ETV Bharat / state

Piyali Basak: মাকালুর হাড়হিম ঠান্ডায় 24 ঘণ্টা পর উদ্ধার পিয়ালী - মাকালু থেকে উদ্ধার করা হল পিয়ালী বসাককে

অবশেষে উদ্ধার করা হল চন্দননগরের পর্বতারোহী পিয়ালী বসাককে ৷ মাকালুর 7 হাজার মিটার উচ্চতা থেকে তাঁকে উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
পিয়ালী বসাক
author img

By

Published : May 18, 2023, 10:54 PM IST

পিয়ালী বসাকের বোন ও চন্দননগরের এক পর্বতারোহীর বক্তব্য

হুগলি, 18 মে: দীর্ঘক্ষণের চেষ্টায় মাকালু পর্বতের 7 হাজার মিটার থেকে উদ্ধার করা হয়েছে চন্দননগরের পর্বতারোহী পিয়ালী বসাককে ৷ তাঁকে উদ্ধার করে পাইওনিয়ার এজেন্সির একটি টিম । শুক্রবার তাঁকে হেলিকপ্টারে করে নীচে নামানো হবে । বৃহস্পতিবার সকালে তাঁরা বেরিয়েছিল মাকালু চার নম্বর ক্যাম্পের উদ্দেশ্যে । বুধবার মাকালু জয় করার পর অসুস্থ হয়ে পড়েন পিয়ালী । শেরপারা নেমে এলেও তিনি ওখানেই আটকে পড়েন । সেই থেকেই পর্বতের উপর বাঁচার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন ওই ভারতীয় পর্বতারোহী । তিন শেরপা পর্বতারোহীর একটি দল যাওয়ার পর তাঁকে উদ্ধার করা হয় ।

দলটি তিন নম্বর ক্যাম্প পর্যন্ত নামাতে সক্ষম হয় । আগামীকাল শুক্রবার হেলিকপ্টার সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে । তারপর আসল বিষয়টি পরিষ্কার হবে । পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের চেয়ারম্যান পাসাং শেরপা জানিয়েছেন, পিয়ালী অক্সিজেন ছাড়াই মাকালু আরোহণের চেষ্টা করেছিলেন । কোনও কারণে চার নম্বর ক্যাম্পে কোনও রকম আঘাত পান । বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল । তাঁকে হেলিকপ্টার করে নীচে নামিয়ে আনা হবে । চিকিৎসার জন্য কাঠমান্ডু বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে ।

এই বিষয়ে পিয়ালীর বোন তমালি বসাক বলেন, "আমরা দীর্ঘক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম । দিদি কী অবস্থায় আছে আমার কিছুই বুঝতে পারছিলাম না । সকলেই খুব চিন্তায় ছিলাম । এজেন্সি বিকালে জানায় দিদি ভালো আছে । এখনও উপরে আছে নামানোর চেষ্টা চলছে । ওই সাত হাজার মিটার উচ্চতায় অক্সিজেনের অভাব হয় । তার ফলে মাথা আর কাজ করে না । শূন্য হয়ে যায় । কী ঘটনা ঘটেছিল । এখন কী পরিস্থিতি সবটাই আরও রাতে জানতে পারব । তবে দিদি ঠিক আছে এটাই আমাদের কাছে ভালো খবর ।"

চন্দননগরের আর এক পর্বতারোহী স্তিমিত শ্রীমানী বলেন,"তিন নম্বর ক্যাম্পে এসে গিয়েছে । 24 ঘণ্টা খোলা আকাশের নীচে 7 হাজার মিটার উপরে থাকার ফলে কিছু শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া স্বাভাবিক ব্যাপার । এর ফলে অন্যান্য অর্গানও স্বাভাবিক কাজ করা বন্ধ করতে পারে । সাধারণত এক্ষেত্রে আকুইট মাউন্টেন সিকনেস বলে ব্যাপার থাকে । যেখানে মাথায় অক্সিজেন কম যায় । তাতে সমস্যা বাড়ে । শোনা যাচ্ছে ওকে কাঠমান্ডুতে এয়ার লিফটিংয়ে করে হাসপাতালে নিয়ে আসা হবে । 24 ঘণ্টা উৎকণ্ঠায় রাখার পর অন্তত আমাদের চিন্তা অনেকটাই লাঘব হয়েছে । পিয়ালী আপাতত সুস্থ ও স্বাভাবিক রয়েছে ।"

আরও পড়ুন : অন্নপূর্ণার পর মাকালু জয় চন্দননগরের পিয়ালীর

পিয়ালী বসাকের বোন ও চন্দননগরের এক পর্বতারোহীর বক্তব্য

হুগলি, 18 মে: দীর্ঘক্ষণের চেষ্টায় মাকালু পর্বতের 7 হাজার মিটার থেকে উদ্ধার করা হয়েছে চন্দননগরের পর্বতারোহী পিয়ালী বসাককে ৷ তাঁকে উদ্ধার করে পাইওনিয়ার এজেন্সির একটি টিম । শুক্রবার তাঁকে হেলিকপ্টারে করে নীচে নামানো হবে । বৃহস্পতিবার সকালে তাঁরা বেরিয়েছিল মাকালু চার নম্বর ক্যাম্পের উদ্দেশ্যে । বুধবার মাকালু জয় করার পর অসুস্থ হয়ে পড়েন পিয়ালী । শেরপারা নেমে এলেও তিনি ওখানেই আটকে পড়েন । সেই থেকেই পর্বতের উপর বাঁচার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন ওই ভারতীয় পর্বতারোহী । তিন শেরপা পর্বতারোহীর একটি দল যাওয়ার পর তাঁকে উদ্ধার করা হয় ।

দলটি তিন নম্বর ক্যাম্প পর্যন্ত নামাতে সক্ষম হয় । আগামীকাল শুক্রবার হেলিকপ্টার সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে । তারপর আসল বিষয়টি পরিষ্কার হবে । পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের চেয়ারম্যান পাসাং শেরপা জানিয়েছেন, পিয়ালী অক্সিজেন ছাড়াই মাকালু আরোহণের চেষ্টা করেছিলেন । কোনও কারণে চার নম্বর ক্যাম্পে কোনও রকম আঘাত পান । বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল । তাঁকে হেলিকপ্টার করে নীচে নামিয়ে আনা হবে । চিকিৎসার জন্য কাঠমান্ডু বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে ।

এই বিষয়ে পিয়ালীর বোন তমালি বসাক বলেন, "আমরা দীর্ঘক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম । দিদি কী অবস্থায় আছে আমার কিছুই বুঝতে পারছিলাম না । সকলেই খুব চিন্তায় ছিলাম । এজেন্সি বিকালে জানায় দিদি ভালো আছে । এখনও উপরে আছে নামানোর চেষ্টা চলছে । ওই সাত হাজার মিটার উচ্চতায় অক্সিজেনের অভাব হয় । তার ফলে মাথা আর কাজ করে না । শূন্য হয়ে যায় । কী ঘটনা ঘটেছিল । এখন কী পরিস্থিতি সবটাই আরও রাতে জানতে পারব । তবে দিদি ঠিক আছে এটাই আমাদের কাছে ভালো খবর ।"

চন্দননগরের আর এক পর্বতারোহী স্তিমিত শ্রীমানী বলেন,"তিন নম্বর ক্যাম্পে এসে গিয়েছে । 24 ঘণ্টা খোলা আকাশের নীচে 7 হাজার মিটার উপরে থাকার ফলে কিছু শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া স্বাভাবিক ব্যাপার । এর ফলে অন্যান্য অর্গানও স্বাভাবিক কাজ করা বন্ধ করতে পারে । সাধারণত এক্ষেত্রে আকুইট মাউন্টেন সিকনেস বলে ব্যাপার থাকে । যেখানে মাথায় অক্সিজেন কম যায় । তাতে সমস্যা বাড়ে । শোনা যাচ্ছে ওকে কাঠমান্ডুতে এয়ার লিফটিংয়ে করে হাসপাতালে নিয়ে আসা হবে । 24 ঘণ্টা উৎকণ্ঠায় রাখার পর অন্তত আমাদের চিন্তা অনেকটাই লাঘব হয়েছে । পিয়ালী আপাতত সুস্থ ও স্বাভাবিক রয়েছে ।"

আরও পড়ুন : অন্নপূর্ণার পর মাকালু জয় চন্দননগরের পিয়ালীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.