ETV Bharat / state

চুঁচুড়া লঞ্চঘাটে 9 কেজি গাঁজা, গ্রেফতার 1 - চুঁচুড়া

প্রায় 9 কেজি গাঁজা সহ পুলিশের জালে নৈহাটির এক মাদক পাচারকারী ৷ হুগলির চুঁচুড়া লঞ্চঘাট থেকে গণেশ সাহা নামে ওই মাদক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ ৷

one person arrest with nine kg ganja from chunchura in hooghly
চুঁচুড়া লঞ্চঘাটে 9 কেজি গাঁজা, গ্রেফতার 1
author img

By

Published : Mar 17, 2021, 8:32 PM IST

হুগলি, 17 মার্চ : বিপুল পরিমাণ গাঁজা সহ এক মাদক পাচারকারীকে আটক করল চুঁচুড়া থানার পুলিশ ৷ আজ চুঁচুড়া লঞ্চঘাট থেকে 9 কেজি 80 গ্রাম গাঁজা সহ গণেশ সাহা নামে ওই পাচারকারীকে গ্রেফতার করা হয় ৷ ওই বিপুল পরিমাণ গাঁজা নৈহাটি থেকে নিয়ে আসছিল সে ৷

আরও পড়ুন : ডোমজুড়ে 7 হাজার মাদক ট্যাবলেটসহ গ্রেপ্তার 2

পুলিশ সূত্র খবর, গণেশ সাহা নামে নৈহাটির দক্ষিণ প্রসাদনগরের ওই যুবক প্রায় 9 কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল ৷ নির্বাচনের কারণে রাজ্যের প্রায় প্রতিটি জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ তেমনি তল্লাশি চলছিল হুগলির চুঁচুড়া লঞ্চঘাটে ৷ চুঁচুড়া লঞ্চঘাটে পুলিশের চেকিংয়ের সময় গণেশের কাছ থেকে ওই গাঁজা উদ্ধার হয় ৷ পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য এক লক্ষ টাকার কিছু বেশি ৷ জানা গিয়েছে নৈহাটি থেকেই ওই গাঁজা নিয়ে হুগলিতে এসেছিল গণেশ ৷ কোথা থেকে সে এই গাঁজা পেল? কোথায় সেগুলি নিয়ে যাচ্ছিল তা জানতে গণেশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ বিষয়টি নিয়ে জেলা নির্বাচন আধিকারিকের কাছেও অভিযোগ জানানো হয়েছে ৷ কমিশন বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছে ৷

হুগলি, 17 মার্চ : বিপুল পরিমাণ গাঁজা সহ এক মাদক পাচারকারীকে আটক করল চুঁচুড়া থানার পুলিশ ৷ আজ চুঁচুড়া লঞ্চঘাট থেকে 9 কেজি 80 গ্রাম গাঁজা সহ গণেশ সাহা নামে ওই পাচারকারীকে গ্রেফতার করা হয় ৷ ওই বিপুল পরিমাণ গাঁজা নৈহাটি থেকে নিয়ে আসছিল সে ৷

আরও পড়ুন : ডোমজুড়ে 7 হাজার মাদক ট্যাবলেটসহ গ্রেপ্তার 2

পুলিশ সূত্র খবর, গণেশ সাহা নামে নৈহাটির দক্ষিণ প্রসাদনগরের ওই যুবক প্রায় 9 কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল ৷ নির্বাচনের কারণে রাজ্যের প্রায় প্রতিটি জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ তেমনি তল্লাশি চলছিল হুগলির চুঁচুড়া লঞ্চঘাটে ৷ চুঁচুড়া লঞ্চঘাটে পুলিশের চেকিংয়ের সময় গণেশের কাছ থেকে ওই গাঁজা উদ্ধার হয় ৷ পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য এক লক্ষ টাকার কিছু বেশি ৷ জানা গিয়েছে নৈহাটি থেকেই ওই গাঁজা নিয়ে হুগলিতে এসেছিল গণেশ ৷ কোথা থেকে সে এই গাঁজা পেল? কোথায় সেগুলি নিয়ে যাচ্ছিল তা জানতে গণেশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ বিষয়টি নিয়ে জেলা নির্বাচন আধিকারিকের কাছেও অভিযোগ জানানো হয়েছে ৷ কমিশন বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.