ETV Bharat / state

কোরোনা নিয়ে ভুয়ো তথ্য পোস্ট, সিঙ্গুরে গ্রেপ্তার 1 - কোরোনা সংক্রমণ নিয়ে ভুয়ো তথ্য পোস্ট

পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জীব জানা নামে ওই ব‍্যক্তি গতকাল সোশ‍াল মিডিয়ায় কোরোনা বিষয়ক একটি পোস্ট করেন । লেখেন “সিঙ্গুরে 61জন কোরোনা সংক্রমণে সন্দেহের তালিকায় রয়েছেন । দুইজন কোরোনা পজ়িটিভ ।”

singur
সিঙ্গুরে গ্রেপ্তার 1
author img

By

Published : May 5, 2020, 2:46 PM IST

সিঙ্গুর, 5 মে : কোরোনা ভাইরাস নিয়ে ভুল তথ‍্য সোশ‍াল মিডিয়ায় পোস্ট । মানুষকে আতঙ্কিত করার অভিযোগে এক ব‍্যক্তিকে গ্ৰেপ্তার করল সিঙ্গুর থানার পুলিশ । ধৃতের নাম সঞ্জীব জানা । বাড়ি সিঙ্গুরের নন্দনবাটি এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জীব জানা নামে ওই ব‍্যক্তি গতকাল সোশ‍াল মিডিয়ায় কোরোনা বিষয়ক একটি পোস্ট করেন । লেখেন “সিঙ্গুরে 61 জন কোরোনা সংক্রমণে সন্দেহের তালিকায় রয়েছেন । দুইজন কোরোনা পজ়িটিভ ।” পোস্টটি নজরে আসার পরই তৎপর হয় পুলিশ । খোঁজ খবর নিয়ে গতরাতে তাঁকে গ্ৰেপ্তার করে । ভারতীয় দণ্ডবিধির 469, 505/1B, 504 ধারায় অভিযুক্ত সজ্ঞীব জানার বিরুদ্ধে মামলা রজু করেছে পুলিশ ।


যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ভুল স্বীকার করেছেন সঞ্জীব । তিনি বলেন, “সিঙ্গুর বাজারে কয়েকজনের কাছে শুনেছিলাম সিঙ্গুরের 61 জনকে কোরোনা সন্দেহে কোয়ারনটিনে রাখা হয়েছে । তাঁদের মধ্যে দুজন পজ়িটিভ । গতকাল এই তথ্যই সোশাল মিডিয়ায় পোস্ট করি । সরকারি কোনও নথি নেই ।তবে শুনেই লিখেছিলাম । ভুল হয়েছে।”

সিঙ্গুর, 5 মে : কোরোনা ভাইরাস নিয়ে ভুল তথ‍্য সোশ‍াল মিডিয়ায় পোস্ট । মানুষকে আতঙ্কিত করার অভিযোগে এক ব‍্যক্তিকে গ্ৰেপ্তার করল সিঙ্গুর থানার পুলিশ । ধৃতের নাম সঞ্জীব জানা । বাড়ি সিঙ্গুরের নন্দনবাটি এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জীব জানা নামে ওই ব‍্যক্তি গতকাল সোশ‍াল মিডিয়ায় কোরোনা বিষয়ক একটি পোস্ট করেন । লেখেন “সিঙ্গুরে 61 জন কোরোনা সংক্রমণে সন্দেহের তালিকায় রয়েছেন । দুইজন কোরোনা পজ়িটিভ ।” পোস্টটি নজরে আসার পরই তৎপর হয় পুলিশ । খোঁজ খবর নিয়ে গতরাতে তাঁকে গ্ৰেপ্তার করে । ভারতীয় দণ্ডবিধির 469, 505/1B, 504 ধারায় অভিযুক্ত সজ্ঞীব জানার বিরুদ্ধে মামলা রজু করেছে পুলিশ ।


যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ভুল স্বীকার করেছেন সঞ্জীব । তিনি বলেন, “সিঙ্গুর বাজারে কয়েকজনের কাছে শুনেছিলাম সিঙ্গুরের 61 জনকে কোরোনা সন্দেহে কোয়ারনটিনে রাখা হয়েছে । তাঁদের মধ্যে দুজন পজ়িটিভ । গতকাল এই তথ্যই সোশাল মিডিয়ায় পোস্ট করি । সরকারি কোনও নথি নেই ।তবে শুনেই লিখেছিলাম । ভুল হয়েছে।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.