চন্দননগর, 17 ফেব্রুয়ারি : চন্দননগর থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন দীপাঞ্জন গুহ । চন্দননগর স্টেশনে এমন পোস্টার ঘিরে জল্পনা শুরু হয়েছে । যদিও বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি । তাহলে কীভাবে এই পোস্টার পড়ল ? তৃণমূলের বক্তব্য, বিজেপি ভয় পেয়ে এসব করছে । যদিও এসব মানতে নারাজ গেরুয়া শিবির ।
আজ সকালে চন্দননগর স্টেশনের প্ল্যাটফর্মে কয়েকটি পোস্টার নজরে আসে । সেখানে লেখা, চন্দননগর থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন দীপাঞ্জন গুহ । তাঁকে ভোট দেওয়ার আর্জি জানানো হয়েছে । সঙ্গে লেখা 'জয় শ্রী রাম', 'আমরা দাদার অনুগামী' । পোস্টার নজরে আসতেই জল্পনা শুরু হয়েছে । বিজেপির তরফে কোনও তালিকা এখনও ঘোষিত হয়নি । তাহলে কীভাবে এই পোস্টার পড়েছে ? দীপাঞ্জন গুহ অবশ্য বলছেন, "বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল । এসব বিরোধীদের চক্রান্ত ।"
আরও পড়ুন : হুমায়ুন কবীরের ইস্তফার পর চন্দননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা
পালটা তৃণমূলের তরফে জেলা সভাপতি দিলীপ যাদব জানান, "বিজেপিতে এখন অনেক নতুন মুখ । তাই পুরানো যারা রয়েছে তারা ভয় পেয়ে এসব করছে ।"