সিঙ্গুর, 25 মার্চ : মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ করলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি ৷ পাশাপাশি বিজেপির তোলা 356 ধারা জারি করার দাবি নিয়ে নওশাদ জানান, ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল সেই সময় রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজন ছিল ৷ তবে, এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসনের দাবি তিনি করবেন না বলে জানিয়েছেন ৷ এ দিন রামপুরহাটের বগটুই গ্রামে যাওয়ার আগে তিনি অভিযোগ করেছেন, ভোট পরবর্তী হিংসায় আইএসএফ’র কর্মীদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছিল ৷
এ দিন রামপুরহাট-কাণ্ডে মৃতদের বাড়িতে যান ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ’র নেতা নওশাদ সিদ্দিকি ৷ তাঁর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিয়ে সরব হন ভাঙড়ের বিধায়ক ৷ তিনি অভিযোগ করেছেন, বাংলায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে ৷ আর সেই সঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলি বিঘ্নিত হচ্ছে ৷ তবে, বিজেপির যে রাষ্ট্রপতি শাসনের দাবি করছে, তার প্রয়োজন নেই বলে মনে করেন নওশাদ ৷
আরও পড়ুন : CBI to Investigate Rampurhat Massacre : বাতিল সিট, বগটুই গণহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
তবে, ভোট পরবর্তী হিংসার সময় প্রশাসনের আরও তৎপর হওয়া প্রয়োজন ছিল বলে জানান নওশাদ ৷ প্রসঙ্গত, রামপুরহাটের ঘটনায় নওশাদ অভিযোগ করেছেন, রাজ্যে সাধারণ মানুষ তো দূর, জনপ্রতিনিধিরাও নিরাপদ নন এ রাজ্যে (People are Not Feeling Safe in State Says Nawsad Siddique) ৷ তাঁর মতে, প্রত্যেকের ধারণা পরবর্তী লক্ষ্য হয়তো সেই ব্যক্তি হতে পারেন ৷ আর এর থেকে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে নিরপত্তা দিতে পারেন ৷ নওশাদ এ দিন বলেন, ‘‘গতকাল রামপুরহাটে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর স্পষ্ট, সম্পূর্ণ ঘটনায় তৃণমূলের নেতা-কর্মীরা যুক্ত রয়েছেন ৷ তাই তিনি যত দ্রুত আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে পারবেন ৷ তত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে ৷’’
আরও পড়ুন : Anarul Hossain Arrest : আমি নির্দোষ, দিদির নির্দেশে আত্মসমর্পণ করেছি : আনারুল