ETV Bharat / state

Abhishek at Furfura Sharif: নব জোয়ারের 40 দিনে ফুরফুরা শরীফে অভিষেক, ভোট রাজনীতির অভিযোগ পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর - তৃণমূলে নব জোয়ার

নব জোয়ারের 40 দিনে ফুরফুরা শরীফে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তবে, তাঁর এই ফুরফুরার মাজার দর্শনকে ভোট রাজনীতি বলে কটাক্ষ করলেন পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী ৷ পালটা মানুষের ভালোবাসা অভিষেকের সঙ্গে রয়েছে বলে জানালেন পীরজাদা ত্বহা সিদ্দিকী ৷

Abhishek at Furfura Sharif ETV BHARAT
Abhishek at Furfura Sharif
author img

By

Published : Jun 5, 2023, 9:10 PM IST

তৃণমূলে নব জোয়ারের 40 দিনে ফুরফুরা শরীফে অভিষেক

ফুরফুরা শরীফ (হুগলি), 5 জুন: আজ তৃণমূলে নব জোয়ারের 40 দিন পূর্ণ হয়েছে ৷ সেই উপলক্ষ্যে অভিষেকের ফুরফুরা শরীফ দর্শনে আসা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন ৷ ফুরফুরা শরীফে সংখ্যালঘুদের ভোট টানতে অভিষেকের পদার্পণ হয়েছে বলে নিশানা করলেন ইব্রাহিম সিদ্দিকী ৷ তাঁর সরাসরি অভিযোগ, ফুরফুরা শরীফে রাজনীতি করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক ৷ তবে, বিপরীত মতও শোনা গেল ৷ ত্বহা সিদ্দিকীর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন ৷ তাই তাঁকে ফুরফুরা শরীফের মানুষ ভালোবাসেন ৷ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কী বলছেন ?

তৃণমূলে নব জোয়ারের 40 দিনে আজ হুগলিতে এই কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ জানালেন, ফুরফুরা শরীফে এলে তিনি নতুন করে কাজের শক্তি পান ৷ তাই বারেবারে সেখানে ফিরে যান ৷ তবে, এবার একটু বেশি অপেক্ষা করতে হয়েছে ৷ 5 বছর পর ফের ফুরফুরা শরীফে এসেছিলেন তিনি ৷ তবে, অভিষেকের এই ফুরফুরা সফর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ যে তরজায় সামিল ফুরফুরা শরীফের দুই পীরজাদা বামপন্থী ইব্রাহিম সিদ্দিকী এবং তৃণমূল পন্থী ত্বহা সিদ্দিকী ৷

আরও পড়ুন: অভিষেকের নবজোয়ারের প্রস্তুতিতে বিজেপির তদারকি ! উলটপুরাণ ডোমজুড়ে

ইব্রাহিম সিদ্দিকী বলেন, ‘‘ফুরফুরা শরীফের মাজার একটি পবিত্র জায়গা ৷ এখানে সবাই আসতে পারেন ৷ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন রাজনীতি করতে ৷ সংখ্যালঘু ভোট তাঁদের থেকে সরে যাচ্ছে ৷ তাই ভোট ফেরাতে অভিষেককে পাঠানো হয়েছে ৷’’ কার্যত নাম না-করেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘু ভোটের রাজনীতির অভিযোগ করেন ইব্রাহিম সিদ্দিকী ৷ তাঁর অভিযোগ, যে প্রতিশ্রুতি তৃণমূল দিয়েছিল তা পালন করেনি ৷ মানুষ সেটা বুঝে নিয়েছে ৷ পাশাপাশি, অভিষেকের নিরাপত্তায় ফুরফুরা শরীফে ব্যাপক পুলিশ ঢোকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইব্রাহিম ৷

আরও পড়ুন: থানায় অভিযোগ করুন, নেতাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগে পরামর্শ অভিষেকের

তবে, সেই ইব্রাহিম সিদ্দিকীর সেই সব অভিযোগে খুব একটা গুরুত্ব দিতে নারাজ আরেক পীরজাদা ত্বহা সিদ্দিকী ৷ তিনি জানান, অতিথি আপ্যায়ণে ফুরফুরা শরীফের জুরি নেই ৷ তাই অভিষেকের অতিথি সৎকার তাঁরা করেছেন ৷ আর সেখানকার মানুষ তাঁকে ভালোবাসে ৷ তাই সকলে মন থেকে স্বাগত জানিয়েছেন অভিষেককে ৷ তিনি জানিয়েছন, যারা মানুষের সঙ্গে প্রতারণা করবে ৷ তাদের সঙ্গে ফুরফুরা শরীফ থাকবে না ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘চালের মধ্যে দু-একটা কাঁকড় থাকবেই ৷ তাই বলে চাল ফেলে দেব এটা হতে পারে না ৷’’ মূলত তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রসঙ্গেই একথা বলেন ত্বহা সিদ্দিকী ৷

তৃণমূলে নব জোয়ারের 40 দিনে ফুরফুরা শরীফে অভিষেক

ফুরফুরা শরীফ (হুগলি), 5 জুন: আজ তৃণমূলে নব জোয়ারের 40 দিন পূর্ণ হয়েছে ৷ সেই উপলক্ষ্যে অভিষেকের ফুরফুরা শরীফ দর্শনে আসা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন ৷ ফুরফুরা শরীফে সংখ্যালঘুদের ভোট টানতে অভিষেকের পদার্পণ হয়েছে বলে নিশানা করলেন ইব্রাহিম সিদ্দিকী ৷ তাঁর সরাসরি অভিযোগ, ফুরফুরা শরীফে রাজনীতি করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক ৷ তবে, বিপরীত মতও শোনা গেল ৷ ত্বহা সিদ্দিকীর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন ৷ তাই তাঁকে ফুরফুরা শরীফের মানুষ ভালোবাসেন ৷ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কী বলছেন ?

তৃণমূলে নব জোয়ারের 40 দিনে আজ হুগলিতে এই কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ জানালেন, ফুরফুরা শরীফে এলে তিনি নতুন করে কাজের শক্তি পান ৷ তাই বারেবারে সেখানে ফিরে যান ৷ তবে, এবার একটু বেশি অপেক্ষা করতে হয়েছে ৷ 5 বছর পর ফের ফুরফুরা শরীফে এসেছিলেন তিনি ৷ তবে, অভিষেকের এই ফুরফুরা সফর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ যে তরজায় সামিল ফুরফুরা শরীফের দুই পীরজাদা বামপন্থী ইব্রাহিম সিদ্দিকী এবং তৃণমূল পন্থী ত্বহা সিদ্দিকী ৷

আরও পড়ুন: অভিষেকের নবজোয়ারের প্রস্তুতিতে বিজেপির তদারকি ! উলটপুরাণ ডোমজুড়ে

ইব্রাহিম সিদ্দিকী বলেন, ‘‘ফুরফুরা শরীফের মাজার একটি পবিত্র জায়গা ৷ এখানে সবাই আসতে পারেন ৷ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন রাজনীতি করতে ৷ সংখ্যালঘু ভোট তাঁদের থেকে সরে যাচ্ছে ৷ তাই ভোট ফেরাতে অভিষেককে পাঠানো হয়েছে ৷’’ কার্যত নাম না-করেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘু ভোটের রাজনীতির অভিযোগ করেন ইব্রাহিম সিদ্দিকী ৷ তাঁর অভিযোগ, যে প্রতিশ্রুতি তৃণমূল দিয়েছিল তা পালন করেনি ৷ মানুষ সেটা বুঝে নিয়েছে ৷ পাশাপাশি, অভিষেকের নিরাপত্তায় ফুরফুরা শরীফে ব্যাপক পুলিশ ঢোকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইব্রাহিম ৷

আরও পড়ুন: থানায় অভিযোগ করুন, নেতাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগে পরামর্শ অভিষেকের

তবে, সেই ইব্রাহিম সিদ্দিকীর সেই সব অভিযোগে খুব একটা গুরুত্ব দিতে নারাজ আরেক পীরজাদা ত্বহা সিদ্দিকী ৷ তিনি জানান, অতিথি আপ্যায়ণে ফুরফুরা শরীফের জুরি নেই ৷ তাই অভিষেকের অতিথি সৎকার তাঁরা করেছেন ৷ আর সেখানকার মানুষ তাঁকে ভালোবাসে ৷ তাই সকলে মন থেকে স্বাগত জানিয়েছেন অভিষেককে ৷ তিনি জানিয়েছন, যারা মানুষের সঙ্গে প্রতারণা করবে ৷ তাদের সঙ্গে ফুরফুরা শরীফ থাকবে না ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘চালের মধ্যে দু-একটা কাঁকড় থাকবেই ৷ তাই বলে চাল ফেলে দেব এটা হতে পারে না ৷’’ মূলত তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রসঙ্গেই একথা বলেন ত্বহা সিদ্দিকী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.