ETV Bharat / state

পরীক্ষা না করেই মৃত ঘোষণার অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

শ্রমিকের মৃতদেহ সঠিকভাবে পরীক্ষা না করার অভিযোগে ESI হাসপাতালে ভাঙচুর করল বহিরাগতরা । আজ দুপুর 12 টা নাগাদ চাঁপদানির এক কারখানায় কর্মরত অবস্থায় মারা যায় ওই শ্রমিক। তাঁর নাম শশীভূষণ পাসওয়ান।

author img

By

Published : May 2, 2019, 9:15 PM IST

Updated : May 2, 2019, 9:23 PM IST

মৃত শ্রমিক

ভদ্রেশ্বর, 2 মে : এক শ্রমিককে ঠিকভাবে পরীক্ষা না করেই মৃত ঘোষণা করা হয়েছে, এই অভিযোগ তুলে ESI হাসপাতালে ভাঙচুর করা হল। মৃতের নাম শশীভূষণ (টিঙ্কু) পাসওয়ান (24) । তার বাড়ি ভদ্রেশ্বরের তেঁতুলতলা লেনে । শশীভূষণের সহকর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শশীভূষণ চাঁপদানির একটি কারখানায় কাজ করতেন। আজ সেখানে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন অন্য শ্রমিকরা । তাঁরাই শশীভূষণকে উদ্ধার করে গৌরহাটি ESI হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । কিন্তু শশীভূষণের সহকর্মীদের দাবি, তখনও তাঁর শ্বাসপ্রশ্বাস চলছিল। চিকিৎসক ভালো করে পরীক্ষা করেননি, এই অভিযোগে এরপর হাসপাতালে ভাঙচুর চালানো হয়। পরে চন্দননগর মহকুমা হাসপাতালে শশীভূষণের দেহ নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

চাঁপদানির কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডল বলেন, "কারখানায় কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের । মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর স্পষ্ট হবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গৌরহাটি ESI হাসপাতালের সুপার অভ্রজিৎ মুখার্জি বলেন, "রোগী আনার সঙ্গে সঙ্গেই বলা হয়েছিল সে মৃত । এখানে চেষ্টা করার জায়গাই নেই । তা সত্ত্বেও হঠাৎ 40-50 জন ঢুকে পড়ে হাসপাতালে ভাঙচুর করে । সব কিছু ভেঙে পরিস্থিতি যা করেছে সেকারণে তিনদিনের জন্য আমাদের এমারজেন্সি পরিষেবা বন্ধ রাখছি ।"

ভদ্রেশ্বর, 2 মে : এক শ্রমিককে ঠিকভাবে পরীক্ষা না করেই মৃত ঘোষণা করা হয়েছে, এই অভিযোগ তুলে ESI হাসপাতালে ভাঙচুর করা হল। মৃতের নাম শশীভূষণ (টিঙ্কু) পাসওয়ান (24) । তার বাড়ি ভদ্রেশ্বরের তেঁতুলতলা লেনে । শশীভূষণের সহকর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শশীভূষণ চাঁপদানির একটি কারখানায় কাজ করতেন। আজ সেখানে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন অন্য শ্রমিকরা । তাঁরাই শশীভূষণকে উদ্ধার করে গৌরহাটি ESI হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । কিন্তু শশীভূষণের সহকর্মীদের দাবি, তখনও তাঁর শ্বাসপ্রশ্বাস চলছিল। চিকিৎসক ভালো করে পরীক্ষা করেননি, এই অভিযোগে এরপর হাসপাতালে ভাঙচুর চালানো হয়। পরে চন্দননগর মহকুমা হাসপাতালে শশীভূষণের দেহ নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

চাঁপদানির কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডল বলেন, "কারখানায় কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের । মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর স্পষ্ট হবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গৌরহাটি ESI হাসপাতালের সুপার অভ্রজিৎ মুখার্জি বলেন, "রোগী আনার সঙ্গে সঙ্গেই বলা হয়েছিল সে মৃত । এখানে চেষ্টা করার জায়গাই নেই । তা সত্ত্বেও হঠাৎ 40-50 জন ঢুকে পড়ে হাসপাতালে ভাঙচুর করে । সব কিছু ভেঙে পরিস্থিতি যা করেছে সেকারণে তিনদিনের জন্য আমাদের এমারজেন্সি পরিষেবা বন্ধ রাখছি ।"

Intro:ভারতবর্ষে 542টা আসন, বাংলায় 42 টি আসন নিয়ে মমতা ব্যানার্জি বলছেন আমি প্রধানমন্ত্রী হব।আগে বাংলাটা সামলাও বাংলা সামলাতে পারছ না তারপরও বলছো আমি প্রধানমন্ত্রী হব এখানে একটা সরকার চলছে লুটের সরকার তোলাবাজি সরকার।আজ এভাবেই বিজেপির রাজ্য নেতা মুকুল রায় আক্রমন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা ,নারদা, রোজ ভ্যালি ও এম পি এস নিয়ে এত দুঃখ কিসের?সিবিআই আসছে ভয় কিসের? মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় আমাকে দেখিয়ে বলে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদি সারদা নারদা নায়ক কে পাশে বসিয়ে রেখেছেন।মকুল বাবুর দাবি করছেন আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে সারদা নারদা সবচেয়ে সুবিধাভোগী নাম মমতা ব্যানার্জি।তাই তাকে উদ্দেশ্যে করে বলেন আপনি যদি প্রমাণ করতে পারেন সারদা নারদা আমার বিরুদ্ধে কোন প্রমাণ আছে।তখন যা শাস্তি হবে মাথা পেতে নেব।কিন্ত যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ারটা ছেড়ে দেবেন তো? আগে মমতা ব্যানার্জি বলতেন চেয়ারে তার লোভ নেই। কিন্তু এখন বলছেন ঐ মুখ্যমন্ত্রীর চেয়ার বড় মিষ্টি। তাই ওখানে বসেছি আর উঠবো না।মুকুল বাবু বলেন এখন ভয় পাচ্ছেন কেন।এখন তো আর ভুবনেশ্বর যেতে হবে না।এখন যেতে হবে আসামে সেখানেও তো অনেক কেস হয়ে আছে। যেদিনকে সুদীপ ব্যানার্জি ও মদন মিত্র গ্রেফতার হলেন। সেদিন তো আপনি ধর্নায় বসলেন না। যখন এক পুলিশ আধিকারিককে সিবিআই ধরতে এলো তখন আপনি ঝাঁপিয়ে পড়লেন।তাহলে রাজিব বন্দ্যোপাধ্যায় কাছে কি সোনা ,রূপার কৌটো আছে।সেই কৌট ফাঁস হলে আপনার বিপদ হবে। মমতা ব্যানার্জি এবারের এভাবে বাঁচিয়ে রাখা যায় না। আজ হোক কাল হোক রোজভ্যালি সারদা নারদা যারা দোষী তাদের শাস্তি হবেই ।মুকুলবাবু এদিন মমতা ব্যানার্জি কে কটাক্ষ করে বলেন আপনি নাকি ভীষণ গরিব আপনার কাছে কিছু নেই কিন্তু আমি একটা কাগজে হিসাব দেখাচ্ছি যেখানে শুধুমাত্র কালীঘাট এই 35 খানা ফ্ল্যাট আছে। উনি মিটিং করে বলুক কিংবা আদি সপ্তগ্রাম এর কোন নেতা এসে বলুক উনার 35 খানা ফ্ল্যাট নেই ।ছত্রিশগড় 6 সহ বেশ কয়েক জায়গায় বিজেপি হার হয়েছে। কিন্তু বাংলায় পঞ্চায়েত নির্বাচনে 100 জন মানুষ খুন হয়েছেন।
Body:বাংলায় মমতা ব্যানার্জি মদ ছাড়া কি করেছেন। এখনো পর্যন্ত যতগুলো শিল্প সম্মেলন করেছে তার অর্ধেক টাকাও যদি শিল্প আসতো তাহলেও অনেক। বাংলায় আমরা অন্যায় করেছি সিঙ্গুরে মমতা ব্যানার্জির সঙ্গে টাটা কারখানা আমরা বন্ধ করে দিয়েছি।এখন না হচ্ছে চাষাবাদ। না হচ্ছে শিল্প আমরা তো পাপের প্রায়শ্চিত্ত করছি।সারা বাংলায় ঘুরে বেড়িয়েছি আমাদের জীবন যৌবন সব দিয়েছি মমতা ব্যানার্জির জন্য। কিসের জন্য শুধুমাত্র গণতন্ত্র ফেরার জন্য ।আমরা জানতাম মমতা ব্যানার্জি 1 লক্ষ 30 হাজার কোটি টাকার ঋণ শোধ করতে পারবে না।আমরা জানতাম 55000 কল কারখানার শ্রমিকদের চাকরি দিতে পারবেনা মমতা ব্যানার্জি।তিনি বাংলায় নতুন শিল্পও আনতে পারবে না ।আপনারা প্রশ্ন করতেই পারেন যে কেন তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম। আমরা জানতাম সিপিএমের আমলে এখানে রূপচাঁদ পাল ওখানে অনিল বসু বাংলার গণতন্ত্রকে হরণ করেছিল। সেই গণতন্ত্র পুনরুজীবনের জন্য মমতার পাশে ছিলাম আমরা।কিন্তু চোরকে তাড়িয়ে ডাকাত ডেকে এনেছিলাম।Conclusion:
Last Updated : May 2, 2019, 9:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.