ETV Bharat / state

Violence in Furfura Sharif: পঞ্চায়েতে তালা, বোমাবাজি; বোর্ড গঠনকে ঘিরে ফুরফুরা শরিফে ধুন্ধুমার - ফুরফুরা শরিফ

Panchayat board formation in Furfura Sharif: পঞ্চায়েতে দিয়ে দেওয়া হল তালা ৷ চলল বোমাবাজি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল ফাটাল পুলিশ ৷ পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে ধুন্ধুমার বাধল ফুরফুরা শরিফে ৷

Violence in Furfura Sharif
ফুরফুরা শরিফে ধুন্ধুমার
author img

By

Published : Aug 10, 2023, 7:41 PM IST

Updated : Aug 10, 2023, 8:01 PM IST

পঞ্চায়েতে বোর্ড গঠনকে ঘিরে ফুরফুরা শরিফে ধুন্ধুমার

ফুরফুরা শরিফ, 10 অগস্ট: ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল । পঞ্চায়েতে তালা ঝোলানোর ও এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে গতকাল রাত থেকেই । আজ বোর্ড গঠনের আগেই পুলিশকে লক্ষ্য করে চলল ইঁট বৃষ্টি । পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের শেল ফাটায় হুগলি গ্রামীণ পুলিশ । স্থানীয় ব্যবসায়ীরা বন্ধ করে দেন দোকানপাট । পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী । গোটা ঘটনায় আহত হন একাধিক পুলিশ কর্মী-সহ বেশ কয়েকজন ।

পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই তৃণমূল ও আইএসএফের মধ্যে শুরু হয় গণ্ডগোল । তৃণমূলের বিরুদ্ধে বাম ও আইএসএফ একযোগে জোট বেঁধে ভোটের ময়দানে নামে ৷ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জয়লাভ করলেও নির্বাচনে কারচুপির অভিযোগ আনে বাম ও আইএসএফ । তাদের দাবি, তারা 22টি আসনে জিতেছিল । কিন্তু গণনা শেষ হওয়ার আগেই জোর করে তাদের বের করে দেওয়া হয় । এরপর জানা যায় ফুরফুরা পঞ্চায়েতে 29টি আসনের মধ্যে 24টি পেয়েছে তৃণমূল ৷ আর আইএসএফ ও সিপিআইএম জোট পেয়েছে 5টি আসন ।

এই নিয়েই বোর্ড গঠনের সময় বৃহস্পতিবার সকাল থেকেই ফের উত্তেজনা ছড়ায় দুই শিবিরের মধ্যে ৷ সাড়ে বারোটা পর্যন্ত তালা বন্ধ করে রাখা হয় পঞ্চায়েত । পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে গেলে কয়েকজন আইএসএফ কর্মী ও স্থানীয় মানুষজন পুলিশকে লক্ষ্য করে ইঁট ছুড়তে আরম্ভ করে বলে অভিযোগ । উত্তেজিত জনতাকে সরাতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটায় । সেই শেল ফেটে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর বাড়ির কাঁচ ভাঙার অভিযোগ ওঠে । উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান নওশাদ ।

Violence in Furfura Sharif
টিয়ার গ্যাসের শেল ফাটাল পুলিশ

পুলিশের এই কাজের প্রতিবাদে রাস্তায় বসে আন্দোলন শুরু করেন আইএসএফ বিধায়ক । পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও উত্তেজনা কমেনি ফুরফুরায় । ইতিমধ্যেই এই ঘটনায় অ্যাডিশনাল এসপি লাল্টু হালদার-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন । এছাড়াও বেশকয়েকজন স্থানীয় মানুষ আহত হন । এরপর ফুরফুরা গ্রাম পঞ্চায়েতে পুলিশি নিরাপত্তায় বোর্ড গঠনের কাজ শুরু হয় । হুগলি গ্রামীণ পুলিশের তরফে পুলিশ বিশাল বাহিনী মোতায়েন করা হয় ।

আরও পড়ুন: পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে রণক্ষেত্র গাজোল, আক্রান্ত পুলিশ

বিধায়ক নওশাদ সিদ্দিকীর অভিযোগ, "পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ে আমার বাড়ির কাঁচ ভেঙেছে । পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ বলছে আমার লোক বোমা মেরেছে । তৃণমূল কংগ্রেস চাইছে অশান্তি করতে । গতকাল থেকে বোমাবাজি করে তাণ্ডব চালিয়েছে । পুলিশ সম্পূর্ণ দালালি করেছে ।একজন বিধায়কের বাড়ির উপর হামলা চালানো হচ্ছে । পুলিশের কর্মকাণ্ডের জন্য সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে । তৃণমূল বোর্ড গঠন করুক আমরা আদালতে গিয়েছি । মামলায় জয় হলে আমরা আবার ফুরফুরা পঞ্চায়েত দখল করব ।"

Violence in Furfura Sharif
বোর্ড গঠনকে ঘিরে ফুরফুরায় ধুন্ধুমার

ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান শামিম আহমেদ বলেন, "গতকাল রাত থেকে বোমাবাজি করেছে । আইএসএফ পঞ্চায়েতে একটা তালা মেরেছে । পঞ্চায়েতে বোর্ড গঠন হবে । ভোট শান্তিপূর্ণ হয়েছে ৷ গণনা শান্তিপূর্ণ হয়েছে ৷ বোর্ড গঠনও শান্তিপূর্ণ হয়েছে । শান্ত ফুরফুরা শরিফকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে । ওরা আদালতের এমন কোনও অর্ডার দেখাতে পারেনি যেখানে বলা আছে বোর্ড গঠন করা যাবে না । তাই বোর্ড গঠন হয়েছে । তাতে ফুরফুরা পঞ্চায়েতের প্রধান হয়েছেন রাজিয়া সুলতানা, উপপ্রধান মৃগাঙ্ক মোহন মাল ।"

ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকির অভিযোগ, "চক্রান্ত করে শান্ত ফুরফুরায় অশান্তি পাকানোর চেষ্টা করা হয়েছে । এতে ফুরফুরার মানুষ যুক্ত নন । বহিরাগতরা এসে গণ্ডগোল পাকিয়েছে । প্রাক্তন প্রধান শামিম আহমেদ এ বার জেলা পরিষদ থেকে জিতেছেন । তাঁকে বদনাম করতেই এই প্রচেষ্টা । মুখ্যমন্ত্রীকে বলব দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ।" তৃণমূলের কেউ এই গণ্ডগোলে ছিল না দাবি করেন ত্বহা সিদ্দিকীর ।

পঞ্চায়েতে বোর্ড গঠনকে ঘিরে ফুরফুরা শরিফে ধুন্ধুমার

ফুরফুরা শরিফ, 10 অগস্ট: ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল । পঞ্চায়েতে তালা ঝোলানোর ও এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে গতকাল রাত থেকেই । আজ বোর্ড গঠনের আগেই পুলিশকে লক্ষ্য করে চলল ইঁট বৃষ্টি । পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের শেল ফাটায় হুগলি গ্রামীণ পুলিশ । স্থানীয় ব্যবসায়ীরা বন্ধ করে দেন দোকানপাট । পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী । গোটা ঘটনায় আহত হন একাধিক পুলিশ কর্মী-সহ বেশ কয়েকজন ।

পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই তৃণমূল ও আইএসএফের মধ্যে শুরু হয় গণ্ডগোল । তৃণমূলের বিরুদ্ধে বাম ও আইএসএফ একযোগে জোট বেঁধে ভোটের ময়দানে নামে ৷ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জয়লাভ করলেও নির্বাচনে কারচুপির অভিযোগ আনে বাম ও আইএসএফ । তাদের দাবি, তারা 22টি আসনে জিতেছিল । কিন্তু গণনা শেষ হওয়ার আগেই জোর করে তাদের বের করে দেওয়া হয় । এরপর জানা যায় ফুরফুরা পঞ্চায়েতে 29টি আসনের মধ্যে 24টি পেয়েছে তৃণমূল ৷ আর আইএসএফ ও সিপিআইএম জোট পেয়েছে 5টি আসন ।

এই নিয়েই বোর্ড গঠনের সময় বৃহস্পতিবার সকাল থেকেই ফের উত্তেজনা ছড়ায় দুই শিবিরের মধ্যে ৷ সাড়ে বারোটা পর্যন্ত তালা বন্ধ করে রাখা হয় পঞ্চায়েত । পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে গেলে কয়েকজন আইএসএফ কর্মী ও স্থানীয় মানুষজন পুলিশকে লক্ষ্য করে ইঁট ছুড়তে আরম্ভ করে বলে অভিযোগ । উত্তেজিত জনতাকে সরাতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটায় । সেই শেল ফেটে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর বাড়ির কাঁচ ভাঙার অভিযোগ ওঠে । উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান নওশাদ ।

Violence in Furfura Sharif
টিয়ার গ্যাসের শেল ফাটাল পুলিশ

পুলিশের এই কাজের প্রতিবাদে রাস্তায় বসে আন্দোলন শুরু করেন আইএসএফ বিধায়ক । পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও উত্তেজনা কমেনি ফুরফুরায় । ইতিমধ্যেই এই ঘটনায় অ্যাডিশনাল এসপি লাল্টু হালদার-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন । এছাড়াও বেশকয়েকজন স্থানীয় মানুষ আহত হন । এরপর ফুরফুরা গ্রাম পঞ্চায়েতে পুলিশি নিরাপত্তায় বোর্ড গঠনের কাজ শুরু হয় । হুগলি গ্রামীণ পুলিশের তরফে পুলিশ বিশাল বাহিনী মোতায়েন করা হয় ।

আরও পড়ুন: পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে রণক্ষেত্র গাজোল, আক্রান্ত পুলিশ

বিধায়ক নওশাদ সিদ্দিকীর অভিযোগ, "পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ে আমার বাড়ির কাঁচ ভেঙেছে । পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ বলছে আমার লোক বোমা মেরেছে । তৃণমূল কংগ্রেস চাইছে অশান্তি করতে । গতকাল থেকে বোমাবাজি করে তাণ্ডব চালিয়েছে । পুলিশ সম্পূর্ণ দালালি করেছে ।একজন বিধায়কের বাড়ির উপর হামলা চালানো হচ্ছে । পুলিশের কর্মকাণ্ডের জন্য সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে । তৃণমূল বোর্ড গঠন করুক আমরা আদালতে গিয়েছি । মামলায় জয় হলে আমরা আবার ফুরফুরা পঞ্চায়েত দখল করব ।"

Violence in Furfura Sharif
বোর্ড গঠনকে ঘিরে ফুরফুরায় ধুন্ধুমার

ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান শামিম আহমেদ বলেন, "গতকাল রাত থেকে বোমাবাজি করেছে । আইএসএফ পঞ্চায়েতে একটা তালা মেরেছে । পঞ্চায়েতে বোর্ড গঠন হবে । ভোট শান্তিপূর্ণ হয়েছে ৷ গণনা শান্তিপূর্ণ হয়েছে ৷ বোর্ড গঠনও শান্তিপূর্ণ হয়েছে । শান্ত ফুরফুরা শরিফকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে । ওরা আদালতের এমন কোনও অর্ডার দেখাতে পারেনি যেখানে বলা আছে বোর্ড গঠন করা যাবে না । তাই বোর্ড গঠন হয়েছে । তাতে ফুরফুরা পঞ্চায়েতের প্রধান হয়েছেন রাজিয়া সুলতানা, উপপ্রধান মৃগাঙ্ক মোহন মাল ।"

ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকির অভিযোগ, "চক্রান্ত করে শান্ত ফুরফুরায় অশান্তি পাকানোর চেষ্টা করা হয়েছে । এতে ফুরফুরার মানুষ যুক্ত নন । বহিরাগতরা এসে গণ্ডগোল পাকিয়েছে । প্রাক্তন প্রধান শামিম আহমেদ এ বার জেলা পরিষদ থেকে জিতেছেন । তাঁকে বদনাম করতেই এই প্রচেষ্টা । মুখ্যমন্ত্রীকে বলব দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ।" তৃণমূলের কেউ এই গণ্ডগোলে ছিল না দাবি করেন ত্বহা সিদ্দিকীর ।

Last Updated : Aug 10, 2023, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.