ETV Bharat / state

"জয়শ্রীরাম" বলিয়ে পঞ্চায়েত সদস্যকে মার !

"পঞ্চায়েত থেকে কাজ মিটিয়ে বেরোচ্ছিলাম । হঠাৎ কয়েকজন জয়শ্রীরাম বলে ঝাঁপিয়ে পড়ে । আমাকে রড দিয়ে মারধর করে । জোর করে জয়শ্রীরাম বলায় । পরে স্থানীয়রা উদ্ধার করে আমায় হাসপাতালে নিয়ে আসে ।" বললেন আক্রান্ত পঞ্চায়েত সদস্য ।

তৃণমূল কর্মী
author img

By

Published : Jul 19, 2019, 6:24 AM IST

Updated : Jul 19, 2019, 10:27 AM IST

তারকেশ্বর, 19 জুলাই : "জয়শ্রীরাম" বলিয়ে এক পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । তৃণমূলের অভিযোগ, দুষ্কৃতীরা BJP কর্মী । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব । তাদের দাবি, কাটমানির টাকা না দেওয়ায় জনতাই ওই পঞ্চায়েত সদস্যকে মারধর করেছে ।

হেমন্ত পাণ্ডে । তারকেশ্বর পূর্ব রামনগর পঞ্চায়েতের সদস্য । তিনি বলেন, "পঞ্চায়েত থেকে কাজ মিটিয়ে বেরোচ্ছিলাম । হঠাৎ কয়েকজন জয়শ্রীরাম বলে ঝাঁপিয়ে পড়ে । আমাকে রড দিয়ে মারধর করে । জোর করে জয়শ্রীরাম বলায় । পরে স্থানীয়রা উদ্ধার করে আমায় হাসপাতালে নিয়ে আসে ।" অভিযুক্তরা কি BJP কর্মী ? হেমন্ত বলেন, "ওরা স্বঘোষিত BJP কর্মী ।"

দেখুন ভিডিয়ো

হেমন্তর অভিযোগ মানতে চাননি আরামবাগ জেলা BJP সাংগঠনিক সম্পাদক গণেশ চক্রবর্তী । তিনি বলেন, "এই ঘটনার সঙ্গে BJP কোনওভাবে যুক্ত নয় । কাটমানি ফেরত দেওয়ার কথা ছিল । কিন্তু, দেয়নি । তা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে বচসা হয়েছে । ঠেলাঠেলিতে কিছু একটা ঘটনা ঘটেছে । আর আমাদের উপর দোষ চাপানো হচ্ছে । দেবু মালিক নামে এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে । এর প্রতিবাদে আমরা আন্দোলনে নামব ।"

তারকেশ্বর, 19 জুলাই : "জয়শ্রীরাম" বলিয়ে এক পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । তৃণমূলের অভিযোগ, দুষ্কৃতীরা BJP কর্মী । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব । তাদের দাবি, কাটমানির টাকা না দেওয়ায় জনতাই ওই পঞ্চায়েত সদস্যকে মারধর করেছে ।

হেমন্ত পাণ্ডে । তারকেশ্বর পূর্ব রামনগর পঞ্চায়েতের সদস্য । তিনি বলেন, "পঞ্চায়েত থেকে কাজ মিটিয়ে বেরোচ্ছিলাম । হঠাৎ কয়েকজন জয়শ্রীরাম বলে ঝাঁপিয়ে পড়ে । আমাকে রড দিয়ে মারধর করে । জোর করে জয়শ্রীরাম বলায় । পরে স্থানীয়রা উদ্ধার করে আমায় হাসপাতালে নিয়ে আসে ।" অভিযুক্তরা কি BJP কর্মী ? হেমন্ত বলেন, "ওরা স্বঘোষিত BJP কর্মী ।"

দেখুন ভিডিয়ো

হেমন্তর অভিযোগ মানতে চাননি আরামবাগ জেলা BJP সাংগঠনিক সম্পাদক গণেশ চক্রবর্তী । তিনি বলেন, "এই ঘটনার সঙ্গে BJP কোনওভাবে যুক্ত নয় । কাটমানি ফেরত দেওয়ার কথা ছিল । কিন্তু, দেয়নি । তা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে বচসা হয়েছে । ঠেলাঠেলিতে কিছু একটা ঘটনা ঘটেছে । আর আমাদের উপর দোষ চাপানো হচ্ছে । দেবু মালিক নামে এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে । এর প্রতিবাদে আমরা আন্দোলনে নামব ।"

Intro:Body:জয় শ্রীরাম বলে মারধোর,মারধোর করতে করতে আক্রান্তকেও জয় শ্রীরাম বলতে বাধ্য করার অভিযোগ।আহত ভর্তি তারকেশ্বর গ্রামীন হাসপাতালে।তারকেশ্বর পূর্ব রামনগর পঞ্চায়েতের তৃনমূল সদস্য হেমন্ত পান্ডেকে লোহার রড বাঁশ দিয়ে বেধরক মারা হয়।পঞ্চায়েত থেকে কাজ মিটিয়ে বের হবার পর বিজেপির লোকজন জয় শ্রীরাম বলে তার উপর ঝাঁপিয়ে পরে বলে অভিযোগ।গত পাঁচ তারিখে যাদবপুরে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন,জয় শ্রীরাম স্লোগান মানুষকে মারধোর করার জন্য ব্যাবহার করা হচ্ছে।তারকেশ্বরের ঘটনা সেই ইঙ্গিতই দিচ্ছে। মারধোরের অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি কাটমানি ফেরৎ কে কেন্দ্র করে তৃণমূলের নিজেদের মধ্যে গন্ডগোল।বিজেপি কোন ভাবেই এই ঘটনায় দায়ী নয়।
আক্রন্ত পঞ্চায়েত সদস্য হেমন্ত পান্ডে বলেন পঞ্চায়েতের কাজ মিটিয়ে বাইরে বের হতেই এক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতী তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এবং জয় শীরাম শ্লোগান দিতে দিতে বেধড়ক মারধোর করা হয় এমনকি তাকে জয় শীরাম বলতে বাধ্য করা হয়।এর পরই তাকে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হলে কোলকাতায় রেফার করা হয়।
বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদক গণেশ চক্রবর্তী বলেন এই ঘটনায় বিজেপি কোন ভাবেই যুক্ত নয়।কাটমানি ফেরৎ দেওয়া কে কেন্দ্র করে নিজেদের মধ্যে গন্ডগোল।ভিবিন্ন ভাবে তারা কাটমানি খেয়েছিল আজ সেটা ফেরত দেবার কথা ছিল।কিন্তু সম্পূর্ণ সেটা তারা উপেক্ষা করে ফলে সাধারণ মানুষের মধ্যে বচসা শুরু হয় এবং ঠেলাঠেলি তে কিছু একটা ঘটনা ঘটে।কিন্তু সেটা বিজেপির উপর দোষারোপ করে আমাদের এক কর্মী কে পুলিশ গ্রেপ্তার করেছে।এর প্রতিবাদে আমরা আন্দোলনে নামবো।

wb_hgl_01_tarakeswar_tmc attack_vis_10007

B_1_হেমন্ত পান্ডে(তৃণমূল)
B_2_গণেশ চক্রবর্তী(বিজেপি(Conclusion:
Last Updated : Jul 19, 2019, 10:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.