শ্রীরামপুর, 5 ডিসেম্বর : হাউসিং কমপ্লেক্সের পরপর চারটি ফ্ল্যাটে চুরি । ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ৷ শ্রীরামপুর পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের সুভাষনগর হাউসিং কমপ্লেক্সের তিনটি আবাসনের চারটি ফ্ল্যাটে লক্ষাধিক টাকা ও গয়না চুরি হয়েছে গত রবিবার । ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ । এবার প্রকাশ্যে এল ওই হাউসিংয়ের সিসিটিভি ফুটেজ ৷
সূত্রের খবর, ফ্ল্যাট ফাঁকা থাকার খবর আগেই জেনে গিয়েছিল দুষ্কৃতীরা । সেই মতোই সুযোগ বুঝে করা হয়েছে একের পর এক চুরি ৷ হাউসিং কমপ্লেক্সে মোট 28টি আবাসন রয়েছে, এক একটিতে 24 থেকে 28টি করে ফ্ল্যাট রয়েছে ৷ সেখানে প্রায় কয়েক হাজার মানুষের বাস । ঘটনায় কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন সকলে ৷
আরও পড়ুন : Man Died Police Custody in Nadia: নদিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে