ETV Bharat / state

আমফানের টাকা নিয়ে দুর্নীতি, স্বীকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের

আমফানের টাকা নিয়ে দুর্নীতি করেছেন হুগলির পোলবার দাদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রুপম ভবক । এই অভিযোগ ওঠে । চাপে পড়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিলেন অভিযুক্ত ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 18, 2020, 2:01 AM IST

Updated : Jun 18, 2020, 2:41 AM IST

চুঁচুড়া, 17 জুন : আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য টাকা দেওয়া শুরু হয়েছে রাজ্য সরকারের তরফে । এই টাকা বিতরণ নিয়ে ইতিমধ্যেই হুগলির নানা এলাকায় দুর্নীতির অভিযোগ উঠেছে । এবার পোলবার দাদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রুপম ভবক ওরফে সোনার বিরুদ্ধে পরিবারের সদস্যদের নাম ত্রাণ বিতরণের তালিকায় ঢুকিয়ে আমফানের টাকা নেওয়ার অভিযোগ উঠল । চাপে পড়ে টাকা নেওয়ার কথা স্বীকার করে নিলেন তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য ।

স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, রূপম ভবকের দোতলা বাড়ি । প্রায় 32 বিঘা জমি রয়েছে । তারপরও আমফানের দুর্গতদের তালিকায় তাঁর তিনজন আত্মীয়ের নাম ঢুকিয়ে দেন । বিষয়টি জানাজানি হতেই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন দাদপুর পঞ্চায়েতের 8 নম্বর বুথের হাঁড়াল গ্রামের সদস্য রুপম ভবক । তিনি বলেন, "আমার পরিবারের মোট চারটি নাম দিয়েছি এবং সরকারি টাকা নিয়েছি । তবে সে টাকা আমি ব্যবহার করব না । BDO-র কাছে টাকা ফেরত দিতে চাই । " তাঁর দাবি, একজনের বিপদে সাহায্য করার জন্য তিনি সরকারি টাকা নিয়েছিলেন । পরে নিজের ভুল বুঝতে পেরে টাকা ফেরত দিতে চান ।

টাকা নেওয়ার কথা স্বীকার করে নিলেন পঞ্চায়েত সদস্য

তৃণমূলের তরফে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাকির হোসেন মণ্ডল বলেন, "আমফানের জন্য BDO তালিকা দেওয়ার নির্দেশ দেন । সকলের আবেদন তদন্ত করা হয়নি । তার আগেই আমরা তালিকা পাঠাই । পঞ্চায়েতের এক কর্মী এই তালিকা তৈরির কাজ করেছিল । আমরা ভেবেছিলাম, BDO তদন্ত করে টাকা দেবেন । বেআইনিভাবে যাঁদের টাকা ঢুকেছে, তাঁদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব ।" জেলাশাসক ওয়াই রত্নাকর রাও জানিয়েছেন, বিষয়টির তদন্ত করা হবে । আপাতত BDO-কে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে । কেউ অন্যায়ভাবে টাকা নিয়ে থাকলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । বৃহস্পতিবার দাদপুর পঞ্চায়েতে একটি প্রতিনিধিদল পাঠানো হবে । তারা বিষয়টি খতিয়ে দেখবে । তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।"

এবিষয়ে BJP-র মণ্ডল সভাপতি প্রফুল্ল দাস বলেন, "আমফানে দাদপুর গ্রামের বহু মানুষের ঘরের চাল পড়ে গেছে । 700-র বেশি মানুষের তালিকা পঞ্চায়েতে জমা দিয়েছি । তারা কেউই ক্ষতিপূরণ পায়নি । কিন্তু তৃণমূল নেতা সোনা ওরফে রুপম তার মায়ের নামে ও আত্মীয়দের নামে টাকা নিয়েছে । গরিব মানুষের বদলে তৃণমূলের নেতা ও সমর্থকরা আমফানের টাকা পেয়েছে । এদের মধ্যে অধিকাংশেরই দোতলা,একতলা বাড়ি রয়েছে । আমাদের চাপে পঞ্চায়েত প্রধান লিখিতভাবে মুচলেকা দিয়েছে । দুর্নীতি করে যারা টাকা নিয়েছে, তাদের টাকা ফেরত দেবে বলে জানিয়েছে । কিন্তু তৃণমূল আটা-গম চোরের দল। তাদের আমরা বিশ্বাস করি না । যতক্ষণ না পর্যন্ত এই টাকা ফেরত দেওয়া হবে, ততক্ষণ আমরা আন্দোলন করব ।"

ধনেখালির বিধায়ক তথা মন্ত্রী অসীমা পাত্র বলেন, "বিষয়টি শোনামাত্রই আমি ব্যবস্থা নিতে বলেছি । দলের কেউ জড়িত থাকলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । আমফানের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়ে গেছে । এছাড়াও পুঁইনানের শিক্ষক দিলীপ রায়, রমজান আলি মোল্লা ও হাসিনা বিবির বিরুদ্ধেও আমফানের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ।"

চুঁচুড়া, 17 জুন : আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য টাকা দেওয়া শুরু হয়েছে রাজ্য সরকারের তরফে । এই টাকা বিতরণ নিয়ে ইতিমধ্যেই হুগলির নানা এলাকায় দুর্নীতির অভিযোগ উঠেছে । এবার পোলবার দাদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রুপম ভবক ওরফে সোনার বিরুদ্ধে পরিবারের সদস্যদের নাম ত্রাণ বিতরণের তালিকায় ঢুকিয়ে আমফানের টাকা নেওয়ার অভিযোগ উঠল । চাপে পড়ে টাকা নেওয়ার কথা স্বীকার করে নিলেন তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য ।

স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, রূপম ভবকের দোতলা বাড়ি । প্রায় 32 বিঘা জমি রয়েছে । তারপরও আমফানের দুর্গতদের তালিকায় তাঁর তিনজন আত্মীয়ের নাম ঢুকিয়ে দেন । বিষয়টি জানাজানি হতেই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন দাদপুর পঞ্চায়েতের 8 নম্বর বুথের হাঁড়াল গ্রামের সদস্য রুপম ভবক । তিনি বলেন, "আমার পরিবারের মোট চারটি নাম দিয়েছি এবং সরকারি টাকা নিয়েছি । তবে সে টাকা আমি ব্যবহার করব না । BDO-র কাছে টাকা ফেরত দিতে চাই । " তাঁর দাবি, একজনের বিপদে সাহায্য করার জন্য তিনি সরকারি টাকা নিয়েছিলেন । পরে নিজের ভুল বুঝতে পেরে টাকা ফেরত দিতে চান ।

টাকা নেওয়ার কথা স্বীকার করে নিলেন পঞ্চায়েত সদস্য

তৃণমূলের তরফে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাকির হোসেন মণ্ডল বলেন, "আমফানের জন্য BDO তালিকা দেওয়ার নির্দেশ দেন । সকলের আবেদন তদন্ত করা হয়নি । তার আগেই আমরা তালিকা পাঠাই । পঞ্চায়েতের এক কর্মী এই তালিকা তৈরির কাজ করেছিল । আমরা ভেবেছিলাম, BDO তদন্ত করে টাকা দেবেন । বেআইনিভাবে যাঁদের টাকা ঢুকেছে, তাঁদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব ।" জেলাশাসক ওয়াই রত্নাকর রাও জানিয়েছেন, বিষয়টির তদন্ত করা হবে । আপাতত BDO-কে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে । কেউ অন্যায়ভাবে টাকা নিয়ে থাকলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । বৃহস্পতিবার দাদপুর পঞ্চায়েতে একটি প্রতিনিধিদল পাঠানো হবে । তারা বিষয়টি খতিয়ে দেখবে । তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।"

এবিষয়ে BJP-র মণ্ডল সভাপতি প্রফুল্ল দাস বলেন, "আমফানে দাদপুর গ্রামের বহু মানুষের ঘরের চাল পড়ে গেছে । 700-র বেশি মানুষের তালিকা পঞ্চায়েতে জমা দিয়েছি । তারা কেউই ক্ষতিপূরণ পায়নি । কিন্তু তৃণমূল নেতা সোনা ওরফে রুপম তার মায়ের নামে ও আত্মীয়দের নামে টাকা নিয়েছে । গরিব মানুষের বদলে তৃণমূলের নেতা ও সমর্থকরা আমফানের টাকা পেয়েছে । এদের মধ্যে অধিকাংশেরই দোতলা,একতলা বাড়ি রয়েছে । আমাদের চাপে পঞ্চায়েত প্রধান লিখিতভাবে মুচলেকা দিয়েছে । দুর্নীতি করে যারা টাকা নিয়েছে, তাদের টাকা ফেরত দেবে বলে জানিয়েছে । কিন্তু তৃণমূল আটা-গম চোরের দল। তাদের আমরা বিশ্বাস করি না । যতক্ষণ না পর্যন্ত এই টাকা ফেরত দেওয়া হবে, ততক্ষণ আমরা আন্দোলন করব ।"

ধনেখালির বিধায়ক তথা মন্ত্রী অসীমা পাত্র বলেন, "বিষয়টি শোনামাত্রই আমি ব্যবস্থা নিতে বলেছি । দলের কেউ জড়িত থাকলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । আমফানের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়ে গেছে । এছাড়াও পুঁইনানের শিক্ষক দিলীপ রায়, রমজান আলি মোল্লা ও হাসিনা বিবির বিরুদ্ধেও আমফানের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ।"

Last Updated : Jun 18, 2020, 2:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.