ETV Bharat / state

আইসোলেশনে যাব না, পুলিশকর্মীদের উপর চড়াও কোয়ারানটিনে থাকা রোগীরা - কোয়ারান্টিন সেন্টারে ভাঙচুর

কোরোনার উপসর্গ নিয়ে ভরতি হওয়া রোগীদের স্থানান্তরিত করাকে কেন্দ্র করে ঝামেলা সিঙ্গুরে কোয়ারানটিন সেন্টারে ।

vandalism at Singur Quarantine Center
vandalism at Singur Quarantine Center
author img

By

Published : May 9, 2020, 8:53 PM IST

Updated : May 9, 2020, 11:40 PM IST

সিঙ্গুর, 9 মে : সিঙ্গুরে কোয়ারানটিন সেন্টারে ধুন্ধুমার । কোরোনার উপসর্গ নিয়ে ভরতি হওয়া রোগীদের স্থানান্তরিত করাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় বলে খবর । অভিযোগ, হাসপাতালে কর্তব্যরত পুলিশকর্মীদের উপর চড়াও হয় কোয়ারানটিনে থাকা রোগীরা ।

কোরোনা মোকাবিলায় সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারকে কোয়ারানটিন সেন্টার করা হয়েছে । আজ বিকেলে সেখানে কোরোনার উপসর্গ নিয়ে ভরতি রোগীদের রিপোর্ট পজ়িটিভ আসে । প্রত্যেকেই চন্দননগরের উর্দি বাজারের বাসিন্দা ।

কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসায় কলকাতায় আইসোলেশন সেন্টারে স্থানান্তরিত করার কথা বলা হলে বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীরা । প্রথমে কোয়ারানটিন সেন্টারের চিকিৎসকদের সঙ্গে বচসা শুরু । কলকাতায় আইসোলেশন সেন্টারে যাবে না বলে বিক্ষোভ দেখাতে থাকে রোগীরা । এরপরই ডাক্তার ও কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর চড়াও হয় । পুলিশকর্মীদের মারধরও করা হয় বলে জানান এক পুলিশকর্মী । পরে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিঙ্গুর থানার পুলিশ ।

সিঙ্গুর থানার পুলিশ রোগীদের উপর লাঠিচার্জের ঘটনায় হুগলি গ্রামীন পুলিশ সুপার তথাগত বসু বলেন, "সিঙ্গুর ট্রমা কেয়ারে কোরোনা আক্রান্ত রোগীরা হাসপাতালে কাঁচের চেয়ার টেবিল ভাঙচুর করে। চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ড্রাইভারদের তারা করেছে । দু'জন পুলিশকর্মীকে মারধর করেছে । পুলিশ আটকানো চেষ্টা করে । এর বিরুদ্ধে নিদিষ্ট করে মামলা হচ্ছে । এই কোয়ারানটিন কেন্দ্রে 61 জন রোগীর মধ্যে 48 জন কোরোনা পজ়েটিভ ছিল।"

সিঙ্গুর, 9 মে : সিঙ্গুরে কোয়ারানটিন সেন্টারে ধুন্ধুমার । কোরোনার উপসর্গ নিয়ে ভরতি হওয়া রোগীদের স্থানান্তরিত করাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় বলে খবর । অভিযোগ, হাসপাতালে কর্তব্যরত পুলিশকর্মীদের উপর চড়াও হয় কোয়ারানটিনে থাকা রোগীরা ।

কোরোনা মোকাবিলায় সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারকে কোয়ারানটিন সেন্টার করা হয়েছে । আজ বিকেলে সেখানে কোরোনার উপসর্গ নিয়ে ভরতি রোগীদের রিপোর্ট পজ়িটিভ আসে । প্রত্যেকেই চন্দননগরের উর্দি বাজারের বাসিন্দা ।

কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসায় কলকাতায় আইসোলেশন সেন্টারে স্থানান্তরিত করার কথা বলা হলে বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীরা । প্রথমে কোয়ারানটিন সেন্টারের চিকিৎসকদের সঙ্গে বচসা শুরু । কলকাতায় আইসোলেশন সেন্টারে যাবে না বলে বিক্ষোভ দেখাতে থাকে রোগীরা । এরপরই ডাক্তার ও কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর চড়াও হয় । পুলিশকর্মীদের মারধরও করা হয় বলে জানান এক পুলিশকর্মী । পরে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিঙ্গুর থানার পুলিশ ।

সিঙ্গুর থানার পুলিশ রোগীদের উপর লাঠিচার্জের ঘটনায় হুগলি গ্রামীন পুলিশ সুপার তথাগত বসু বলেন, "সিঙ্গুর ট্রমা কেয়ারে কোরোনা আক্রান্ত রোগীরা হাসপাতালে কাঁচের চেয়ার টেবিল ভাঙচুর করে। চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ড্রাইভারদের তারা করেছে । দু'জন পুলিশকর্মীকে মারধর করেছে । পুলিশ আটকানো চেষ্টা করে । এর বিরুদ্ধে নিদিষ্ট করে মামলা হচ্ছে । এই কোয়ারানটিন কেন্দ্রে 61 জন রোগীর মধ্যে 48 জন কোরোনা পজ়েটিভ ছিল।"

Last Updated : May 9, 2020, 11:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.