ETV Bharat / state

নাগরিকত্ব আইনের প্রতিবাদে আরামবাগে বিক্ষোভ ও অবরোধ - protest against CAB and NRC at Arambagh

রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান অবরোধকারীরা ৷ "নাগরিকত্ব আইন মানছি না" বলে স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ৷ তারা অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা বাধে ৷ পুলিশের দিকে লাঠি নিয়ে তেড়ে যান কয়েকজন বিক্ষোভকারী ৷ পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়৷ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ৷

protest against CAB and NRC at Arambagh
আরামবাগে বিক্ষোভ
author img

By

Published : Dec 13, 2019, 6:41 PM IST

Updated : Dec 13, 2019, 8:04 PM IST

আরামবাগ, 13 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে আরামবাগের হরিণখোলায় বিক্ষোভ ৷ আরামবাগ- কলকাতা রাজ্য সড়কে অবরোধ করেন বিক্ষোভকারীরা ৷ ব্যাহত হয় যান চলাচল ৷

রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান অবরোধকারীরা ৷ "নাগরিকত্ব আইন মানছি না" বলে স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ৷ তারা অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা বাধে ৷ পুলিশের দিকে লাঠি নিয়ে তেড়ে যান কয়েকজন বিক্ষোভকারী ৷ পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়৷ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ৷

আরামবাগের হরিণখোলায় বিক্ষোভ

আজ রাজ্যজুড়ে নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ ৷ হাওড়ার উলুবেড়িয়ায় রেল অবরোধের জেরে বন্ধ হয়ে পড়ে হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ৷ উলুবেড়িয়া স্টেশনে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা ৷ মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনে আগুন দেয় উত্তেজিত জনতা । সেখানে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় সকেট বোমা ৷ পুলিশের গাড়ি সহ অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালানো হয় ৷ আক্রান্ত হয় কয়েকজন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । পাশাপাশি কলকাতার পার্কসার্কাসেও রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ ৷ বীরভূমের মহম্মদবাজার, ইলামবাজারেও ব্যানার, পোস্টার হাতে মিছিল করে কয়েক হাজার বিক্ষোভকারী ৷ নলহাটি বাসস্ট্যান্ডের কাছে পানাগড় - মোরগ্রাম এলাকায় 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ টায়ার জ্বালিয়ে পুলিশের সামনেই দীর্ঘক্ষণ অবরোধ চলে ।

অন্যদিকে আজ দিঘায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এই আইনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস পথে নামবে ৷ সোমবার থেকে কলকাতায় তিন দিন হবে প্রতিবাদ মিছিল ৷ পাশাপাশি রাজ্যবাসীকে আইন হাতে না নেওয়ার বার্তাও দেন তিনি ৷ বলেন, "রেল, রাস্তা অবরোধ নয় । মাথা ঠাণ্ডা রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামতে হবে ।"

আরামবাগ, 13 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে আরামবাগের হরিণখোলায় বিক্ষোভ ৷ আরামবাগ- কলকাতা রাজ্য সড়কে অবরোধ করেন বিক্ষোভকারীরা ৷ ব্যাহত হয় যান চলাচল ৷

রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান অবরোধকারীরা ৷ "নাগরিকত্ব আইন মানছি না" বলে স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ৷ তারা অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা বাধে ৷ পুলিশের দিকে লাঠি নিয়ে তেড়ে যান কয়েকজন বিক্ষোভকারী ৷ পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়৷ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ৷

আরামবাগের হরিণখোলায় বিক্ষোভ

আজ রাজ্যজুড়ে নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ ৷ হাওড়ার উলুবেড়িয়ায় রেল অবরোধের জেরে বন্ধ হয়ে পড়ে হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ৷ উলুবেড়িয়া স্টেশনে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা ৷ মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনে আগুন দেয় উত্তেজিত জনতা । সেখানে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় সকেট বোমা ৷ পুলিশের গাড়ি সহ অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালানো হয় ৷ আক্রান্ত হয় কয়েকজন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । পাশাপাশি কলকাতার পার্কসার্কাসেও রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ ৷ বীরভূমের মহম্মদবাজার, ইলামবাজারেও ব্যানার, পোস্টার হাতে মিছিল করে কয়েক হাজার বিক্ষোভকারী ৷ নলহাটি বাসস্ট্যান্ডের কাছে পানাগড় - মোরগ্রাম এলাকায় 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ টায়ার জ্বালিয়ে পুলিশের সামনেই দীর্ঘক্ষণ অবরোধ চলে ।

অন্যদিকে আজ দিঘায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এই আইনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস পথে নামবে ৷ সোমবার থেকে কলকাতায় তিন দিন হবে প্রতিবাদ মিছিল ৷ পাশাপাশি রাজ্যবাসীকে আইন হাতে না নেওয়ার বার্তাও দেন তিনি ৷ বলেন, "রেল, রাস্তা অবরোধ নয় । মাথা ঠাণ্ডা রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামতে হবে ।"

Intro:Body:NRC এবং CAB বিরোধিতায় পথ অবরোধ করে বিক্ষোভ সাধারণ মানুষের।Conclusion:
Last Updated : Dec 13, 2019, 8:04 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.