ETV Bharat / state

মিড-ডে মিলের চালে পোকা, বিক্ষোভ - panduya

অঙ্গনওয়াড়ি মিড-ডে মিলের চালে পোকা ৷ স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷ পাণ্ডুয়ার সরাই তিন্না পঞ্চায়েতের অন্তর্গত সরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা ।

ছবি
ছবি
author img

By

Published : Oct 17, 2020, 2:28 PM IST

পাণ্ডুয়া, 17 অক্টোবর : অঙ্গনওয়াড়ি মিড-ডে মিলের চালে পোকা ৷ ডালে দুর্গন্ধের অভিযোগ অভিভাবকদের । সেই নিয়ে স্কুলে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । পাণ্ডুয়ার সরাই তিন্না পঞ্চায়েতের অন্তর্গত সরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা ।

43 জন শিশু ও গর্ভবতী মায়েদের মিড-ডে মিলের চাল ও ডাল দেওয়া হয় । অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বৃহস্পতিবার শিশুদের মিড-ডে মিলের চাল ডাল দেওয়া হয় । বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা যায় চালে পোকা ও ডালে দুর্গন্ধ বের হচ্ছে ৷ এরপরে সেই চাল নিয়ে এসে স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা । খাবার অযোগ্য বলে অভিযোগ আনে । তাদের বক্তব্য, পোকা ধরা চাল খাওয়ালে শিশুদের শরীর খারাপ হতে পারে ।

এক অভিভাবক প্রবীর দেবনাথ বলেন, "চালে পোকা ও ডালে শ্যাওলা পড়ে গেছে । এসব মিড ডে মিলের চাল খাওয়ালে শিশুদের শরীর খারাপ হবে । পেট খারাপ হতে বাধ্য। লক ডাউন থেকে দিদিমণি স্কুলে আসছে না । আমাদের দাবি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে ।"

পাণ্ডুয়া, 17 অক্টোবর : অঙ্গনওয়াড়ি মিড-ডে মিলের চালে পোকা ৷ ডালে দুর্গন্ধের অভিযোগ অভিভাবকদের । সেই নিয়ে স্কুলে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । পাণ্ডুয়ার সরাই তিন্না পঞ্চায়েতের অন্তর্গত সরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা ।

43 জন শিশু ও গর্ভবতী মায়েদের মিড-ডে মিলের চাল ও ডাল দেওয়া হয় । অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বৃহস্পতিবার শিশুদের মিড-ডে মিলের চাল ডাল দেওয়া হয় । বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা যায় চালে পোকা ও ডালে দুর্গন্ধ বের হচ্ছে ৷ এরপরে সেই চাল নিয়ে এসে স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা । খাবার অযোগ্য বলে অভিযোগ আনে । তাদের বক্তব্য, পোকা ধরা চাল খাওয়ালে শিশুদের শরীর খারাপ হতে পারে ।

এক অভিভাবক প্রবীর দেবনাথ বলেন, "চালে পোকা ও ডালে শ্যাওলা পড়ে গেছে । এসব মিড ডে মিলের চাল খাওয়ালে শিশুদের শরীর খারাপ হবে । পেট খারাপ হতে বাধ্য। লক ডাউন থেকে দিদিমণি স্কুলে আসছে না । আমাদের দাবি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.