ETV Bharat / state

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ - অনুপ সরকার

হুগলির পান্ডুয়ার তিন্না ইলামপুর পি এস স্মৃতি বিদ্যামন্দিরের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ৷ ক্লাস চলাকালীন ষষ্ঠ শ্রেণির ছ'জন ছাত্রীর সঙ্গে অশালীন ও অভব্য আচরণ করেন অনুপ সরকার । মঙ্গলবার রাতে পান্ডুয়া থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷

স্কুল
author img

By

Published : Aug 28, 2019, 9:27 AM IST

Updated : Aug 28, 2019, 9:37 AM IST

পান্ডুয়া, 28 অগাস্ট : ছাত্রীরা স্কুলেও সুরক্ষিত নয় ৷ যৌন নিগ্রহের শিকার তারাও৷ এবার অভিযোগ হুগলির পান্ডুয়ার তিন্না ইলামপুর পি এস স্মৃতি বিদ্যামন্দিরের এক শিক্ষকের বিরুদ্ধে৷ অভিযোগ অনুপ সরকার নামে ওই শিক্ষক ছাত্রীদের শ্লীলতাহানি করেছেন৷ অভিযুক্ত সংস্কৃতের শিক্ষক ৷ অভিযোগ, প্রথম ঘটনা 2018 সালের নভেম্বর মাসের ৷ ক্লাস চলাকালীন ষষ্ঠ শ্রেণির ছ'জন ছাত্রীর সঙ্গে অশালীন ও অভব্য আচরণ করেন অনুপ সরকার ।

তার চাকরি চলে যেতে পারে তাই শিক্ষক-শিক্ষিকারা প্রথমবার তাকে ক্ষমা করে দেন । কিন্তু আবারও একই আচরণ করে ৷ গত সোমবার স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা অভিভাবকদের নিয়ে এই বিষয়ে বৈঠক করেন । কোনও সুরাহা হয়নি । মঙ্গলবার রাতে পান্ডুয়া থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে । অভিভাবকদের দাবি স্কুল শিক্ষক ও পরিচালন কমিটির সদস্যরা আগে গুরুত্ব দেননি ৷ প্রতিবাদ করায় এখন স্কুল কর্তৃপক্ষ পদক্ষেপ করছে ৷ অভিযুক্ত শিক্ষক স্কুলে আসছেন না ৷

প্রথমে ছাত্রীরা নিশ্চুপ থাকলেও পরবর্তী সময়ে তারা প্রধান শিক্ষককে ও স্কুলের অন্যান্য শিক্ষিকাদের বিষয়টি জানায় । স্কুলেরই এক শিক্ষিকা সোমা চৌধুরি বলেন, "সংস্কৃত শিক্ষক চার বছর আগে অষ্টম শ্রেণির ছাত্রীদের (এখন যারা দ্বাদশ শ্রেণির ছাত্রী) সঙ্গে ক্লাস চলাকালীন বেশ কয়েকবার অশালীন আচরণ করেন । মেয়েরা প্রথমে বিষয়টি আমাদের জানায়নি । পরে বিষয়টি প্রকাশ্যে আসে ৷ স্কুলের প্রধান শিক্ষক অমিয়কান্তি নিয়োগী জানান, গতকাল অভিভাবকদের সঙ্গে বৈঠক হয়েছে । থানায় অভিযোগ জানানো হয়েছে ৷

পান্ডুয়া, 28 অগাস্ট : ছাত্রীরা স্কুলেও সুরক্ষিত নয় ৷ যৌন নিগ্রহের শিকার তারাও৷ এবার অভিযোগ হুগলির পান্ডুয়ার তিন্না ইলামপুর পি এস স্মৃতি বিদ্যামন্দিরের এক শিক্ষকের বিরুদ্ধে৷ অভিযোগ অনুপ সরকার নামে ওই শিক্ষক ছাত্রীদের শ্লীলতাহানি করেছেন৷ অভিযুক্ত সংস্কৃতের শিক্ষক ৷ অভিযোগ, প্রথম ঘটনা 2018 সালের নভেম্বর মাসের ৷ ক্লাস চলাকালীন ষষ্ঠ শ্রেণির ছ'জন ছাত্রীর সঙ্গে অশালীন ও অভব্য আচরণ করেন অনুপ সরকার ।

তার চাকরি চলে যেতে পারে তাই শিক্ষক-শিক্ষিকারা প্রথমবার তাকে ক্ষমা করে দেন । কিন্তু আবারও একই আচরণ করে ৷ গত সোমবার স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা অভিভাবকদের নিয়ে এই বিষয়ে বৈঠক করেন । কোনও সুরাহা হয়নি । মঙ্গলবার রাতে পান্ডুয়া থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে । অভিভাবকদের দাবি স্কুল শিক্ষক ও পরিচালন কমিটির সদস্যরা আগে গুরুত্ব দেননি ৷ প্রতিবাদ করায় এখন স্কুল কর্তৃপক্ষ পদক্ষেপ করছে ৷ অভিযুক্ত শিক্ষক স্কুলে আসছেন না ৷

প্রথমে ছাত্রীরা নিশ্চুপ থাকলেও পরবর্তী সময়ে তারা প্রধান শিক্ষককে ও স্কুলের অন্যান্য শিক্ষিকাদের বিষয়টি জানায় । স্কুলেরই এক শিক্ষিকা সোমা চৌধুরি বলেন, "সংস্কৃত শিক্ষক চার বছর আগে অষ্টম শ্রেণির ছাত্রীদের (এখন যারা দ্বাদশ শ্রেণির ছাত্রী) সঙ্গে ক্লাস চলাকালীন বেশ কয়েকবার অশালীন আচরণ করেন । মেয়েরা প্রথমে বিষয়টি আমাদের জানায়নি । পরে বিষয়টি প্রকাশ্যে আসে ৷ স্কুলের প্রধান শিক্ষক অমিয়কান্তি নিয়োগী জানান, গতকাল অভিভাবকদের সঙ্গে বৈঠক হয়েছে । থানায় অভিযোগ জানানো হয়েছে ৷

Intro:স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানীর অভিযোগ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে।নাম অনুপ সরকার।তিনি সংস্কৃতের শিক্ষক । ঘটনা পান্ডুয়ার তিন্না ইলামপুর পি এস স্মৃতি বিদ্যামন্দিরের।2018 সালের নভেম্বর মাসে ক্লাসের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছজন ছাত্রীর সঙ্গে অশালীন ও অভব্য আচরণ করেছিলেন অনুপ সরকার।তার চাকরি চলে যাওয়ার কারণে শিক্ষক-শিক্ষিকারা প্রথমবারের জন্য তাকে ক্ষমা করে দেন।পরে আবারো তিনি একই আচরণ করেন।সোমবার স্কুলের প্রধান শিক্ষক ,ম্যানেজিং কমিটির সদস্যরা ও অভিভাবকদের নিয়ে এ বিষয়ে বৈঠকেও করেন।তারপরও কোন সুরাহা হয়নি।অভিভাবক ও পারিপার্শ্বিক চাপে পড়ে মঙ্গলবার রাতে পাণ্ডুয়া থানায় শীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক।পাণ্ডুয়া থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে।অভিভাবকদের ক্ষোভ স্কুল শিক্ষক ও পরিচালন কমিটির সদস্যরা কেন আগেই ব্যবস্থা নেননি।এতো দিন পর তারা প্রতিবাদ করার পর শিক্ষককে বিরুদ্ধে এখন অভিযোগ করা হল।ঐ অভিযুক্ত শিক্ষক স্কুলে আশা বন্ধ করেছে

প্রথমে বিষয়টি ছাত্রীরা কাউকে জানায় নি। পরে তারা প্রধান শিক্ষককে ও স্কুলের অন্যান্য শিক্ষিকাদের জানায়। অভিভাবক দুলালী মন্ডল ,শেফালী পরামানিক ও তুষার কুমার মজুমদারের অভিযোগ, স্কুলের মধ্যে নোংরামো হচ্ছে ।মেয়েদের গায়ে হাত বোলানো হচ্ছে। মেয়েরা বাড়িতে গিয়ে আমাদের জানায় চার বছর ধরে এ ঘটনা ঘটছে। তাদের আরো অভিযোগ, 4 বছর আগে স্কুলের শিক্ষক ছাত্রীদের গায়ে হাত দেয়। ছাত্রীরা প্রধান শিক্ষককে বিষয়টি জানালেও দীর্ঘ চার বছর ধরে প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা করেননি। এমনকি শ্লীলতাহানি বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ শিক্ষকের কাছ থেকে চার লক্ষ টাকা চাওয়া হয়। শিক্ষক অনুপ সরকার টাকা দিতে অস্বীকার করে এবং প্রশাসনের কাছে যাওয়ার কথা বলে তখন স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ডাকা হয়।আমরা চাই প্রকৃত দোষীর শাস্তি হোক।
স্কুলেরই এক শিক্ষিকা সোমা চৌধুরী বলেন, স্কুলের সংস্কৃতি শিক্ষক চার বছর আগে এখন যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রী তখন তারা অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলো। তখন ক্লাসের মধ্যে বেশ কয়েকদিন ধরে অশালীন আচরণ করেন অনুপ সরকার। মেয়েরা প্রথমে বিষয়টি আমাদের জানা নি। যখন তারা অসহায় হয়ে পড়েছিল তখন প্রধান শিক্ষককে জানান। তার চাকরি চলে যাওয়ার ভয়ে আমরা তাকে ক্ষমা করে দিই প্রথমবারের জন্য ।এরপর আবারও 2018 সালের নভেম্বর মাসে ক্লাস সিক্সের 6 জন ছাত্রীর সঙ্গে অশালীন ও অভব্য আচরণ করে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবলেও ছাত্রীদের পরীক্ষার শুরু হয়ে যায়। এরপর এখন যারা সপ্তম শ্রেণি, দ্বাদশ শ্রেণী ,একাদশ শ্রেণী, দশম শ্রেণীর ছাত্রীরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। এরপরে আমরা ছাত্রীদের সঙ্গে নিয়ে আগামী বৃহস্পতিবার ডি আই এর কাছে অভিযোগ জানায়।
এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অমিয় কান্তি নিয়োগী বলেন গতকাল অভিভাবক দের নিয়ে বৈঠক হয়।আজ তাই ঐ শিক্ষকের নামে পাণ্ডুয়া থানায় অভিযোগ করেছি শীলতাহানি হয়েছে।বাকিটা পাণ্ডুয়া থানার পুলিশ জানে।আমি এবিষয়ে কোন কথা বলব না।
স্কুলের পরিচালনা আমাদের নাম গৌতম বাড়ুই এবিষয়ে কোন কথা বলব না।Body:WB_HGL_PANDUA SCHOOL TEACHER PROBLEM_7203418Conclusion:
Last Updated : Aug 28, 2019, 9:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.