ETV Bharat / state

কোন্নগরে আবাসনে মধুচক্রের আসর, আটক 4 - কোন্নগরে আবাসনে মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার 4

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত চার মাস ধরে ওই আবাসনে মধুচক্রের আসর চলছিল । বারবার আপত্তি সত্ত্বেও তা বন্ধ হয়নি ।

৪ booked from a honey trap in konnagar
কোন্নগরে আবাসনে মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার 4
author img

By

Published : Sep 15, 2020, 4:16 PM IST

কোন্ননগর, 15 সেপ্টেম্বর : মধুচক্রের আসর থেকে চারজনকে আটক করল পুলিশ । কোন্নগরের শকুন্তলা কালীবাড়ি এলাকার ঘটনা । এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি আবাসনের মালিক মধুচক্র চালাত ।

লকডাউনের মধ্যে শকুন্তলা কালীবাড়ি এলাকার ওই আবাসনে রমরমিয়ে চলছিল মধুচক্র । বিষয়টি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিলেন স্থানীয়রা । আপত্তি জানালেও মধুচক্রের আসর বন্ধ হয়নি বলে তাঁদের অভিযোগ । গতকাল রাতে তাঁরা ওই আবাসনের গেটে তালা ঝুলিয়ে দেন । এরপর পুলিশকে খবর দেওয়া হয় । উত্তরপাড়ার পুলিশ এসে মধুচক্রের আসর থেকে আবাসনের মালিকসহ চারজনকে গ্রেপ্তার করে ।

স্থানীয় বাসিন্দা ঝর্ণা বসু বলেন, "গত চার মাস ধরে ওই আবাসনে অচেনা মহিলা ও পুরুষের আনাগোনা ছিল । সারা দিনে সাত থেকে আটটি বাইকে করে তারা আসত । প্রচণ্ড অত্যাচার সহ্য করতে হয় । ফ্ল্যাটের মালিক ওই মহিলা এসব করেছে ।" এর আগেও নবগ্রামে মধুচক্রের আসর থেকে বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ । এলাকায় এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য পুলিশকে আরও কঠোর পদক্ষেপ করার দাবি জানান স্থানীয়রা ।

কোন্ননগর, 15 সেপ্টেম্বর : মধুচক্রের আসর থেকে চারজনকে আটক করল পুলিশ । কোন্নগরের শকুন্তলা কালীবাড়ি এলাকার ঘটনা । এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি আবাসনের মালিক মধুচক্র চালাত ।

লকডাউনের মধ্যে শকুন্তলা কালীবাড়ি এলাকার ওই আবাসনে রমরমিয়ে চলছিল মধুচক্র । বিষয়টি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিলেন স্থানীয়রা । আপত্তি জানালেও মধুচক্রের আসর বন্ধ হয়নি বলে তাঁদের অভিযোগ । গতকাল রাতে তাঁরা ওই আবাসনের গেটে তালা ঝুলিয়ে দেন । এরপর পুলিশকে খবর দেওয়া হয় । উত্তরপাড়ার পুলিশ এসে মধুচক্রের আসর থেকে আবাসনের মালিকসহ চারজনকে গ্রেপ্তার করে ।

স্থানীয় বাসিন্দা ঝর্ণা বসু বলেন, "গত চার মাস ধরে ওই আবাসনে অচেনা মহিলা ও পুরুষের আনাগোনা ছিল । সারা দিনে সাত থেকে আটটি বাইকে করে তারা আসত । প্রচণ্ড অত্যাচার সহ্য করতে হয় । ফ্ল্যাটের মালিক ওই মহিলা এসব করেছে ।" এর আগেও নবগ্রামে মধুচক্রের আসর থেকে বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ । এলাকায় এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য পুলিশকে আরও কঠোর পদক্ষেপ করার দাবি জানান স্থানীয়রা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.