ETV Bharat / state

Ladakh Journey by Foot: অঙ্গীকার নিয়েছেন দূষণমুক্ত পরিবেশ গড়ার, পায়ে হেঁটেই লাদাখ অভিযানে প্রসেনজিৎ - Prasenjit Pal starts his journey towards Ladakh by walking

চন্দননগরের বাসিন্দা প্রসেনজিৎ পাল 2500 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে চলেছেন ৷ দূষণ রোধের বার্তা দিয়ে পায়ে হেঁটে লাদাখে যাত্রা যুবকের (Prasenjit Pal starts his journey towards Ladakh)।

Ladakh Journey
পরিবেশে দূষণ মুক্ত রাখতে পায়ে হেঁটে লাদাখ অভিযান হুগলির প্রসেনজিতের
author img

By

Published : Aug 3, 2022, 1:33 PM IST

চন্দননগর, 3 অগস্ট: বাইক নয়, দূষণ রোধের বার্তা দিতে পায়ে হেঁটেই লাদাখে যাত্রা যুবকের (Ladakh Journey)। শুধুমাত্র অদম্য ইচ্ছাশক্তির জোরে প্রায় 2500 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে চলেছেন প্রসেনজিৎ পাল । যাতে প্রায় 90 দিনের মতো সময় লাগতে পারে বলে ধারণা চন্দননগর বাসিন্দার । প্রসেনজিৎ পেশায় খাবার ডেলিভারি বয় । বাইকে ভ্রমণের ইচ্ছা থাকলেও জ্বালানির অতিরিক্ত খরচ ও দূষণের কারণে পায়ে হেঁটেই লাদাখ যেতে চান তিনি ।

সোমবার সকালে কলকাতা থেকে যাত্রা শুরু করেন । বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো তাঁকে ফুল দিয়ে সম্বর্ধনা দেন । শুভেচ্ছা জানাচ্ছেন পথচলতি মানুষজনও । অনেকেই আবার সেলফি তুলছেন প্রসেনজিতের সঙ্গে । ।

পায়ে হেঁটেই লাদাখ অভিযানে প্রসেনজিৎ

আরও পড়ুন: 100 দিনে কলকাতা থেকে হেঁটে লাদাখ পৌঁছনোর লক্ষ্যে পথচলা শুরু সিঙ্গুরের মিলনের

ছোটবেলা থেকে ভ্রমনের নেশা ও বাইক রাইডিং করার শখ রয়েছে । বাবা-মায়ের সঙ্গে পাহাড়ে গিয়েছেন । বেশ কয়েকবার বাইকেও গিয়েছেন দার্জিলিং, শিলিগুড়ি-সহ বেশ কিছু জায়গায় । খাবারের ডেলিভারি বয়ের কাজ করে তেলের দাম জোগাড় করা সম্ভব নয় । সেইসঙ্গে দূষণের কথা ও প্লাস্টিক বর্জনের জন্য পায়ে হেঁটেই অভিযানে নেমেছেন তিনি ।

চন্দননগর, 3 অগস্ট: বাইক নয়, দূষণ রোধের বার্তা দিতে পায়ে হেঁটেই লাদাখে যাত্রা যুবকের (Ladakh Journey)। শুধুমাত্র অদম্য ইচ্ছাশক্তির জোরে প্রায় 2500 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে চলেছেন প্রসেনজিৎ পাল । যাতে প্রায় 90 দিনের মতো সময় লাগতে পারে বলে ধারণা চন্দননগর বাসিন্দার । প্রসেনজিৎ পেশায় খাবার ডেলিভারি বয় । বাইকে ভ্রমণের ইচ্ছা থাকলেও জ্বালানির অতিরিক্ত খরচ ও দূষণের কারণে পায়ে হেঁটেই লাদাখ যেতে চান তিনি ।

সোমবার সকালে কলকাতা থেকে যাত্রা শুরু করেন । বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো তাঁকে ফুল দিয়ে সম্বর্ধনা দেন । শুভেচ্ছা জানাচ্ছেন পথচলতি মানুষজনও । অনেকেই আবার সেলফি তুলছেন প্রসেনজিতের সঙ্গে । ।

পায়ে হেঁটেই লাদাখ অভিযানে প্রসেনজিৎ

আরও পড়ুন: 100 দিনে কলকাতা থেকে হেঁটে লাদাখ পৌঁছনোর লক্ষ্যে পথচলা শুরু সিঙ্গুরের মিলনের

ছোটবেলা থেকে ভ্রমনের নেশা ও বাইক রাইডিং করার শখ রয়েছে । বাবা-মায়ের সঙ্গে পাহাড়ে গিয়েছেন । বেশ কয়েকবার বাইকেও গিয়েছেন দার্জিলিং, শিলিগুড়ি-সহ বেশ কিছু জায়গায় । খাবারের ডেলিভারি বয়ের কাজ করে তেলের দাম জোগাড় করা সম্ভব নয় । সেইসঙ্গে দূষণের কথা ও প্লাস্টিক বর্জনের জন্য পায়ে হেঁটেই অভিযানে নেমেছেন তিনি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.