ETV Bharat / state

পুলিশ গুলি চালালে চালাক, রথযাত্রার সময় মুখ্যমন্ত্রীর সামনেই উঠবে জয়শ্রীরাম ধ্বনি : BJP - Jay sri ram

পুলিশ গুলি চালালে চালাবে । কিন্তু মাহেশের রথে মুখ্যমন্ত্রীর সামনেই দেওয়া হবে জয়শ্রীরাম ধ্বনি । এমনই দাবি BJP-র । ফলে আজ মাহেশের রথ ঘিরে অশান্তির আশঙ্কা দেখা দিয়েছে ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jul 4, 2019, 8:24 AM IST

Updated : Jul 4, 2019, 9:17 AM IST

শ্রীরামপুর, 4 জুলাই : পুলিশ গুলি চালালে চালাক ! মাহেশে মুখ্যমন্ত্রীর সামনে জয়শ্রীরাম ধ্বনি দেওয়া হবেই । দাবি করলেন BJP-র রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য । রথযাত্রা উপলক্ষ্যে আজ মাহেশে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সামনে জয় জগন্নাথের পাশাপাশি জয়শ্রীরাম ধ্বনি দেওয়া হবে বলে জানায় BJP । ফলে আজ রথযাত্রার দিনে শ্রীরামপুরে অশান্তির আশঙ্কা রয়েছে ।

রথযাত্রা উপলক্ষ্যে আজ মাহেশে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । BJP-র দাবি, রথের সময় বিগত কয়েক বছর ধরেই জয় জগন্নাথ ধ্বনির পাশাপাশি জয়শ্রীরাম ধ্বনিও মাহেশে দেওয়া হয় । BJP-র রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেন, "জয়শ্রীরাম ধ্বনি কোনও কুরুচিকর কথা নয় । বর্তমানে তৃণমূলের কাছে বিকৃত আকার ধারণ করেছে । সাংবিধানিক আওতার মধ্যে থেকে জয়শ্রীরাম ধ্বনি দেব । যদি কেউ মনে করেন, এটা অসাংবিধানিক বা বেআইনি তবে তারা ব্যবস্থা নিতে পারে । জয়শ্রীরাম ধ্বনি দিলে বাঁকুড়া, বীরভূমে পুলিশ গুলি চালাচ্ছে । এই ধ্বনি দিলে পুলিশ গুলি চালালে চালাবে । তাতে কী আছে !"

ভিডিয়োয় শুনুন

যদিও শ্রীরামপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর সন্তোষ সিং বলেন, "জয়শ্রীরাম ধ্বনিতে আপত্তি নেই । আমরা রামনবমীর সময় জয়শ্রীরাম বলি। কিন্তু রথের সময় জয় জগন্নাথ বলব । BJP রামকে নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে।" মাহেশের জগন্নাথ মন্দিরের সেবাইত তমালকৃষ্ণ অধিকারী বলেন, "উনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রাম, দ্বাপরে কৃষ্ণ আবার কলিতে জগন্নাথের অবতার নিয়েছেন। যেই রাম, সেই জগন্নাথ । এখানে রাজনীতির কোনও রং না-লাগানোই ভালো । এখানে সবাই আসুক । জগন্নাথের কাছে সবাই সমান ।"

srirampur
মাহেশের জগন্নাথ, সুভদ্রা, বলরাম

আজ মাহেশে রথযাত্রা উপলক্ষ্যে শহরজুড়ে কড়া নিরাপত্তা । চন্দননগর পুলিশ কমিশনারেট যে কোনওরকমের অশান্তি রুখতে তৎপর । সাড়ে 3টে নাগাদ মুখ্যমন্ত্রী মাহেশে আসবেন । সড়ক, জলপথ ও আকাশপথেও আঁটোসাঁটো নিরাপত্তা । জগন্নাথ মন্দিরে বসানো হয়েছে CCTV । মন্দিরের সামনে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড । উল্লেখ্য, 623 বছরে পদার্পণ করেছে মাহেশের রথযাত্রা । সাধক ধ্রুবা নন্দ ব্রহ্মচারী এই রথের সূচনা করেছিলেন । পুরীর রথের পরই মাহেশের রথের স্থান ।

শ্রীরামপুর, 4 জুলাই : পুলিশ গুলি চালালে চালাক ! মাহেশে মুখ্যমন্ত্রীর সামনে জয়শ্রীরাম ধ্বনি দেওয়া হবেই । দাবি করলেন BJP-র রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য । রথযাত্রা উপলক্ষ্যে আজ মাহেশে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সামনে জয় জগন্নাথের পাশাপাশি জয়শ্রীরাম ধ্বনি দেওয়া হবে বলে জানায় BJP । ফলে আজ রথযাত্রার দিনে শ্রীরামপুরে অশান্তির আশঙ্কা রয়েছে ।

রথযাত্রা উপলক্ষ্যে আজ মাহেশে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । BJP-র দাবি, রথের সময় বিগত কয়েক বছর ধরেই জয় জগন্নাথ ধ্বনির পাশাপাশি জয়শ্রীরাম ধ্বনিও মাহেশে দেওয়া হয় । BJP-র রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেন, "জয়শ্রীরাম ধ্বনি কোনও কুরুচিকর কথা নয় । বর্তমানে তৃণমূলের কাছে বিকৃত আকার ধারণ করেছে । সাংবিধানিক আওতার মধ্যে থেকে জয়শ্রীরাম ধ্বনি দেব । যদি কেউ মনে করেন, এটা অসাংবিধানিক বা বেআইনি তবে তারা ব্যবস্থা নিতে পারে । জয়শ্রীরাম ধ্বনি দিলে বাঁকুড়া, বীরভূমে পুলিশ গুলি চালাচ্ছে । এই ধ্বনি দিলে পুলিশ গুলি চালালে চালাবে । তাতে কী আছে !"

ভিডিয়োয় শুনুন

যদিও শ্রীরামপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর সন্তোষ সিং বলেন, "জয়শ্রীরাম ধ্বনিতে আপত্তি নেই । আমরা রামনবমীর সময় জয়শ্রীরাম বলি। কিন্তু রথের সময় জয় জগন্নাথ বলব । BJP রামকে নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে।" মাহেশের জগন্নাথ মন্দিরের সেবাইত তমালকৃষ্ণ অধিকারী বলেন, "উনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রাম, দ্বাপরে কৃষ্ণ আবার কলিতে জগন্নাথের অবতার নিয়েছেন। যেই রাম, সেই জগন্নাথ । এখানে রাজনীতির কোনও রং না-লাগানোই ভালো । এখানে সবাই আসুক । জগন্নাথের কাছে সবাই সমান ।"

srirampur
মাহেশের জগন্নাথ, সুভদ্রা, বলরাম

আজ মাহেশে রথযাত্রা উপলক্ষ্যে শহরজুড়ে কড়া নিরাপত্তা । চন্দননগর পুলিশ কমিশনারেট যে কোনওরকমের অশান্তি রুখতে তৎপর । সাড়ে 3টে নাগাদ মুখ্যমন্ত্রী মাহেশে আসবেন । সড়ক, জলপথ ও আকাশপথেও আঁটোসাঁটো নিরাপত্তা । জগন্নাথ মন্দিরে বসানো হয়েছে CCTV । মন্দিরের সামনে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড । উল্লেখ্য, 623 বছরে পদার্পণ করেছে মাহেশের রথযাত্রা । সাধক ধ্রুবা নন্দ ব্রহ্মচারী এই রথের সূচনা করেছিলেন । পুরীর রথের পরই মাহেশের রথের স্থান ।

Last Updated : Jul 4, 2019, 9:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.