উত্তরপাড়া, 12 জুলাই : উত্তরপাড়ায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার । কয়েকদিন ধরেই ডায়রিয়া ও জ্বরে ভুগছিলেন তিনি ৷ শুক্রবার তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ, কলকাতার কোনও হাসপাতালই তাঁকে ভরতি নেয়নি ৷
শহরের এক বেসরকারি হাসপাতার কোরোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করেই ছেড়ে দেয় বলেও অভিযোগ ৷ তারপর তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয় ৷ শনিবার সকালে প্রৌঢ়ার নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁর পরিবারের আরও অভিযোগ, রিপোর্ট পজ়িটিভ আসার পর স্থানীয় প্রশাসন ও কাউন্সিলরকে জানানো হলেও তাঁরা কোনও ব্যবস্থা নেয়নি ৷ এরপর শনিবার বিকেলে মৃত্যু হয় ওই প্রৌঢ়ার ৷ বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন মৃতের পরিবারের সদস্যরা ৷
এই বিষয়ে উত্তরপাড়া পৌরসভার প্রশাসক দিলীপ যাদব বলেন, ''পৌরসভার মেডিকেল অফিসার ওই পরিবারের সঙ্গে কথা বলেছেন ৷ সরকারি নিয়ম মেনে সব কাজ করা হয়েছে ৷ সোশাল মিডিয়ায় বলা সহজ ৷ কিন্তু কাজ করা কঠিন ৷ পরিবারের একজন মারা গেছে, একটু ধৈর্য ধরতে হবে ৷''