ETV Bharat / state

DVC Bridges Poor Condition: সংস্কারের অভাবে ধুঁকছে ডিভিসির একাধিক ব্রিজ, ভোগান্তির মুখে সাধারণ মানুষ

সংস্কারের অভাবে অবস্থা খারাপ ডিভিসির একাধিক ব্রিজের ৷ এর জেরে নিত্যদিন ভোগান্তির মুখে পড়ছে সাধারণ মানুষ ৷

DVC bridges
বৈঁচি ডিভিসি ব্রিজ
author img

By

Published : Jul 6, 2023, 9:59 PM IST

সংস্কারের অভাবে ধুঁকছে ডিভিসির একাধিক ব্রিজ

পাণ্ডুয়া, 6 জুলাই: বছরের পর বছর হয়নি ব্রিজের সংস্কার ৷ ফলে ডিভিসির একাধিক ব্রিজের অবস্থা শোচনীয় ৷ যার জেরে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ থেকে বাস চালকেরা ৷

সংস্কারের অভাবে বেহাল অবস্থা ডিভিসির একাধিক ব্রিজের

স্বাধীনতার পর তৈরি হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি । বর্ধমান থেকে হুগলি পর্যন্ত এই খালের ফলে বন্যা নিয়ন্ত্রণ থেকে কৃষি ক্ষেত্রে উপকার হয়েছে সাধারণ মানুষের । এই ডিভিসির দুই ধারে রয়েছে অসংখ্য গ্রাম । তৎকালীন সময়ে দুই জেলার মধ্যে সংযোগকারী ছয়টির বেশি ব্রিজ তৈরি করা হয় । কিন্তু বর্তমানে বেশিরভাগ ব্রিজকে দুর্বল ঘোষণা করা হয়েছে ৷ কিন্তু এই ঘোষণার পরও ব্রিজগুলিতে সংস্কারের কোন বালাই নেই ।

বৈঁচি ডিভিসি ব্রিজ

এর মধ্যে গুরুত্বপূর্ণ ব্রিজ হল বৈঁচি ডিভিসি ব্রিজ । এটি কালনা ও গুরাপের মধ্যে দুই জেলাকে সংযোগ করে । দুর্গাপুর ন্যাশনাল হাইওয়ে ও জিটি রোডের লিংক হিসাবে কাজ করে এই ব্রিজ । বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রী আমলা থেকে মালবাহী গাড়ি যাতায়াত করে এই ব্রিজ দিয়েই । গুরাপ-কালনা রুটের বাসও যায় এই ব্রিজ দিয়ে ৷ কিন্তু ব্রিজের খারাপ অবস্থার জন্য ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের ।

ব্রিজের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষজন

স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি, এই ডিভিসি ব্রিজকে সংস্কারের ব্যবস্থা করা হোক । কিন্তু জেলা পূর্তদফতর দুর্বল সেতুর বোর্ড ঝোলানো ছাড়া কিছুই করেনি বলে তাদের অভিযোগ । শুধু ডিভিসির এই ব্রিজ নয় । বাঁটিকা বৈঁচি গ্রাম পঞ্চায়েতের চৌবেড়া দেবীপুরের ব্রিজও নষ্ট হতে বসেছে । তাড়াতাড়ি সংস্কার না হলে বিচ্ছিন্ন হয়ে যাবে একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা । ভোটের আগে নেতাদের প্রতিশ্রুতি মিললেও এতদিনে কোনও সংস্কার হয়নি ব্রিজের ৷ এমনই দাবি বাস মালিক থেকে স্থানীয়দের । এবারেও অনেকটাই উদাসীন রাজ্য ও কেন্দ্র সরকার ।

DVC bridges
ডিভিসির একাধিক ব্রিজের বেহাল অবস্থা

আরও পড়ুন: ডিভিসি আচমকা জল ছাড়ায় জলের তলায় সোনালি ফসল, মাথায় হাত কৃষকদের

ব্রিজের বেহাল অবস্থা

গ্রামের মধ্যে সংযোগ রক্ষার জন্য প্রায় 1956 সালে তৈরি হয় এই ব্রিজ গুলি । এখন জনবসতি বাড়ার ফলে প্রতিটি রাস্তার গুরুত্ব বেড়েছে । সেই তুলনায় ব্রিজের সংস্কার দূরের কথা রাস্তার মাঝে পিলার লাগানো হয়েছে । যাতে বাস বা ভারী যান চলাচল করতে না পারে । ব্রিজের বিভিন্ন জায়গায় ফাটল ও লোহার পিলার নষ্ট হয়ে যাচ্ছে । আদৌ এই ব্রিজগুলির পরিণতি কী হবে, সেটা নিয়ে উদগ্রীব সাধারণ মানুষ ।

জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ

বর্ধমান জেলার বাস অ্যাসোসিয়েশনের সদস্য জগবন্ধু দাস বলেন, "ইট বহনকারী-সহ একাধিক ছোট মালবাহী গাড়ি এই ব্রিজ দিয়ে গেলেও বাস চলাচল পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে । আর যার ফলেই ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের ৷ আর সেই সঙ্গে বাস ব্যবসায়ীদের । গুরাপ ও কালনা রোডে 37টি বাস চলাচল করে । সরকারি তরফে সকলের কাছে অনুরোধ ব্রিজ দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করা হোক । এই ডিভিসি ব্রিজ নিয়ে জেলাশাসক,পূর্তদফতর ও ডিভিসি কর্তৃপক্ষকেও জানানো সত্বেও কোন প্রতিকার হয়নি । ডিভিসির এই ব্রিজ হওয়ার কারণে জেলা প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না ।"

আরও পড়ুন: রাজ্যকে না-জানিয়ে ডিভিসি জল ছাড়ায় ফের ম্যানমেড বন্যার তত্ত্ব মমতার

ভোটে জিতে ব্রিজ সংস্কারে উদ্যোগ তৃণমূল প্রার্থীর

বাম আমলের প্রাক্তন জেলা পরিষদের সভাপতি প্রদীপ সাহার কথায়, তিন বছর হয়ে গেল ব্রিজ তৈরি করার ব্যাপারে সরকারের কোন হেলদোল নেই । ডিভিসির সঙ্গে যোগাযোগ করে অনায়াসেই ব্রিজ ঠিক করা সম্ভব । এই সরকারের উদ্যোগহীনতার কারণেই এই সমস্যা । কেন্দ্র ও রাজ্য সরকার কিছুই ব্যবস্থা নিচ্ছে না । জেলাশাসক উদ্যোগ নিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে । তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী মানস মজুমদার বলেন, "এখানে ডিভিসির কয়েকটি ব্রিজ দুর্বল । ভারী গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা জারি আছে । রাজ্যের সেচদফতরের মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করব । খাল ও ব্রিজ সংস্কারের ব্যবস্থা করা হবে । এখানেও কেন্দ্রের বঞ্চনার স্বীকার হতে হচ্ছে ।"

সংস্কারের অভাবে ধুঁকছে ডিভিসির একাধিক ব্রিজ

পাণ্ডুয়া, 6 জুলাই: বছরের পর বছর হয়নি ব্রিজের সংস্কার ৷ ফলে ডিভিসির একাধিক ব্রিজের অবস্থা শোচনীয় ৷ যার জেরে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ থেকে বাস চালকেরা ৷

সংস্কারের অভাবে বেহাল অবস্থা ডিভিসির একাধিক ব্রিজের

স্বাধীনতার পর তৈরি হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি । বর্ধমান থেকে হুগলি পর্যন্ত এই খালের ফলে বন্যা নিয়ন্ত্রণ থেকে কৃষি ক্ষেত্রে উপকার হয়েছে সাধারণ মানুষের । এই ডিভিসির দুই ধারে রয়েছে অসংখ্য গ্রাম । তৎকালীন সময়ে দুই জেলার মধ্যে সংযোগকারী ছয়টির বেশি ব্রিজ তৈরি করা হয় । কিন্তু বর্তমানে বেশিরভাগ ব্রিজকে দুর্বল ঘোষণা করা হয়েছে ৷ কিন্তু এই ঘোষণার পরও ব্রিজগুলিতে সংস্কারের কোন বালাই নেই ।

বৈঁচি ডিভিসি ব্রিজ

এর মধ্যে গুরুত্বপূর্ণ ব্রিজ হল বৈঁচি ডিভিসি ব্রিজ । এটি কালনা ও গুরাপের মধ্যে দুই জেলাকে সংযোগ করে । দুর্গাপুর ন্যাশনাল হাইওয়ে ও জিটি রোডের লিংক হিসাবে কাজ করে এই ব্রিজ । বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রী আমলা থেকে মালবাহী গাড়ি যাতায়াত করে এই ব্রিজ দিয়েই । গুরাপ-কালনা রুটের বাসও যায় এই ব্রিজ দিয়ে ৷ কিন্তু ব্রিজের খারাপ অবস্থার জন্য ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের ।

ব্রিজের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষজন

স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি, এই ডিভিসি ব্রিজকে সংস্কারের ব্যবস্থা করা হোক । কিন্তু জেলা পূর্তদফতর দুর্বল সেতুর বোর্ড ঝোলানো ছাড়া কিছুই করেনি বলে তাদের অভিযোগ । শুধু ডিভিসির এই ব্রিজ নয় । বাঁটিকা বৈঁচি গ্রাম পঞ্চায়েতের চৌবেড়া দেবীপুরের ব্রিজও নষ্ট হতে বসেছে । তাড়াতাড়ি সংস্কার না হলে বিচ্ছিন্ন হয়ে যাবে একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা । ভোটের আগে নেতাদের প্রতিশ্রুতি মিললেও এতদিনে কোনও সংস্কার হয়নি ব্রিজের ৷ এমনই দাবি বাস মালিক থেকে স্থানীয়দের । এবারেও অনেকটাই উদাসীন রাজ্য ও কেন্দ্র সরকার ।

DVC bridges
ডিভিসির একাধিক ব্রিজের বেহাল অবস্থা

আরও পড়ুন: ডিভিসি আচমকা জল ছাড়ায় জলের তলায় সোনালি ফসল, মাথায় হাত কৃষকদের

ব্রিজের বেহাল অবস্থা

গ্রামের মধ্যে সংযোগ রক্ষার জন্য প্রায় 1956 সালে তৈরি হয় এই ব্রিজ গুলি । এখন জনবসতি বাড়ার ফলে প্রতিটি রাস্তার গুরুত্ব বেড়েছে । সেই তুলনায় ব্রিজের সংস্কার দূরের কথা রাস্তার মাঝে পিলার লাগানো হয়েছে । যাতে বাস বা ভারী যান চলাচল করতে না পারে । ব্রিজের বিভিন্ন জায়গায় ফাটল ও লোহার পিলার নষ্ট হয়ে যাচ্ছে । আদৌ এই ব্রিজগুলির পরিণতি কী হবে, সেটা নিয়ে উদগ্রীব সাধারণ মানুষ ।

জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ

বর্ধমান জেলার বাস অ্যাসোসিয়েশনের সদস্য জগবন্ধু দাস বলেন, "ইট বহনকারী-সহ একাধিক ছোট মালবাহী গাড়ি এই ব্রিজ দিয়ে গেলেও বাস চলাচল পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে । আর যার ফলেই ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের ৷ আর সেই সঙ্গে বাস ব্যবসায়ীদের । গুরাপ ও কালনা রোডে 37টি বাস চলাচল করে । সরকারি তরফে সকলের কাছে অনুরোধ ব্রিজ দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করা হোক । এই ডিভিসি ব্রিজ নিয়ে জেলাশাসক,পূর্তদফতর ও ডিভিসি কর্তৃপক্ষকেও জানানো সত্বেও কোন প্রতিকার হয়নি । ডিভিসির এই ব্রিজ হওয়ার কারণে জেলা প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না ।"

আরও পড়ুন: রাজ্যকে না-জানিয়ে ডিভিসি জল ছাড়ায় ফের ম্যানমেড বন্যার তত্ত্ব মমতার

ভোটে জিতে ব্রিজ সংস্কারে উদ্যোগ তৃণমূল প্রার্থীর

বাম আমলের প্রাক্তন জেলা পরিষদের সভাপতি প্রদীপ সাহার কথায়, তিন বছর হয়ে গেল ব্রিজ তৈরি করার ব্যাপারে সরকারের কোন হেলদোল নেই । ডিভিসির সঙ্গে যোগাযোগ করে অনায়াসেই ব্রিজ ঠিক করা সম্ভব । এই সরকারের উদ্যোগহীনতার কারণেই এই সমস্যা । কেন্দ্র ও রাজ্য সরকার কিছুই ব্যবস্থা নিচ্ছে না । জেলাশাসক উদ্যোগ নিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে । তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী মানস মজুমদার বলেন, "এখানে ডিভিসির কয়েকটি ব্রিজ দুর্বল । ভারী গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা জারি আছে । রাজ্যের সেচদফতরের মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করব । খাল ও ব্রিজ সংস্কারের ব্যবস্থা করা হবে । এখানেও কেন্দ্রের বঞ্চনার স্বীকার হতে হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.