ETV Bharat / state

Fake Mao-Poster in Rishra : প্রতিবেশীকে ভয় দেখাতে ভুয়ো মাও পোস্টার, রিষড়ায় গ্রেফতার এক - প্রতিবেশীকে ভয় দেখাতে ভুয়ো মাও পোস্টার

সম্প্রতি হুগলির রিষড়া দু’টি পোস্টার উদ্ধার হয় (Maoist Poster in Rishra) ৷ তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ ৷ পুলিশের দাবি, প্রতিবেশীকে হেনস্তা করার জন্য রাজেন আইচ নামে এক ব্যক্তি ওই পোস্টার দিয়েছিল ৷ এর সঙ্গে মাওবাদীদের কোনও সম্পর্ক নেই ৷

one-person-is-arrested-for-allegedly-displaying-a-false-maoist-poster-to-intimidate-neighbour
Fake Mao-Poster in Rishra : প্রতিবেশীকে ভয় দেখাতে ভুয়ো মাও পোস্টার, রিষড়ায় গ্রেফতার এক
author img

By

Published : May 7, 2022, 3:42 PM IST

রিষড়া (হুগলি), 6 মে : প্রতিবেশীকে হেনস্তা করার জন্য মাওবাদীদের নাম করে ভুয়ো পোস্টার দেওয়ার অভিযোগ উঠল হুগলির রিষড়া পৌরসভা (Rishra Municipality) এলাকায় ৷ এই ঘটনায় চন্দননগর কমিশনারেটের পুলিশ একজনকে গ্রেফতার করেছে (One person is arrested for allegedly displaying a false Maoist poster to intimidate neighbour) ৷ ধৃতের নাম রাজেন আইচ ৷ গতকাল, শুক্রবারই বছর 47-এর ওই ব্যক্তিকে শ্রীরামপুর আদালতে (Sreerampur Court) পেশ করে পুলিশ ৷ আপাতত আদালতের নির্দেশে রাজেন তিনদিনের জন্য পুলিশি হেফাজতে রয়েছে ৷

পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, রিষড়া পৌরসভার দাসপাড়ার ক্যাভেন্টার্স হাউসিং এলাকায় গত 18 এপ্রিল ও 4 মে দু’টি মাওবাদী পোস্টার পাওয়া যায় । সাদা কাগজে লাল কালিতে লেখা ছিল, সিপিআইএমএল মাওবাদী (CPIML Maoist) । ঘটনার পর তদন্তে নামে রিষড়া থানা ও চন্দননগর পুলিশের গোয়েন্দারা । একজন সন্দেহভাজনকে আটক করা হয় পুলিশের তরফে । জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর হাতের লেখা মিলিয়ে গোয়েন্দারা নিশ্চিত হন যে সন্দেহভাজন ব্যক্তিই ওই মাওবাদী পোস্টার (Maoist Poster) দিয়েছিলেন । এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ ৷

প্রতিবেশীকে ভয় দেখাতে ভুয়ো মাও পোস্টার, রিষড়ায় গ্রেফতার এক

শনিবার চুঁচুড়ায় চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ সাংবাদিক সম্মেলন করেন ৷ সেখানে তিনি এই বিষয়ে বিস্তারিত জানান ৷ তিনি বলেন, ‘‘রিষড়ায় দু’দিন দু’টি মাওবাদী পোস্টার দেখতে পেয়ে তদন্ত শুরু হয় । যে এলাকায় পোস্টার পড়েছিল, সেখানে খোঁজ খবর শুরু করেন কমিশনারেটের গোয়েন্দারা । সন্দেহভাজন হিসাবে রাজেন আইচকে আটক করা হয় । তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং হাতের লেখা মিলিয়ে দেখা যায় যে ওই পোস্টার অভিযুক্তই মেরেছিলেন ।’’

পুলিশ কমিশনারের বক্তব্য, ‘‘ রাজেন জেরায় স্বীকার করে প্রতিবেশীর সঙ্গে তাঁর বিবাদ রয়েছে । সেই প্রতিবেশীকে ভয় দেখাতে এই ধরনের পোস্টার মারে অভিযুক্ত । গোয়েন্দারা জানতে পারে মাওবাদীদের সঙ্গে অভিযুক্তের কোনও যোগ নেই । ভয় দেখানো ও হেনস্তা করার জন্য এই পোস্টার লাগানো হয়েছে ।’’

আরও পড়ুন : Body Found in Sreerampur : শ্রীরামপুরে মাথাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য, তদন্ত শুরু পুলিশের

রিষড়া (হুগলি), 6 মে : প্রতিবেশীকে হেনস্তা করার জন্য মাওবাদীদের নাম করে ভুয়ো পোস্টার দেওয়ার অভিযোগ উঠল হুগলির রিষড়া পৌরসভা (Rishra Municipality) এলাকায় ৷ এই ঘটনায় চন্দননগর কমিশনারেটের পুলিশ একজনকে গ্রেফতার করেছে (One person is arrested for allegedly displaying a false Maoist poster to intimidate neighbour) ৷ ধৃতের নাম রাজেন আইচ ৷ গতকাল, শুক্রবারই বছর 47-এর ওই ব্যক্তিকে শ্রীরামপুর আদালতে (Sreerampur Court) পেশ করে পুলিশ ৷ আপাতত আদালতের নির্দেশে রাজেন তিনদিনের জন্য পুলিশি হেফাজতে রয়েছে ৷

পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, রিষড়া পৌরসভার দাসপাড়ার ক্যাভেন্টার্স হাউসিং এলাকায় গত 18 এপ্রিল ও 4 মে দু’টি মাওবাদী পোস্টার পাওয়া যায় । সাদা কাগজে লাল কালিতে লেখা ছিল, সিপিআইএমএল মাওবাদী (CPIML Maoist) । ঘটনার পর তদন্তে নামে রিষড়া থানা ও চন্দননগর পুলিশের গোয়েন্দারা । একজন সন্দেহভাজনকে আটক করা হয় পুলিশের তরফে । জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর হাতের লেখা মিলিয়ে গোয়েন্দারা নিশ্চিত হন যে সন্দেহভাজন ব্যক্তিই ওই মাওবাদী পোস্টার (Maoist Poster) দিয়েছিলেন । এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ ৷

প্রতিবেশীকে ভয় দেখাতে ভুয়ো মাও পোস্টার, রিষড়ায় গ্রেফতার এক

শনিবার চুঁচুড়ায় চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ সাংবাদিক সম্মেলন করেন ৷ সেখানে তিনি এই বিষয়ে বিস্তারিত জানান ৷ তিনি বলেন, ‘‘রিষড়ায় দু’দিন দু’টি মাওবাদী পোস্টার দেখতে পেয়ে তদন্ত শুরু হয় । যে এলাকায় পোস্টার পড়েছিল, সেখানে খোঁজ খবর শুরু করেন কমিশনারেটের গোয়েন্দারা । সন্দেহভাজন হিসাবে রাজেন আইচকে আটক করা হয় । তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং হাতের লেখা মিলিয়ে দেখা যায় যে ওই পোস্টার অভিযুক্তই মেরেছিলেন ।’’

পুলিশ কমিশনারের বক্তব্য, ‘‘ রাজেন জেরায় স্বীকার করে প্রতিবেশীর সঙ্গে তাঁর বিবাদ রয়েছে । সেই প্রতিবেশীকে ভয় দেখাতে এই ধরনের পোস্টার মারে অভিযুক্ত । গোয়েন্দারা জানতে পারে মাওবাদীদের সঙ্গে অভিযুক্তের কোনও যোগ নেই । ভয় দেখানো ও হেনস্তা করার জন্য এই পোস্টার লাগানো হয়েছে ।’’

আরও পড়ুন : Body Found in Sreerampur : শ্রীরামপুরে মাথাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য, তদন্ত শুরু পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.