ETV Bharat / state

আরামবাগে খুন দলীয় কর্মী, অভিযুক্ত তৃণমূল - tmc worker

আরামবাগে তৃণমূল কর্মীর উপর হামলা দলেরই অন্য গোষ্ঠীর । শেখ মফিজুল নামে ওই কর্মীর মৃত্যু হয় ।

মৃত তৃণমূল কর্মী
author img

By

Published : Jun 8, 2019, 10:44 PM IST

Updated : Jun 8, 2019, 11:29 PM IST

আরামবাগ, 8 জুন : আরামবাগে তৃণমূল কর্মীর উপর হামলা অন্য গোষ্ঠীর । মৃত্যু হয় ওই কর্মীর । নাম শেখ মফিজুল । আরামবাগের হরিণখোলার ঘটনা ।

আরামবাগের জয়নাল খাঁ ও হুদা খান গোষ্ঠীর অনুগামী মফিজুল । আজ হরিণখোলায় চায়ের দোকানে চা খাচ্ছিলেন তিনি । অভিযোগ, সেইসময় তৃণমূল নেতা পার্থ হাজারি ও তাইবুল হোসেনের গোষ্ঠীর প্রায় 12 জন বাইকে করে আসে । রড, টাঙি নিয়ে তাঁর উপর চড়াও হয় । মাথায় ও পায়ে গুরুতর আঘাত লাগে মফিজুলের । তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় । এদিকে, ভোটের কিছুদিন আগে খুন হন শেখ মোক্তার । স্থানীয়রা জানিয়েছেন, সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন হুদা খান ।

জেলা তৃণমূল কার্যকরী সভাপতি দিলীপ যাদব বলেন, "যেকোনও মৃত্যুই দুঃখজনক ঘটনা । পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি ।"

আরামবাগ, 8 জুন : আরামবাগে তৃণমূল কর্মীর উপর হামলা অন্য গোষ্ঠীর । মৃত্যু হয় ওই কর্মীর । নাম শেখ মফিজুল । আরামবাগের হরিণখোলার ঘটনা ।

আরামবাগের জয়নাল খাঁ ও হুদা খান গোষ্ঠীর অনুগামী মফিজুল । আজ হরিণখোলায় চায়ের দোকানে চা খাচ্ছিলেন তিনি । অভিযোগ, সেইসময় তৃণমূল নেতা পার্থ হাজারি ও তাইবুল হোসেনের গোষ্ঠীর প্রায় 12 জন বাইকে করে আসে । রড, টাঙি নিয়ে তাঁর উপর চড়াও হয় । মাথায় ও পায়ে গুরুতর আঘাত লাগে মফিজুলের । তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় । এদিকে, ভোটের কিছুদিন আগে খুন হন শেখ মোক্তার । স্থানীয়রা জানিয়েছেন, সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন হুদা খান ।

জেলা তৃণমূল কার্যকরী সভাপতি দিলীপ যাদব বলেন, "যেকোনও মৃত্যুই দুঃখজনক ঘটনা । পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি ।"

Intro:তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরে মৃত তৃণমূল কর্মী।নাম শেখ মফিজুল।ঘটনাটি ঘটে আরামবাগের হরিণখোলার।মফিজুলকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। সূত্রের খবর, মফিজুল জয়নাল খাঁ ও হুদা খান অনুগামীদের।Body:WB_HGL_08JUNE ARAMBAG TMC MURDER_7203418Conclusion:
Last Updated : Jun 8, 2019, 11:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.