বাদশা জানায়, এই রাইফেল সে কেবল ছবিতেই দেখেছে । কখনও হাতে নেয়নি । তাই রাইফেল হাতে নিয়ে ছবি তুলে উচ্ছ্বসিত সে । পরে অবশ্য ভুল স্বীকার করে নেয় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এপ্রসঙ্গে হুগলি জেলা তৃণমূল কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল বলেন, "BJP-র লোকজন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাচ্ছে । যা অত্যন্ত হাস্যকর । জওয়ানরা যুবকের হাতে রাইফেল তুলে দিয়ে ছবি তোলাচ্ছে । যেন মনে হচ্ছে মেলায় অস্ত্র বিক্রি হচ্ছে যা সবার হাতে তুলে দেওয়া যায় । এই আধাসেনা ব্যাপারটা প্রহসনে পরিণত হয়েছে ।"

এবিষয়ে হুগলির BJP প্রার্থী লকেট চ্যাটার্জি বলেন, "আমি ঘটনাটি দেখিনি । তাই এব্যাপারে বলতে পারব না । তবে এখানকার আধিকারিকরাই তো কেন্দ্রীয় বাহিনীদের চালনা করছে ।" রাজ্য পুলিশের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "ওদের মতো ভয়ংকর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নন । তাঁরা মানুষের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেন ।"

অপরিচিত যুবকের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ার ঘটনা প্রথম নয় । কিছুদিন আগে হরিহরপাড়ার কাইজ়ার মণ্ডলের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে । যেখানে তাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় । পেশায় ট্রাক্টর চালক কাইজার দাবি করে, ‘‘জওয়ানদের অনুমতি নিয়ে ওদের টুপি পরে, মেশিন হাতে ছবি তুলেছি ।" ফেসবুক থেকে পরে সেই ছবি ডিলিটও করে দেয় সে । এই ঘটনায় রিপোর্ট তলব করেন বিশেষ পুলিশ-পর্যবেক্ষক বিবেক দুবে । তারপরও কেন এধরনের ঘটনা ঘটবে ? উত্তর মেলেনি ।

Intro:কাইজার মন্ডলের মতো আবারও যুবকের হাতে রাইফেল দিয়ে ছবি তুলে বিতর্কের মুখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।বেশ কিছুদিন ধরেই সেন্ট্রাল ফোর্স ঢুকছে হুগলি জেলায়।আজ রাজ্য পুলিশ অবজারভার বিবেক দুবে জেলায় এসে আশ্বস্ত করেছেন 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে।সেই অনুযায়ী কাল থেকেই চলছে রুটমার্চ।আর আজই বাহিনীর জওয়ানরা চুঁচুড়ায় গঙ্গার ধারে ঘুরছিল।সেই সময় সেখ বাদশা নামে ঐ যুবক হাতে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে দেয় জওয়ানরা।সে পেশায় গাড়ি চালক।বাড়ি দশঘরায়।এই ঘটনায় রাজনৈতিক নেতাদের প্রশ্ন কেন বাহিনীর রাইফেল হাতে নিয়ে ছবি তুলছিল ঐ যুবক।তবে বাদশা জানায় ছবিতে দেখেছে কিন্তু কোনোদিন এই রাইফেল হাতে নেয় নি।হাতে রাইফেল নিয়ে ছবি তুলে উচ্ছসিত সে।পরে যে তার ভুল হয়েছে একথাও স্বীকার করে।
Body:তৃণমূলের হুগলি জেলার কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল বলেন বিজেপির লোকজন ভোটে কেন্দ্রীয় বাহিনীদের কাজে লাগছে এটা হাস্যকর হয়ে গেছে।বাহিনীর রাইফেল যুবকের হাতে তুলে ছবি তোলাছে।কি নিরাপত্তা এসব ফালতু।বিজেপির জন্য কর্মক্ষমতা নষ্ট করে হয়ে যাচ্ছে।এটা কি জওয়ানরা। তাদের অস্ত্র দিয়ে দিচ্ছে যুবকদের।মেলায় অস্ত্র বিক্রি হয় সেরকম মনে হচ্ছে সবাইকে দিয়ে দেওয়া যায়।আর এই আধা সেনা ব্যাপারটা প্রহসনের পরিণত হয়েছে।
এবিষয়ে হুগলির প্রার্থী লকেট চ্যাটার্জ্জি বলেন আমি দেখিনি।তবে এখানকার আধিকারিক রাই তো কেন্দ্রীয় বাহিনীদের চালনা করছে।আর রাজ্য পুলিশের মতো ভয়ঙ্কর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নয়।তারা মানুষের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করছে।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.