শ্রীরামপুর, 15 মে : শ্রীরামপুরে পেয়ারাপুর ফাঁড়ির ব্যারাকে পুলিশ কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার (Hanging Body of Constable Recovered at Pearapur Police Out Post) ৷ হাওড়ার আন্দুলের বাসিন্দা মৃত পুলিশ কর্মীর নাম বিশ্বপ্রিয় কুণ্ডু ৷ তাঁর বয়স 47 বছর ৷ কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন তিনি ৷ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, বিশ্বপ্রিয় কুণ্ডু মানসিক অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৷ এদিন সকালে পেয়ারাপুর পুলিশ ফাঁড়ির ব্যারাকের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে ৷ জানা গিয়েছে, 2020 সালে শ্রীরামপুর থানার অন্তর্গত পেয়ারাপুর পুলিশ ফাঁড়িতে বদলি হয় কনস্টেবল বিশ্বপ্রিয় কুণ্ডুর ৷ তার আগে চন্দননগর কমিশনারেটে উত্তরপাড়া থানায় পোস্টিং ছিল তাঁর ৷
এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ এদিন ঘটনার খবর পেয়ে পুলিশ ফাঁড়িতে যান ডিডি এসিপি-সহ চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলে জানিয়েছে পুলিশ ৷ তবে, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে ৷ এনিয়ে বিশ্বপ্রিয় কুণ্ডুর কাছের লোকজন এবং সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর ৷