পান্ডুয়া, 28 অগাস্ট : ছাত্রীরা স্কুলেও সুরক্ষিত নয় ৷ যৌন নিগ্রহের শিকার তারাও৷ এবার অভিযোগ হুগলির পান্ডুয়ার তিন্না ইলামপুর পি এস স্মৃতি বিদ্যামন্দিরের এক শিক্ষকের বিরুদ্ধে৷ অভিযোগ অনুপ সরকার নামে ওই শিক্ষক ছাত্রীদের শ্লীলতাহানি করেছেন৷ অভিযুক্ত সংস্কৃতের শিক্ষক ৷ অভিযোগ, প্রথম ঘটনা 2018 সালের নভেম্বর মাসের ৷ ক্লাস চলাকালীন ষষ্ঠ শ্রেণির ছ'জন ছাত্রীর সঙ্গে অশালীন ও অভব্য আচরণ করেন অনুপ সরকার ।
তার চাকরি চলে যেতে পারে তাই শিক্ষক-শিক্ষিকারা প্রথমবার তাকে ক্ষমা করে দেন । কিন্তু আবারও একই আচরণ করে ৷ গত সোমবার স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা অভিভাবকদের নিয়ে এই বিষয়ে বৈঠক করেন । কোনও সুরাহা হয়নি । মঙ্গলবার রাতে পান্ডুয়া থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে । অভিভাবকদের দাবি স্কুল শিক্ষক ও পরিচালন কমিটির সদস্যরা আগে গুরুত্ব দেননি ৷ প্রতিবাদ করায় এখন স্কুল কর্তৃপক্ষ পদক্ষেপ করছে ৷ অভিযুক্ত শিক্ষক স্কুলে আসছেন না ৷
প্রথমে ছাত্রীরা নিশ্চুপ থাকলেও পরবর্তী সময়ে তারা প্রধান শিক্ষককে ও স্কুলের অন্যান্য শিক্ষিকাদের বিষয়টি জানায় । স্কুলেরই এক শিক্ষিকা সোমা চৌধুরি বলেন, "সংস্কৃত শিক্ষক চার বছর আগে অষ্টম শ্রেণির ছাত্রীদের (এখন যারা দ্বাদশ শ্রেণির ছাত্রী) সঙ্গে ক্লাস চলাকালীন বেশ কয়েকবার অশালীন আচরণ করেন । মেয়েরা প্রথমে বিষয়টি আমাদের জানায়নি । পরে বিষয়টি প্রকাশ্যে আসে ৷ স্কুলের প্রধান শিক্ষক অমিয়কান্তি নিয়োগী জানান, গতকাল অভিভাবকদের সঙ্গে বৈঠক হয়েছে । থানায় অভিযোগ জানানো হয়েছে ৷