ETV Bharat / state

পরিবেশ দিবসে বৈঁচিগ্রামে গাছের মেলা আয়োজন স্বেচ্ছাসেবী সংস্থার - tree

যাঁদের গাছ দেওয়া হচ্ছে, তাঁদের নাম-ঠিকানা ও ফোন নম্বর নিয়ে রাখা হচ্ছে । দু’মাস পরে তাঁদের বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হবে, গাছের কেমন পরিচর্চা করেছেন তাঁরা ।

পরিবেশ দিবসে বৈঁচিগ্রামে গাছের মেলা আয়োজন স্বেচ্ছাসেবী সংস্থার
পরিবেশ দিবসে বৈঁচিগ্রামে গাছের মেলা আয়োজন স্বেচ্ছাসেবী সংস্থার
author img

By

Published : Jun 5, 2021, 6:03 PM IST

হুগলি, 5 জুন : বিশ্ব পরিবেশ দিবসে গাছ মেলার আয়োজন হল হুগলির বৈঁচিগ্রামে । শনিবার পান্ডুয়ার বৈঁচিগ্রামে 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে গাছ মেলা করল স্বেচ্ছাসেবী সংস্থা আটচালা গ্রুপ । এদিন প্রত্যেককে বিনামূল্যে গাছ দেওয়া হয় ।

তবে যাঁদের গাছ দেওয়া হচ্ছে, তাঁদের নাম-ঠিকানা ও ফোন নম্বর নিয়ে রাখা হচ্ছে । দু’মাস পরে তাঁদের বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হবে, গাছের কেমন পরিচর্চা করেছেন তাঁরা । সেই মতো প্রথম দ্বিতীয় ও তৃতীয়দের পুরস্কার দেওয়া হবে । অনুষ্ঠানের সূচনা করেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সঞ্জীত বন্দ্যোপাধ্যায় । এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি ।

পরিবেশ দিবসে বৈঁচিগ্রামে গাছের মেলা

আটচালা গ্রুপের সদস্য প্রীতম মুখোপাধ্যায় বলেন, ‘‘বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ মেলার আয়োজন করা হয়েছে । যেভাবে বিশ্ব উষ্ণানায়ন শুরু হয়েছে, তার থেকে মুক্তি পেতে বেশি করে গাছ লাগানো প্রয়োজন । করোনা পরিস্থিতিতে এত অক্সিজেনের সমস্যা । তার মধ্যে মানুষের শুদ্ধ অক্সিজেনের প্রয়োজন । তাই এই অভিনব উদ্যোগ । আমরা এই গাছ বিতরণ করছি । যারা যত বেশি করে গাছের উপর যত্ন নেবেন । তার উপর আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার দেওয়ায় ব্যবস্থা রাখছি ।’’

আরও পড়ুন : প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলাই ভারতীয় রীতি, পরিবেশ দিবসে বার্তা রাষ্ট্রপতির

হুগলি, 5 জুন : বিশ্ব পরিবেশ দিবসে গাছ মেলার আয়োজন হল হুগলির বৈঁচিগ্রামে । শনিবার পান্ডুয়ার বৈঁচিগ্রামে 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে গাছ মেলা করল স্বেচ্ছাসেবী সংস্থা আটচালা গ্রুপ । এদিন প্রত্যেককে বিনামূল্যে গাছ দেওয়া হয় ।

তবে যাঁদের গাছ দেওয়া হচ্ছে, তাঁদের নাম-ঠিকানা ও ফোন নম্বর নিয়ে রাখা হচ্ছে । দু’মাস পরে তাঁদের বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হবে, গাছের কেমন পরিচর্চা করেছেন তাঁরা । সেই মতো প্রথম দ্বিতীয় ও তৃতীয়দের পুরস্কার দেওয়া হবে । অনুষ্ঠানের সূচনা করেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সঞ্জীত বন্দ্যোপাধ্যায় । এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি ।

পরিবেশ দিবসে বৈঁচিগ্রামে গাছের মেলা

আটচালা গ্রুপের সদস্য প্রীতম মুখোপাধ্যায় বলেন, ‘‘বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ মেলার আয়োজন করা হয়েছে । যেভাবে বিশ্ব উষ্ণানায়ন শুরু হয়েছে, তার থেকে মুক্তি পেতে বেশি করে গাছ লাগানো প্রয়োজন । করোনা পরিস্থিতিতে এত অক্সিজেনের সমস্যা । তার মধ্যে মানুষের শুদ্ধ অক্সিজেনের প্রয়োজন । তাই এই অভিনব উদ্যোগ । আমরা এই গাছ বিতরণ করছি । যারা যত বেশি করে গাছের উপর যত্ন নেবেন । তার উপর আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার দেওয়ায় ব্যবস্থা রাখছি ।’’

আরও পড়ুন : প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলাই ভারতীয় রীতি, পরিবেশ দিবসে বার্তা রাষ্ট্রপতির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.