ETV Bharat / state

Panchayat Elections 2023: অভিষেকের ভোট প্রচারে কালো পতাকা দেখিয়ে গ্রেফতার অভিযুক্ত, বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ চন্দ্রিমা - পাণ্ডুয়ায় অভিষেককের প্রচার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে কালো কাপড় দেখানোয় গ্রেফতার অভিযুক্ত ৷ ঘটনায় গুরুত্ব দিতে নারাজ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷

Panchayat Elections 2023
কালো পতাকা দেখানো যুবককে গ্রেফতার পুলিশের
author img

By

Published : Jul 6, 2023, 10:58 PM IST

কালো পতাকা দেখানো যুবককে গ্রেফতার পুলিশের

হুগলি, 6 জুলাই: পাণ্ডুয়ায় অভিষেককের প্রচারে কালো কাপড় দেখানোয় গ্রেফতার অভিযুক্ত আফতাব আলি। এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে তাঁকে ৷ বুধবার অভিযুক্তকে চুঁচুড়া সদর আদালতে তোলা হয়। অন্যদিকে ভোটের আগে এই ধরনের ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷

বুধবার হুগলির পাণ্ডুয়ায় পঞ্চায়েত নির্বাচনী প্রচারের আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুড খোলা গাড়িতে করে প্রচার সারছিলেন অভিষেক ৷ তাঁকে দেখার জন্য রাস্তায় ছিল জনসাধারণের ঢল ৷ মিছিল বেশ কিছু দূর এগোলে, সামনের একতলা বাড়ির ছাদ থেকে একব্যক্তি তাঁকে কালো কাপড় দেখাতে থাকেন। তাতেই বিব্রত হয়ে পড়ে পুলিশ ও তৃণমূল নেতৃত্ব।

হঠাৎ এই ঘটনায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব থেকে কর্মী সকলে হতচকিত হয়ে যান। কেন ওই ব্যক্তি অভিষেকের মিছিলে কালো কাপড় দেখালেন তা এখনও অজানা ৷ তবে ঘটনায় তৎক্ষণাৎ এক পুলিশকর্মী অভিযুক্ত আফতাব আলিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান ৷ তারপরেই তাঁকে প্রথমে আটক করলেও পরে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আফতাব জানিয়েছেন, তাঁর মা সিপিআইএম প্রার্থী হয়েছেন সরাই তিননা গ্রাম পঞ্চায়েতে। তার জন্যই কী অভিষেককে কালো কাপড় দেখিয়েছেন? সেই প্রশ্নের জবাব দেননি অভিযুক্ত আফতাব ৷ তবে এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

ভোটের শেষবেলার প্রচারে বৃহস্পতিবার পাণ্ডুয়ায় উপস্থিত হয়েছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি সিপিআইএম দলের প্রতি আক্রমণ করেন ৷ তিনি বলেন, "এই দলের আর কোথাও কোনও অস্তিত্ব নেই ৷ এসব করে প্ররোচনা দিতে চাইছে । কালো পতাকা দেখিয়ে কোনও লাভ হবে না। যারা সন্ত্রস্ত করে জনতাকে কালো পতাকা দেখিয়ে এসেছে তাদের নিজেদের লাল পতাকা যত লাল ছিল এখন তত ফিকে হয়ে গিয়েছে। তাদের কালো পতাকায় কেউ গুরুত্ব দেয় না।"

আরও পড়ুন: ভোটের ফল ঘোষণার পরও 10 দিন বহাল থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, এই ঘটনায় সিপিএম দলের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি ৷ ভোটের আগে এই ধরণের ঘটনা ব্যালটে কোনও প্রভাব ফেলে কি না, তা জানা যাবে 11 জুলাই ৷

কালো পতাকা দেখানো যুবককে গ্রেফতার পুলিশের

হুগলি, 6 জুলাই: পাণ্ডুয়ায় অভিষেককের প্রচারে কালো কাপড় দেখানোয় গ্রেফতার অভিযুক্ত আফতাব আলি। এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে তাঁকে ৷ বুধবার অভিযুক্তকে চুঁচুড়া সদর আদালতে তোলা হয়। অন্যদিকে ভোটের আগে এই ধরনের ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷

বুধবার হুগলির পাণ্ডুয়ায় পঞ্চায়েত নির্বাচনী প্রচারের আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুড খোলা গাড়িতে করে প্রচার সারছিলেন অভিষেক ৷ তাঁকে দেখার জন্য রাস্তায় ছিল জনসাধারণের ঢল ৷ মিছিল বেশ কিছু দূর এগোলে, সামনের একতলা বাড়ির ছাদ থেকে একব্যক্তি তাঁকে কালো কাপড় দেখাতে থাকেন। তাতেই বিব্রত হয়ে পড়ে পুলিশ ও তৃণমূল নেতৃত্ব।

হঠাৎ এই ঘটনায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব থেকে কর্মী সকলে হতচকিত হয়ে যান। কেন ওই ব্যক্তি অভিষেকের মিছিলে কালো কাপড় দেখালেন তা এখনও অজানা ৷ তবে ঘটনায় তৎক্ষণাৎ এক পুলিশকর্মী অভিযুক্ত আফতাব আলিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান ৷ তারপরেই তাঁকে প্রথমে আটক করলেও পরে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আফতাব জানিয়েছেন, তাঁর মা সিপিআইএম প্রার্থী হয়েছেন সরাই তিননা গ্রাম পঞ্চায়েতে। তার জন্যই কী অভিষেককে কালো কাপড় দেখিয়েছেন? সেই প্রশ্নের জবাব দেননি অভিযুক্ত আফতাব ৷ তবে এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

ভোটের শেষবেলার প্রচারে বৃহস্পতিবার পাণ্ডুয়ায় উপস্থিত হয়েছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি সিপিআইএম দলের প্রতি আক্রমণ করেন ৷ তিনি বলেন, "এই দলের আর কোথাও কোনও অস্তিত্ব নেই ৷ এসব করে প্ররোচনা দিতে চাইছে । কালো পতাকা দেখিয়ে কোনও লাভ হবে না। যারা সন্ত্রস্ত করে জনতাকে কালো পতাকা দেখিয়ে এসেছে তাদের নিজেদের লাল পতাকা যত লাল ছিল এখন তত ফিকে হয়ে গিয়েছে। তাদের কালো পতাকায় কেউ গুরুত্ব দেয় না।"

আরও পড়ুন: ভোটের ফল ঘোষণার পরও 10 দিন বহাল থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, এই ঘটনায় সিপিএম দলের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি ৷ ভোটের আগে এই ধরণের ঘটনা ব্যালটে কোনও প্রভাব ফেলে কি না, তা জানা যাবে 11 জুলাই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.