ETV Bharat / state

পেঁয়াজের দামে সেঞ্চুরি, CPI(M)- এর ভুখা মিছিল

author img

By

Published : Nov 24, 2019, 11:57 PM IST

Updated : Nov 25, 2019, 8:49 AM IST

ইডেনে পিঙ্ক বলে সেঞ্চুরি এল বিরাটের ব্যাট ধরে ৷ সেঞ্চুরি এল বাংলার হেঁশেলেও ৷ পিঙ্ক বলের পর এবার পিঙ্ক পেঁয়াজ ৷ সেঞ্চুরির গণ্ডি ছুঁল পেঁয়াজের দাম ৷ রাজ্যের বাজারগুলিতে পেঁয়াজের দাম কেজি পিছু 80 টাকা থেকে বেড়ে 100 টাকায় দাড়াল ৷ টান পড়েছে মধ্যবিত্তের পকেটেও ৷

সেঞ্চুরি এল পেঁয়াজের দামে, ভুখা মিছিলে CPIM

হুগলি, 24 নভেম্বর : ইডেনে পিঙ্ক বলে সেঞ্চুরি এল বিরাটের ব্যাট ধরে ৷ সেঞ্চুরি এল বাংলার হেঁশেলেও ৷ পিঙ্ক বলের পর এবার পিঙ্ক পেঁয়াজ ৷ সেঞ্চুরির গণ্ডি ছুঁল পেঁয়াজের দাম ৷ রাজ্যের বাজারগুলিতে পেঁয়াজের দাম কেজি পিছু 80 টাকা থেকে বেড়ে 100 টাকায় দাড়াল ৷ টান পড়েছে মধ্যবিত্তের পকেটেও ৷

বেশ কিছুদিন ধরে পেঁয়াজের দাম ঘোরাফেরা করছিল সত্তর থেকে আশি টাকার মধ্যে ৷ মাঝে কিছুদিন দাম একটু কমলেও আবারও তা বেড়ে পৌঁছায় একশোয় ৷ পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য সবজির দামও ৷ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামল বামেরা ৷ হাতে থালা বাটি নিয়ে ভুখা মিছিলে নামে CPI(M) নেতৃত্ব ৷ হুগলি জেলার মগড়াগঞ্জ থেকে শুরু করে কাটাপুকুর নিমতলা, বাগাটি হয়ে মগড়া স্টেশনে শেষ হয় প্রতিবাদ মিছিল । NRC-র প্রতিবাদে, বেকারদের কর্মসংস্থানের দাবিতে মিছিল করবে বাম দলগুলি । তার প্রচারও চলে ভুখা মিছিল থেকে ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন স্থানীয় সবজি বিক্রেতারা

দ্রব্যমূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে । সে জন্যই এই ভুখা মিছিল ৷ আজ মিছিল শুরুর আগে এমনই জানালেন জেলার CPI(M) নেতা গুরুপদ ঘোষ ৷ ব্যবসায়ীদের একাংশ জানান, পেঁয়াজের দাম প্রতিদিনই বাড়ছে ৷ আড়তে পেঁয়াজের যোগান কম থাকার কারণেই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে ৷

হুগলি, 24 নভেম্বর : ইডেনে পিঙ্ক বলে সেঞ্চুরি এল বিরাটের ব্যাট ধরে ৷ সেঞ্চুরি এল বাংলার হেঁশেলেও ৷ পিঙ্ক বলের পর এবার পিঙ্ক পেঁয়াজ ৷ সেঞ্চুরির গণ্ডি ছুঁল পেঁয়াজের দাম ৷ রাজ্যের বাজারগুলিতে পেঁয়াজের দাম কেজি পিছু 80 টাকা থেকে বেড়ে 100 টাকায় দাড়াল ৷ টান পড়েছে মধ্যবিত্তের পকেটেও ৷

বেশ কিছুদিন ধরে পেঁয়াজের দাম ঘোরাফেরা করছিল সত্তর থেকে আশি টাকার মধ্যে ৷ মাঝে কিছুদিন দাম একটু কমলেও আবারও তা বেড়ে পৌঁছায় একশোয় ৷ পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য সবজির দামও ৷ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামল বামেরা ৷ হাতে থালা বাটি নিয়ে ভুখা মিছিলে নামে CPI(M) নেতৃত্ব ৷ হুগলি জেলার মগড়াগঞ্জ থেকে শুরু করে কাটাপুকুর নিমতলা, বাগাটি হয়ে মগড়া স্টেশনে শেষ হয় প্রতিবাদ মিছিল । NRC-র প্রতিবাদে, বেকারদের কর্মসংস্থানের দাবিতে মিছিল করবে বাম দলগুলি । তার প্রচারও চলে ভুখা মিছিল থেকে ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন স্থানীয় সবজি বিক্রেতারা

দ্রব্যমূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে । সে জন্যই এই ভুখা মিছিল ৷ আজ মিছিল শুরুর আগে এমনই জানালেন জেলার CPI(M) নেতা গুরুপদ ঘোষ ৷ ব্যবসায়ীদের একাংশ জানান, পেঁয়াজের দাম প্রতিদিনই বাড়ছে ৷ আড়তে পেঁয়াজের যোগান কম থাকার কারণেই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে ৷

Intro:Body:পিঙ্ক পিয়াজের সেঞ্চুরির প্রতিবাদে হাতে থালা বাটি নিয়ে ভুখা মিছিল সিপিএমের।

ইডেনে পিঙ্ক বলে প্রথম সেঞ্চুরি বিরাটের আর আজ রাজ্যের বাজার গুলিতে পিঙ্ক পেঁয়াজের দাম ৮০ থেকে বেড়ে হলো একশো।
বেশ কিছুদিন ধরে পেঁয়াজের দাম সত্তর আশি টাকায় ঘোরাফেরা করছিলো।মাঝে কয়েকদিন একটু কমলেও আবারও বেড়ে একশোয় পৌঁছে গেছে।পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য সবজির দাম।নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে হাতে থালা বাটি নিয়ে ভুখা মিছিল করল সিপিএম।মগড়া গঞ্জ থেকে শুরু করে কাঁটাপুকুর নিমতলা,বাগাটি,মগড়া স্টেশনে শেষ করে।এন আর সি'র প্রতিবাদে,বেকারদের কর্মসংস্থানের দাবীতে জাঠা মিছিল করবে বাম দলগুলো।তার প্রচারও চলে ভুখা মিছিল থেকে।

wb_hgl_01_saptagram_cpim_rally_copi_10007

B_1_গুরুপদ ঘোষ(cpim)
B_2_সৌমেন কুন্ডু(সবজি বিক্রেতা)Conclusion:
Last Updated : Nov 25, 2019, 8:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.