ETV Bharat / state

গোঘাটের হিমঘরে অ্যামোনিয়া গ্যাসের পাইপ লিক

author img

By

Published : Apr 19, 2020, 11:44 PM IST

গোঘাটের একটি আলুর হিমঘরে অ্যামোনিয়া গ্যাস ভরার সময় পাইপ লিক করে যায় ৷ এলাকায় ছড়িয়ে পড়ে অ্যামোনিয়া গ্যাস ৷ দমকল বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তবে কী করে এমন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ৷

গোঘাটের হিমঘরে অ্যামোনিয়া গ্যাসের পাইপ লিক
গোঘাটের হিমঘরে অ্যামোনিয়া গ্যাসের পাইপ লিক

গোঘাট, 19 এপ্রিল : হিমঘরের পাইপ লিক করে এলাকায় ছড়িয়ে পড়ে অ্যামোনিয়া গ্যাস ৷ ফলে তীব্র শ্বাসকষ্ট শুরু হয় এলাকাবাসীদের । ঘটনাটি হুগলির গোঘাটের হাজিপুর এলাকার ।

আজ রাত আটটা নাগাদ গোঘাটের হাজিপুর এলাকার একটি আলুর হিমঘরে অ্যামোনিয়া গ্যাস ভরার সময় কোনওভাবে পাইপ লিক করে । এলাকায় গ্যাস ছড়িয়ে পড়লে গ্রামবাসীদের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়ে যায় । অনেকে আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন । দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছায় আরামবাগ দমকল বিভাগের কর্মীরা । এছাড়া আরামবাগের মহকুমা শাসকের একটি প্রতিনিধি দল ও আরামবাগের SDO পুসিশ নিয়ে ঘটনাস্থানে পৌঁছান । স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয় । গ্যাসের বিষক্রিয়া তীব্র হওয়ার আগেই দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন ।

অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধে কয়েকজন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন । তবে, আসলে কীভাবে ওই গ্যাসের পাইপ লিক করল তা খতিয়ে দেখছে দমকল বিভাগ ও প্রশাসন । আরামবাগ SDO নিপেন্দ্র সিং বলেন, "হিমঘরে একটা দুর্ঘটনা ঘটেছে । অ্যামোনিয়া গ্যাসের ট্যাঙ্কারের পাইপ লিক করে গ্যাস নির্গত হয়েছে । এলাকা পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে । কেউ হতাহত হননি বা কেউ এখন আর অসুস্থ নেই । দু-একজন একটু শ্বাসকষ্ট বোধ করছিলেন তাঁদের চিকিৎসা করা হয়েছে । এখন তাঁরা সুস্থ আছেন । পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে । তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে । ঘটনাস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে ।"

গোঘাট, 19 এপ্রিল : হিমঘরের পাইপ লিক করে এলাকায় ছড়িয়ে পড়ে অ্যামোনিয়া গ্যাস ৷ ফলে তীব্র শ্বাসকষ্ট শুরু হয় এলাকাবাসীদের । ঘটনাটি হুগলির গোঘাটের হাজিপুর এলাকার ।

আজ রাত আটটা নাগাদ গোঘাটের হাজিপুর এলাকার একটি আলুর হিমঘরে অ্যামোনিয়া গ্যাস ভরার সময় কোনওভাবে পাইপ লিক করে । এলাকায় গ্যাস ছড়িয়ে পড়লে গ্রামবাসীদের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়ে যায় । অনেকে আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন । দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছায় আরামবাগ দমকল বিভাগের কর্মীরা । এছাড়া আরামবাগের মহকুমা শাসকের একটি প্রতিনিধি দল ও আরামবাগের SDO পুসিশ নিয়ে ঘটনাস্থানে পৌঁছান । স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয় । গ্যাসের বিষক্রিয়া তীব্র হওয়ার আগেই দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন ।

অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধে কয়েকজন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন । তবে, আসলে কীভাবে ওই গ্যাসের পাইপ লিক করল তা খতিয়ে দেখছে দমকল বিভাগ ও প্রশাসন । আরামবাগ SDO নিপেন্দ্র সিং বলেন, "হিমঘরে একটা দুর্ঘটনা ঘটেছে । অ্যামোনিয়া গ্যাসের ট্যাঙ্কারের পাইপ লিক করে গ্যাস নির্গত হয়েছে । এলাকা পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে । কেউ হতাহত হননি বা কেউ এখন আর অসুস্থ নেই । দু-একজন একটু শ্বাসকষ্ট বোধ করছিলেন তাঁদের চিকিৎসা করা হয়েছে । এখন তাঁরা সুস্থ আছেন । পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে । তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে । ঘটনাস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.