ETV Bharat / state

হাতকড়া পরিয়ে ছাত্রনেতাকে নিয়ে আদালতে পুলিশ, সরব BJP - police Disobey the sc rule

এক ছাত্রনেতাকে ট্রেনে করে  আদালতে নিয়ে যাওয়ার ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷

সায়নদীপকে এভাবেই ট্রেনে করে নিয়ে যাওয়া হয় আদালতে
author img

By

Published : Aug 9, 2019, 8:39 PM IST

Updated : Aug 9, 2019, 11:27 PM IST

হুগলি, 9 অগাস্ট: হাতকড়া পরিয়ে এক ছাত্রনেতাকে ট্রেনে করে আদালতে নিয়ে যাওয়ার ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ এই ঘটনার প্রতিবাদে সরব BJP নেতৃত্ব ৷

তারকেশ্বরের আস্তারার ঘটনা ৷ ইঞ্জিনিয়ারিং পাঠরত ওই ছাত্রের নাম সায়নদীপ সামন্ত ৷ তিনি ABVP-র নেতা ৷ আদালতের সমন অগ্রাহ্য করার কারণেই সায়নদীপকে গতকাল রাতে তারকেশ্বর থানার পুলিশ গ্রেপ্তার করে ৷ আজ সকালে তাঁকে চন্দননগর আদালতে তোলা হয় ৷ হাতকড়া পরিয়েই সায়নদীপকে আদালতে নিয়ে যান তারকেশ্বর থানার কনস্টেবল প্রবীর শূর ৷ প্রথমে তারকেশ্বর থেকে ট্রেনে করে শেওড়াফুলি নিয়ে আসা হয় ৷ পরে সেখান থেকে বর্ধমান মেইন শাখার ট্রেনে করে চন্দননগরে নিয়ে যাওয়া হয় ৷ হাতকড়া পরিয়ে সায়নদীপকে ট্রেনে করে নিয়ে যাওয়ার দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সরব হন নেটিজেন থেকে শুরু করে BJP নেতৃত্ব ৷ BJP-র রাজ্য নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, "যেভাবে ট্রেনে করে হাতকড়া পরিয়ে ছাত্রনেতাকে নিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়েছে, সেটা মানবাধিকার বিরোধী ৷ পুলিশের এই আচরণ সঠিক নয় ৷ রাজ্য সরকারের পুলিশ আইন বিরুদ্ধ কাজ করতেও পিছুপা হচ্ছে না ৷"

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : বার্জের ধাক্কা, ক্ষতিগ্রস্ত দ্বিতীয় হুগলি সেতুর পিলার

উল্লেখ্য, 2014 সালে চাঁপাডাঙা কলেজে TMCP-ABVP সংঘর্ষে সায়নদীপের নাম জড়ায় ৷ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র পড়াশোনার জন্য আদালতে হাজির হতে পারেনি ৷ এই ঘটনায় তিন মাস আগে তার নামে সমন আসে ৷ সায়নদীপের বাবা অমর সামন্ত সেই সমন গ্রহণ করেন ৷ আগামী 13 অগাস্ট চন্দননগর আদালতে এই মামলার শুনানি হবে ৷ তাই আজ সায়নদীপকে আদালতে তোলার জন্য হাতকড়া পরিয়ে ট্রেনে করে চন্দননগরে নিয়ে আসা হয় ৷ পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পেয়ে হুগলির পুলিশ সুপার তথাগত বসু বলেন, "গোটা ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷ "

হুগলি, 9 অগাস্ট: হাতকড়া পরিয়ে এক ছাত্রনেতাকে ট্রেনে করে আদালতে নিয়ে যাওয়ার ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ এই ঘটনার প্রতিবাদে সরব BJP নেতৃত্ব ৷

তারকেশ্বরের আস্তারার ঘটনা ৷ ইঞ্জিনিয়ারিং পাঠরত ওই ছাত্রের নাম সায়নদীপ সামন্ত ৷ তিনি ABVP-র নেতা ৷ আদালতের সমন অগ্রাহ্য করার কারণেই সায়নদীপকে গতকাল রাতে তারকেশ্বর থানার পুলিশ গ্রেপ্তার করে ৷ আজ সকালে তাঁকে চন্দননগর আদালতে তোলা হয় ৷ হাতকড়া পরিয়েই সায়নদীপকে আদালতে নিয়ে যান তারকেশ্বর থানার কনস্টেবল প্রবীর শূর ৷ প্রথমে তারকেশ্বর থেকে ট্রেনে করে শেওড়াফুলি নিয়ে আসা হয় ৷ পরে সেখান থেকে বর্ধমান মেইন শাখার ট্রেনে করে চন্দননগরে নিয়ে যাওয়া হয় ৷ হাতকড়া পরিয়ে সায়নদীপকে ট্রেনে করে নিয়ে যাওয়ার দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সরব হন নেটিজেন থেকে শুরু করে BJP নেতৃত্ব ৷ BJP-র রাজ্য নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, "যেভাবে ট্রেনে করে হাতকড়া পরিয়ে ছাত্রনেতাকে নিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়েছে, সেটা মানবাধিকার বিরোধী ৷ পুলিশের এই আচরণ সঠিক নয় ৷ রাজ্য সরকারের পুলিশ আইন বিরুদ্ধ কাজ করতেও পিছুপা হচ্ছে না ৷"

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : বার্জের ধাক্কা, ক্ষতিগ্রস্ত দ্বিতীয় হুগলি সেতুর পিলার

উল্লেখ্য, 2014 সালে চাঁপাডাঙা কলেজে TMCP-ABVP সংঘর্ষে সায়নদীপের নাম জড়ায় ৷ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র পড়াশোনার জন্য আদালতে হাজির হতে পারেনি ৷ এই ঘটনায় তিন মাস আগে তার নামে সমন আসে ৷ সায়নদীপের বাবা অমর সামন্ত সেই সমন গ্রহণ করেন ৷ আগামী 13 অগাস্ট চন্দননগর আদালতে এই মামলার শুনানি হবে ৷ তাই আজ সায়নদীপকে আদালতে তোলার জন্য হাতকড়া পরিয়ে ট্রেনে করে চন্দননগরে নিয়ে আসা হয় ৷ পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পেয়ে হুগলির পুলিশ সুপার তথাগত বসু বলেন, "গোটা ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷ "

Intro:সায়নদীপ সামন্ত নামে এক ছাত্রনেতা ABVP ট্রেনে করে প্রকাশ্যে হাতকড়া পড়িয়ে চন্দননগর আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।তারকেশ্বর থানার কনস্টেবল প্রবীর সূর তারকেশ্বর লোকালে শেওড়াফুলি।সেখান থেকে মেন লাইন করে চন্দননগরে নিয়ে যাওয়া হচ্ছে।
উল্লেখ্য ২০১৪ সালে চাঁপা ডাঙ্গা কলেজে tmcp এবং abvp সংঘর্ষে সাক্ষী হিসাবে নাম ছিল সায়ন দীপের।বাড়ি আস্তরা গ্রামে।বর্তমানে সে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র।সে পড়াশোনার কারণে কোর্টে হাজির দিতে পারেনি।গত তিন মাস আগে সমন আসে বাবা অমর সামন্ত সেই সমন গ্রহণ করেন।আগামী ১৩ তারিখ ডেট আছে। গত কাল তারকেশ্বর থানার পুলিশ গ্রেপ্তার করে তাকে।আজ চন্দননগর আদালতে তোলা হবে।
এর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।বিজেপির রাজ্য নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন প্রকাশ্যে কিভাবে ট্রেনে করে হাত কড়া পরিয়ে নিয়ে যায় পুলিশ।রাজ্য সরকারের পুলিশ এই আইন বিরুদ্ধ কাজ করতে ও পিছুপা হয়েছে না।

প্রকাশ্য ট্রেনে লকাপ পড়িয়ে ছাত্রকে আদালতে নিয়ে যাওয়ায় সরব বিজেপি।
WB_HGL_ABVP STUDENT ARREST BY TRAIN_7203418
Body:WB_HGL_ABVP STUDENT ARREST BY TRAIN_7203418
Conclusion:
Last Updated : Aug 9, 2019, 11:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.