ETV Bharat / state

লজ ভাড়া না পাওয়ায় ফেসবুকে অভিযোগ চিত্রশিল্পী তৌসিফ হকের, পালটা সরব ম্যানেজার - পাল্টা অভিযোগ লজ ম্যানেজারের

বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে স্ত্রী অসুস্থ হওয়ায় বিশ্রামের জন্য ওই লজে যান তৌসিফ । তৌসিফের অভিযোগ, ঘর ফাঁকা থাকা সত্ত্বেও লজ ভাড়া দেয়নি ম্যানেজার ।

painter-tousif-haque-complained-on-facebook-that-he-could-not-rent-a-lodge-in-chunchura-counter-complaint-by-lodge-manager
painter-tousif-haque-complained-on-facebook-that-he-could-not-rent-a-lodge-in-chunchura-counter-complaint-by-lodge-manager
author img

By

Published : Jan 12, 2021, 12:12 PM IST

চুঁচুড়া, 12 জানুয়ারি : বিয়ের সার্টিফিকেট দেখিয়েও চুঁচুড়ার লজ ভাড়া পাননি । প্রশ্ন তোলা হয়, স্বামীর পদবি হক হলে স্ত্রীর পদবি কী করে বিশ্বাস হয় ? সোশাল মিডিয়ায় সেই "দুর্ব্যবহারে"র কথা তুলে ধরেন পেশায় চিত্রশিল্পী তৌসিফ হক । যা নিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে শোরগোল পড়ে যায় ৷ এবার লজ ম্যানেজার সুধাংশু মজুমদার পালটা তৌসিফের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন ৷

রবিবার স্ত্রী জয়ন্তী বিশ্বাসকে নিয়ে চুঁচুড়ার ওই লজে যান তৌসিফ হক । জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে স্ত্রী অসুস্থ হওয়ায় বিশ্রামের জন্য ওই লজে যান তৌসিফ । তৌসিফের অভিযোগ, ঘর ফাঁকা থাকা সত্ত্বেও লজ ম্যানেজার ভাড়া দিতে চাননি । যদিও পরিচয়পত্র হিসেবে মোবাইলে ম্যারেজ সার্টিফিকেট দেখান তিনি ৷ কিন্তু প্রশ্ন তোলা হয়, স্বামীর পদবি হক হলে স্ত্রীর পদবি কী করে বিশ্বাস হয় ? ঘটনায় প্রায় চল্লিশ মিনিট ধরে লজ কর্তৃপক্ষের সঙ্গে তাঁর তর্কাতর্কি চলে । শেষ অবধি ঘর ভাড়া না পেয়ে ফিরে যান তিনি ৷ পরে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে দুর্ব্যবহারের কথা তুলে ধরেন তৌসিফ হক ৷ যা নিয়ে শোরগোল পড়ে যায় ৷ যদিও লজ ম্যানেজার সুধাংশু মজুমদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ।

Painter Tousif Haque complained on Facebook that he could not rent a lodge in Chunchura,  Counter-complaint by lodge manager
ফেসবুক পোস্টে তৌসিফ হকের অভিযোগ ৷

আরও পড়ুন: চুঁচুড়া পৌরসভায় কর্মী নিয়োগে দুর্নীতি নিয়ে মুখ খুলতেই পদ হারালেন অমিত রায়

সুধাংশু মজুমদার বলেন, "উনি আমার কাছ থেকে ঘরভাড়া চান ৷ পরিচয়পত্র চাইলে ম্যারেজ সার্টিফিকেট ছাড়া কিছুই দেখাতে পারেননি । জেরক্সের জন্য বলি । উনি মোবাইলে ছবি দিতে চান ৷ যা নিতে অস্বীকার করি আমি ৷ এরপর আমাকে দেখে নেওয়ার হুমকি দেন । পুলিশের ভয় দেখাচ্ছিলেন ।"

সুধাংশুবাবুর সাফাই, "কখনই ধর্মের কারণে ঘর ভাড়া দিতে চাইনি, এমন নয় ৷ সব ধর্মের মানুষ আমার লজে আসে । আমি তো ব্যবসার জন্যই এখানে বসেছি । "

লজ ভাড়া নিয়ে তৌসিফ হকের অভিযোগের পর পাল্টা অভিযোগ লজ ম্যানেজারের ৷

এদিকে, সোশাল মিডিয়ায় তৌসিফ হক অভিযোগ করলেও লজের সিসিটিভিতে (সিসিটিভি ফুটেজের সত্যতা যাচার করেনি ইটিভি ভারত) দেখা গিয়েছে, আঙুল উঁচিয়ে লজ ম্যানেজারের সঙ্গে তর্ক চালাচ্ছেন তিনি ৷ এই বিষয়ে চিত্রশিল্পী তৌসিফ হকের সঙ্গে যোগায়োগ করার চেষ্টা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি ।

চুঁচুড়া, 12 জানুয়ারি : বিয়ের সার্টিফিকেট দেখিয়েও চুঁচুড়ার লজ ভাড়া পাননি । প্রশ্ন তোলা হয়, স্বামীর পদবি হক হলে স্ত্রীর পদবি কী করে বিশ্বাস হয় ? সোশাল মিডিয়ায় সেই "দুর্ব্যবহারে"র কথা তুলে ধরেন পেশায় চিত্রশিল্পী তৌসিফ হক । যা নিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে শোরগোল পড়ে যায় ৷ এবার লজ ম্যানেজার সুধাংশু মজুমদার পালটা তৌসিফের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন ৷

রবিবার স্ত্রী জয়ন্তী বিশ্বাসকে নিয়ে চুঁচুড়ার ওই লজে যান তৌসিফ হক । জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে স্ত্রী অসুস্থ হওয়ায় বিশ্রামের জন্য ওই লজে যান তৌসিফ । তৌসিফের অভিযোগ, ঘর ফাঁকা থাকা সত্ত্বেও লজ ম্যানেজার ভাড়া দিতে চাননি । যদিও পরিচয়পত্র হিসেবে মোবাইলে ম্যারেজ সার্টিফিকেট দেখান তিনি ৷ কিন্তু প্রশ্ন তোলা হয়, স্বামীর পদবি হক হলে স্ত্রীর পদবি কী করে বিশ্বাস হয় ? ঘটনায় প্রায় চল্লিশ মিনিট ধরে লজ কর্তৃপক্ষের সঙ্গে তাঁর তর্কাতর্কি চলে । শেষ অবধি ঘর ভাড়া না পেয়ে ফিরে যান তিনি ৷ পরে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে দুর্ব্যবহারের কথা তুলে ধরেন তৌসিফ হক ৷ যা নিয়ে শোরগোল পড়ে যায় ৷ যদিও লজ ম্যানেজার সুধাংশু মজুমদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ।

Painter Tousif Haque complained on Facebook that he could not rent a lodge in Chunchura,  Counter-complaint by lodge manager
ফেসবুক পোস্টে তৌসিফ হকের অভিযোগ ৷

আরও পড়ুন: চুঁচুড়া পৌরসভায় কর্মী নিয়োগে দুর্নীতি নিয়ে মুখ খুলতেই পদ হারালেন অমিত রায়

সুধাংশু মজুমদার বলেন, "উনি আমার কাছ থেকে ঘরভাড়া চান ৷ পরিচয়পত্র চাইলে ম্যারেজ সার্টিফিকেট ছাড়া কিছুই দেখাতে পারেননি । জেরক্সের জন্য বলি । উনি মোবাইলে ছবি দিতে চান ৷ যা নিতে অস্বীকার করি আমি ৷ এরপর আমাকে দেখে নেওয়ার হুমকি দেন । পুলিশের ভয় দেখাচ্ছিলেন ।"

সুধাংশুবাবুর সাফাই, "কখনই ধর্মের কারণে ঘর ভাড়া দিতে চাইনি, এমন নয় ৷ সব ধর্মের মানুষ আমার লজে আসে । আমি তো ব্যবসার জন্যই এখানে বসেছি । "

লজ ভাড়া নিয়ে তৌসিফ হকের অভিযোগের পর পাল্টা অভিযোগ লজ ম্যানেজারের ৷

এদিকে, সোশাল মিডিয়ায় তৌসিফ হক অভিযোগ করলেও লজের সিসিটিভিতে (সিসিটিভি ফুটেজের সত্যতা যাচার করেনি ইটিভি ভারত) দেখা গিয়েছে, আঙুল উঁচিয়ে লজ ম্যানেজারের সঙ্গে তর্ক চালাচ্ছেন তিনি ৷ এই বিষয়ে চিত্রশিল্পী তৌসিফ হকের সঙ্গে যোগায়োগ করার চেষ্টা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.