ETV Bharat / state

সস্তায় বাজিমাত করতে গিয়ে সন্তানদের বিপদের মুখে ফেলবেন না : পার্থ - Sreerampur College

পুলকারের ব্যাপারে স্কুলকে আগে থেকে জানিয়ে রাখতে হবে । স্কুলের কাছে পুলকার চালকের ড্রাইভিং লাইসেন্স ছবিসহ জমা দিতে হবে । গাড়ির ফিটনেস সার্টিফিকেট রয়েছে কি না তাও জানাতে হবে স্কুলকে । আজ এই বার্তাই দিয়ে রাখলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

Partha on Pull car accident
ফাইল ছবি
author img

By

Published : Feb 17, 2020, 11:20 PM IST

শ্রীরামপুর, 17 ফেব্রুয়ারি : সস্তায় বাজিমাত করতে গিয়ে নিজেদের সন্তানদের বিপদের মুখে ফেলবেন না । পুলকার দুর্ঘটনা প্রসঙ্গে ছাত্র ছাত্রীদের অভিভাবক ও পুলকার মালিকদের উদ্দেশে এই বার্তাই দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

শ্রীরামপুর কলেজের এক অনুষ্ঠানে এসে মাধ্যমিক পরীক্ষার জন্য আগাম প্রশাসনিক ব্যবস্থার কথা জানিয়ে রাখলেন শিক্ষামন্ত্রী । পুলকার দুর্ঘটনা ইশুতে আজ পুলকার মালিকদের উদ্দেশে তিনি বলেন, "স্কুলবাসের সম্পর্কের স্কুল দায়িত্ব নিতে পারে ৷ তবে পুলকারের ব্যাপারে অগ্রিম স্কুলে জানিয়ে দেবেন । স্কুলের কাছে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছবিসহ জমা দেবেন । গাড়ির ফিটনেস সার্টিফিকেট রয়েছে কি না এবং কতদিনের পুরনো গাড়ি সেটাও স্কুলকে জানাতে হবে ।"

পাশাপাশি অভিভাবকদের উদ্দেশে বলেন, "সস্তায় বাজিমাত করতে গিয়ে নিজেদের সন্তানকে বিপদের মুখে না ফেলে, দেখুন কীভাবে কী করা যায় ।" আগামীকাল মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশাসন যথেষ্ট সক্রিয় বলেও জানান পার্থবাবু ৷ জানান, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মুখ্যসচিব, SP ও DM-এর সঙ্গে কথা হয়েছে তাঁর । মাধ্যমিক নিয়ে প্রশাসনের প্রস্তুতি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "আমি নিজে কয়েকবার শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে ও শিক্ষা পর্ষদের সঙ্গে কথা বলেছি । আমরা চেষ্টা করছি যাতে ছাত্র ছাত্রীরা সঠিকভাবে পরীক্ষাকেন্দ্রে যেতে পারে ।"

শ্রীরামপুর, 17 ফেব্রুয়ারি : সস্তায় বাজিমাত করতে গিয়ে নিজেদের সন্তানদের বিপদের মুখে ফেলবেন না । পুলকার দুর্ঘটনা প্রসঙ্গে ছাত্র ছাত্রীদের অভিভাবক ও পুলকার মালিকদের উদ্দেশে এই বার্তাই দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

শ্রীরামপুর কলেজের এক অনুষ্ঠানে এসে মাধ্যমিক পরীক্ষার জন্য আগাম প্রশাসনিক ব্যবস্থার কথা জানিয়ে রাখলেন শিক্ষামন্ত্রী । পুলকার দুর্ঘটনা ইশুতে আজ পুলকার মালিকদের উদ্দেশে তিনি বলেন, "স্কুলবাসের সম্পর্কের স্কুল দায়িত্ব নিতে পারে ৷ তবে পুলকারের ব্যাপারে অগ্রিম স্কুলে জানিয়ে দেবেন । স্কুলের কাছে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছবিসহ জমা দেবেন । গাড়ির ফিটনেস সার্টিফিকেট রয়েছে কি না এবং কতদিনের পুরনো গাড়ি সেটাও স্কুলকে জানাতে হবে ।"

পাশাপাশি অভিভাবকদের উদ্দেশে বলেন, "সস্তায় বাজিমাত করতে গিয়ে নিজেদের সন্তানকে বিপদের মুখে না ফেলে, দেখুন কীভাবে কী করা যায় ।" আগামীকাল মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশাসন যথেষ্ট সক্রিয় বলেও জানান পার্থবাবু ৷ জানান, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মুখ্যসচিব, SP ও DM-এর সঙ্গে কথা হয়েছে তাঁর । মাধ্যমিক নিয়ে প্রশাসনের প্রস্তুতি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "আমি নিজে কয়েকবার শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে ও শিক্ষা পর্ষদের সঙ্গে কথা বলেছি । আমরা চেষ্টা করছি যাতে ছাত্র ছাত্রীরা সঠিকভাবে পরীক্ষাকেন্দ্রে যেতে পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.