রিষড়া (হুগলি), 4 এপ্রিল: ডানকুনিতে সুকান্ত মজুমদারকে আটকানোর পর, এবার রিষড়া রেল স্টেশনের ভিতরেই হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আটকে দিল চন্দননগর কমিশনারেটের পুলিশ ৷ 144 ধারা জারি রয়েছে, এই যুক্তিতে সাংসদকে আটকে দেয় পুলিশ ৷ আর এই নিয়েই স্টেশনের ভিতরে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ স্টেশন থেকে বেরতে না পেরে প্ল্যাটফর্মেই বসে পড়েন লকেট এবং বিজেপির অন্যান্য নেতৃত্ব ৷ এ দিন বিকেল 4টে 15 মিনিট নাগাদ হাওড়া থেকে লোকাল ট্রেনে রিষড়া পৌঁছান হুগলির সাংসদ এবং বিজেপির অন্যান্য নেতারা ৷
উল্লেখ্য, রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে রিষড়া ৷ পরিস্থিতি গতকাল সকাল থেকেই থমথমে ছিল ৷ কিন্তু, সন্ধ্যের পর রিষড়া 4 নম্বর রেল গেট এলাকা ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতেও ৷ এমনকি রেললাইনে উঠে ট্রেনে পাথর পর্যন্ত ছোড়া হয় ৷ যার জেরে ওই শাখায় বেশ কয়েকঘণ্টা ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ পরে রাত 1টা নাগাদ চন্দননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায় ৷
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ শুরু করে ৷ ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল ৷ পালটা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয় ৷ যদিও, স্থানীয়রা ঘটনায় পুলিশের বিরুদ্ধেই রাতভর তাণ্ডবের অভিযোগ করেছেন ৷ এই পুরো ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি ৷ গতকাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রিষড়ায় ঢুকতে গেলে, তাঁকে বাঁধা দেওয়া হয় ৷ এমনকী আজ দুপুরে তিনি রিষড়ায় আক্রান্ত বিজেপি কর্মী এবং অন্যান্যদের সঙ্গে দেখা করতে যান ৷ কিন্তু, রিষড়া পৌঁছানোর আগেই ডানকুনিতে দিল্লি রোডের উপর সুকান্ত মজুমদারকে আটকে দেয় পুলিশ ৷ কিন্তু, সেখানেই ধরনায় বসে পড়েন সুকান্ত ৷
আরও পড়ুন: রিষড়ায় আবারও সংঘর্ষ কেন ? রাজ্যের কাছে জবাব চাইল হাইকোর্ট
এ দিন বিকেলে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় হাওড়া থেকে ট্রেনে করে রিষড়া রওনা দেন ৷ মূলত, পুলিশের চোখ ফাঁকি দিতে তিনি হাওড়া থেকে ট্রেনে রিষড়া যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ কিন্তু, তিনি রিষড়া পৌঁছানোর আগেই সেই রিপোর্ট চন্দননগদর পুলিশের কাছে চলে যায় ৷ সাংসদ ট্রেন থেকে নামতেই তাঁকে আটকে দেয় পুলিশ ৷ সেখানে্ই পুলিশের সঙ্গে বচসায় জড়ান সাংসদ ৷ পুলিশকে তিনি প্রশ্ন করেন, ‘‘144 ধারা স্টেশনে জারি থাকলে সেখানে যাত্রী চলাচল কীভাবে করছে ?’’ পুলিশের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ করেন তিনি এমনকি রিষড়ায় 144 ধারা জারি থাকলে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প কীভাবে চলছে সেখানে ? প্রশ্ন তোলেন লকেট চট্টোপাধ্যায় ৷ এমনকী পুলিশের বিরুদ্ধে বেআইনিভাবে তাঁকে রেলস্টশনে আটকানোর অভিযোগ করেছেন হুগলির সাংসদ ৷